কলকাতা, 1 ফেব্রুয়ারি : বেলাশেষের শীতেও বৃষ্টির কাঁটা অব্যাহত । আলিপুর আবহাওয়া দফতর (Regional Meteorological Centre Kolkata) বিশেষ আবহাওয়া বার্তায় জানিয়েছে, পূর্ব ভারতের ওপর পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা জলীয় বাষ্প ভরা বাতাসের কারণে 3-4 ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (West Bengal Weather Update) ।
ইতিমধ্যেই রাজ্যে ঠান্ডার দাপট কমতে শুরু করেছে । মঙ্গলবার থেকে তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে । সোমবার রাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম । মঙ্গলবার রৌদ্রজ্জ্বল দিনে তাপমাত্রার পারদ 26 ডিগ্রি থেকে 18 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে ।
তাপমাত্রার পারদের ঊর্ধ্বগতির পূর্বাভাস ছিলই । কিন্তু বৃষ্টির ভ্রুকুটি সেই পূর্বাভাসে বাড়তি মাত্রা যোগ করেছে । উত্তরবঙ্গের জেলাগুলোতে 3 ফেব্রুয়ারি বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । 4 ফেব্রুয়ারি বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । 7-10 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে । 3 ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 4 ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ।
আরও পড়ুন : বৃষ্টিযোগে শীতের বিদায় ঘণ্টার পূর্বাভাস হাওয়া অফিসের
বৃষ্টির কারণে চাষের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে । বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমবে । বৃষ্টির হাত ধরেই শীত বিদায়ের সুর জোরাল হচ্ছে । ফাল্গুনের আবহ ঠান্ডা হবে কি না, তা হাওয়া অফিস জোর দিয়ে বলতে পারছে না । তবে শীতের বিদায় ঘণ্টা বাজতে দেরি নেই তা মালুম হচ্ছে ।