ETV Bharat / city

Presidential Election 2022: রাষ্ট্রপতি নির্বাচনের আগে শনিবারই সাংসদদের দিল্লি যাওয়ার নির্দেশ বিজেপির

author img

By

Published : Jul 16, 2022, 1:12 PM IST

সোমবার রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election 2022) । আগামী দু'দিন অর্থাৎ 16 ও 17 জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের খুঁটিনাটি নিয়ে চলবে প্রশিক্ষণ শিবির । সেখানেই অংশ নেবেন সাংসদরা ৷

All BJP MPs to reach Delhi by today for Presidential Election 2022
Droupadi Murmu

কলকাতা, 16 জুলাই: রাষ্ট্রপতি নির্বাচন আগামী সোমবার (Presidential Election 2022) । আর তার আগেই সমস্ত বিজেপি সাংসদের দিল্লি যাওয়ার নির্দেশ দিলেন কেন্দ্রীয় নেতারা। এদিনই সাংসদদের রাজধানীতে পৌঁছে যেতে হবে বলে জানা গিয়েছে বঙ্গ বিজেপি সূত্রে ।

এনডিএ-র (NDA) রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) জিতিয়ে আনতে কোমর বেঁধে নেমেছে বিজেপি। আর তাই নির্বাচনের ঠিক দু'দিন আগেই দলের সাংসদদের দিল্লি পৌঁছনোর নির্দেশ দিয়েছে নেতৃত্ব (All BJP MPs to reach Delhi by today for Presidential Election 2022) । সাংসদদের উপস্থিতি নিয়ে যাতে কোনওরকম সমস্যা না হয় তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত । পাশাপাশি আজই বিজেপি সভাপতি জেপি নাড্ডা সাংসদদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন বলে খবর ৷

আরও পড়ুন: বাংলায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু

আগামী দু'দিন অর্থাৎ 16 ও 17 জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের খুঁটিনাটি নিয়ে চলবে প্রশিক্ষণ শিবির । রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হয়, কীভাবে নির্ভুলভাবে নিজের ভোট দিতে হবে তা সবিস্তারে শেখানো হবে সাংসদদের ৷

কলকাতা, 16 জুলাই: রাষ্ট্রপতি নির্বাচন আগামী সোমবার (Presidential Election 2022) । আর তার আগেই সমস্ত বিজেপি সাংসদের দিল্লি যাওয়ার নির্দেশ দিলেন কেন্দ্রীয় নেতারা। এদিনই সাংসদদের রাজধানীতে পৌঁছে যেতে হবে বলে জানা গিয়েছে বঙ্গ বিজেপি সূত্রে ।

এনডিএ-র (NDA) রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) জিতিয়ে আনতে কোমর বেঁধে নেমেছে বিজেপি। আর তাই নির্বাচনের ঠিক দু'দিন আগেই দলের সাংসদদের দিল্লি পৌঁছনোর নির্দেশ দিয়েছে নেতৃত্ব (All BJP MPs to reach Delhi by today for Presidential Election 2022) । সাংসদদের উপস্থিতি নিয়ে যাতে কোনওরকম সমস্যা না হয় তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত । পাশাপাশি আজই বিজেপি সভাপতি জেপি নাড্ডা সাংসদদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন বলে খবর ৷

আরও পড়ুন: বাংলায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু

আগামী দু'দিন অর্থাৎ 16 ও 17 জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের খুঁটিনাটি নিয়ে চলবে প্রশিক্ষণ শিবির । রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হয়, কীভাবে নির্ভুলভাবে নিজের ভোট দিতে হবে তা সবিস্তারে শেখানো হবে সাংসদদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.