কলকাতা, 11 মে :আগামী 24 ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখি-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বঙ্গোপসাগরের উপর একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে যার জেরে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে পশ্চিমবঙ্গে । গরম জলীয় বাষ্পের কারণে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ । সেই বজ্রগর্ভ মেঘ থেকেই আগামী চার থেকে পাঁচ দিন কালবৈশাখীর পূর্বাভাস ৷ সেই সঙ্গে পাল্লা দিয়ে বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে ।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে বাংলাদেশ ও মেঘালয় লাগোয়া এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে । এই ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন-চার দিন । পাশাপাশি একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে । আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে । এই ঘূর্ণাবর্ত ক্রমশ এগিয়ে আসবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের কাছাকাছি অংশে । বুধবার নাগাদ এই ঘূর্ণাবর্ত এসে পৌঁছাবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও লাগোয়া আন্দামান সাগরের কাছাকাছি । এর ফলে বুধবারের পর থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে ।
কলকাতায় আজ সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে । মাঝেমধ্যেই হাওয়ার দাপট বাড়ছে । আগামী 48 ঘণ্টায় কলকাতায় কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 36 ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 93 শতাংশ ও সর্বনিম্ন 40শতাংশ ।
আগামী 48 ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর-দক্ষিণ দিনাজপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পঙেও ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা আছে । দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন থেকে চারদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ বৃহস্পতিবার নাগাদ ফের নতুন করে একটি পশ্চিমী-ঝঞ্জা আসতে চলেছে জম্মু ও কাশ্মীরে । সেই সঙ্গে আরেকটি পশ্চিমী-ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে । এই পশ্চিমী-ঝঞ্ঝা আগামী কয়েক ঘন্টায় ধীরে ধীরে উত্তর-পূর্ব ভারতের দিকে অগ্রসর হবে । ফলে আগামী 24 ঘণ্টায় উত্তর-পশ্চিম ভারত ও ভারতের মধ্যবর্তী অংশের রাজ্যগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।