ETV Bharat / city

লক্ষ্য 2021, লোকসভাওয়াড়ি 3 জনের কমিটি গঠন BJP-র - লোকসভাওয়াড়ি 3 জন করে করে বিশেষ কমিটি গঠন BJP-র

BJP-র মোট 18 জন সাংসদের মধ্যে 16 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে । BJP-র 13 জন বিধায়ককে দায়িত্ব দেওয়া হয়েছে । আর 41 জন রাজ্য কমিটির সদস্যকে নিয়ে আসা হয়েছে । সব মিলিয়ে মোট 70 জনের বিশেষ কমিটি গঠন করা হয় । দুই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরি দিল্লিতে মন্ত্রীসভার কাজে ব্যস্ত থাকায় তাঁদের কোনও দায়িত্ব দেওয়া হয়নি ।

BJP-র বৈঠক
author img

By

Published : Sep 8, 2019, 8:03 PM IST

Updated : Sep 8, 2019, 11:11 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর : পাখির চোখ 2021 ৷ রাজ্যের 294 টি বিধানসভাতেই ঘুঁটি সাজাতে 70 জনের বিশেষ কমিটি ৷ প্রত্যেক লোকসভা পিছু 3 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ আজ দলের এক বৈঠক এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ বৈঠকে ছিলেন BJP-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, সহকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনন, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায়, সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় ৷

নতুন এই টিমে জায়গা পেয়েছেন বর্ধমান-দুর্গাপুরের BJP সাংসদ এস এস আলুওয়ালিয়া, BJP-র সহ সভাপতি ভারতী ঘোষ, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । দলের মোট 18 জন সাংসদের মধ্যে 16 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে । BJP-র 13 জন বিধায়ককে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ আর 41 জন রাজ্য কমিটির সদস্যকে নিয়ে আসা হয়েছে । সব মিলিয়ে মোট 70 জনের বিশেষ কমিটি গঠন করা হয়েছে ।

দুই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরি দিল্লিতে মন্ত্রিসভার কাজে ব্যস্ত থাকায় তাঁদের কোনও দায়িত্ব দেওয়া হয়নি ।


কোন কোন লোকসভার দায়িত্ব কে কে পেলেন?

  • আলিপুর ও কোচবিহার- সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও কোচবিহারের সাংসদ নীতিশ প্রমাণিক
  • বাঁকুড়া ও পুরুলিয়া- সাধারণ সম্পাদক সঞ্জয় সিং ও সহ সভাপতি ভারতী ঘোষ
  • দার্জিলিং - দলের সহ সভাপতি রীতেশ তেওয়ারি
  • বীরভূম- বিষ্ণপুরের সাংসদ সৌমিত্র খাঁ
  • বালুরঘাট- হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়
  • হাওড়া ও হুগলি - বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার
  • মেদিনীপুর ও ঝাড়গ্রাম- দলের সাধারণ সম্পাদক রথীন বসু
  • কলকাতা উত্তর ও দক্ষিণ- বর্ধমান-দুর্গাপুরের সাংসদ এস এস আলুওয়ালিয়া

এই কমিটির সদস্যরা কী কাজ করবেন?

11 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত প্রতি বিধানসভা ধরে ধরে সাংগঠনিক কাজ খতিয়ে দেখবেন । মূলত, বিধানসভায় সংগঠনের কী অবস্থা? কোনও গোষ্ঠীদ্বন্দ্ব আছে কিনা? প্রতিটি বুথে BJP-র কমিটি তৈরি হয়েছে কিনা? এই বিষয়গুলি দেখবেন । এক একটি লোকসভা কেন্দ্রে টানা 15 দিন ঘুরতে হবে । সংশ্লিষ্ট লোকসভার অন্তর্গত 7 টি বিধানসভা কেন্দ্রের রিপোর্ট তৈরি করতে হবে ৷ রিপোর্ট জমা দিতে হবে দিলীপ ঘোষের কাছে ৷


এ বিষয়ে দিলীপবাবু বলেন, "দল 294 টি বিধানসভা কেন্দ্রের জন্য প্রস্তুতি শুরু করেছে । আমরা আমাদের সাংসদ ও বিধায়কদের নেতৃত্ব 3 জন করে মোট 70 জন সদস্য নিয়ে বিশেষ টিম তৈরি করেছি । এই টিম 15 দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে ৷ সেই রিপোর্ট আমরা দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে পাঠাব ৷ "

কলকাতা, 8 সেপ্টেম্বর : পাখির চোখ 2021 ৷ রাজ্যের 294 টি বিধানসভাতেই ঘুঁটি সাজাতে 70 জনের বিশেষ কমিটি ৷ প্রত্যেক লোকসভা পিছু 3 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ আজ দলের এক বৈঠক এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ বৈঠকে ছিলেন BJP-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, সহকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনন, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায়, সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় ৷

নতুন এই টিমে জায়গা পেয়েছেন বর্ধমান-দুর্গাপুরের BJP সাংসদ এস এস আলুওয়ালিয়া, BJP-র সহ সভাপতি ভারতী ঘোষ, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । দলের মোট 18 জন সাংসদের মধ্যে 16 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে । BJP-র 13 জন বিধায়ককে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ আর 41 জন রাজ্য কমিটির সদস্যকে নিয়ে আসা হয়েছে । সব মিলিয়ে মোট 70 জনের বিশেষ কমিটি গঠন করা হয়েছে ।

দুই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরি দিল্লিতে মন্ত্রিসভার কাজে ব্যস্ত থাকায় তাঁদের কোনও দায়িত্ব দেওয়া হয়নি ।


কোন কোন লোকসভার দায়িত্ব কে কে পেলেন?

  • আলিপুর ও কোচবিহার- সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও কোচবিহারের সাংসদ নীতিশ প্রমাণিক
  • বাঁকুড়া ও পুরুলিয়া- সাধারণ সম্পাদক সঞ্জয় সিং ও সহ সভাপতি ভারতী ঘোষ
  • দার্জিলিং - দলের সহ সভাপতি রীতেশ তেওয়ারি
  • বীরভূম- বিষ্ণপুরের সাংসদ সৌমিত্র খাঁ
  • বালুরঘাট- হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়
  • হাওড়া ও হুগলি - বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার
  • মেদিনীপুর ও ঝাড়গ্রাম- দলের সাধারণ সম্পাদক রথীন বসু
  • কলকাতা উত্তর ও দক্ষিণ- বর্ধমান-দুর্গাপুরের সাংসদ এস এস আলুওয়ালিয়া

এই কমিটির সদস্যরা কী কাজ করবেন?

11 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত প্রতি বিধানসভা ধরে ধরে সাংগঠনিক কাজ খতিয়ে দেখবেন । মূলত, বিধানসভায় সংগঠনের কী অবস্থা? কোনও গোষ্ঠীদ্বন্দ্ব আছে কিনা? প্রতিটি বুথে BJP-র কমিটি তৈরি হয়েছে কিনা? এই বিষয়গুলি দেখবেন । এক একটি লোকসভা কেন্দ্রে টানা 15 দিন ঘুরতে হবে । সংশ্লিষ্ট লোকসভার অন্তর্গত 7 টি বিধানসভা কেন্দ্রের রিপোর্ট তৈরি করতে হবে ৷ রিপোর্ট জমা দিতে হবে দিলীপ ঘোষের কাছে ৷


এ বিষয়ে দিলীপবাবু বলেন, "দল 294 টি বিধানসভা কেন্দ্রের জন্য প্রস্তুতি শুরু করেছে । আমরা আমাদের সাংসদ ও বিধায়কদের নেতৃত্ব 3 জন করে মোট 70 জন সদস্য নিয়ে বিশেষ টিম তৈরি করেছি । এই টিম 15 দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে ৷ সেই রিপোর্ট আমরা দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে পাঠাব ৷ "

Intro:08-09-19


(Exclusive story)



সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: নজরে ২০২১ এর- বিধানসভা নির্বাচণ। রাজ্যের ২৯৪ টি বিধানসভাতেই ঘুটি সাজাতে লোকসভাওয়াড়ি ৩ জন করে বিশেষ কমিটি তৈরি করল বিজেপি। ICCR এর পেক্ষাগৃহে বৈঠকে "গেরুয়া নক্সা" তৈরি করা হয়েছে।

ICCR এর পেক্ষাগৃহে এর সাংগঠিক বৈঠকে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয় বর্গী, বিজেপির সহকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির নির্বাচণ কমিটির আহ্বায়ক মুকুল রায় এর উপস্থিতিতে বিজেপির সাধারণ সম্পাদক ( সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় এই তালিকা ঘোষণা করেন।

নতূন এই টিমে জায়গা করে নিলেন বর্ধমান দূর্গাপুরের বিজেপি সাংসদ এস এস আলুয়ালিয়া, বিজেপির সহ সভাপতি ভারতী ঘোষ, হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা, বালিরঘাট এর সাংসদ সুকান্ত মজুমদার।


বিজেপির মোট ১৮ জন সাংসদ এর মধ্যে ১৬ জন সাংসদ কে দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপির ১৩ জন বিধায়ক কে দায়িত্বে আনার সিদ্ধান্ত হয়েছে। আর ৪১ জন রাজ্য কমিটির সদস্যকে নিয়ে আসা হয়েছে। মোট ৭০ জনের বিশেষ কমিটি তৈরি করা হল।



দুই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরি দিল্লিতে মন্ত্রীসভার কাজে ব্যস্ত থাকায় তাদের কোনও দায়িত্ব দেওয়া হচ্ছে না।



কোন কোন লোকসভা কেন্দ্রে কে কে দায়িত্ব পেলেন?

আলিপুর ও কোচবিহার- বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও কোচবিহারের সাংসদ নীতিশ প্রমানিক।

বাকুড়া- পুরুলিয়া- বিজেপির সাধারন সম্পাদক সঞ্জয় সিং ও বিজেপির সহ সভাপতু ভারতী ঘোষ।

দার্জিলিং - বিজেপর সহ সভাপতি রীতেশ তেওয়ারি

বীরভূম- বিষ্ণপুরের সাংসদ সৌমিত্র খা

বালুরঘাট- হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

হাওড়া ও হুগলি - বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার

মেদনীপুর ও ঝাড়্গ্রাম- বিজেপির সাধারণ সম্পাদক রথীন বসু

কলকাতা উত্তর- দক্ষিণ লোকসভা কেন্দ্রে- বর্ধমান দূর্গাপুরের সাংসদ এস এস আলুওয়ালিয়া।




এই কমিটির সদস্যরা কী কাজ করবেন?

১১ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত টানা প্রতি বিধানসভা ধরে ধরে সাংগঠনিক কাজ ক্ষতিয়ে দেখবেন। মূলত, সেই বিধানসভায় সংগঠনের কী অবস্থা? কোনও গোষ্ঠী দ্বন্দ্ব আছে কি না?বিজেপির প্রতি বুথে কমিটি তৈরি হয়েভহে কিনা সেই বিষয়গুলি ক্ষতিয়ে দেখবেন। এক একটি লোকসভা কেন্দ্রে টা ১৫ দিন করে ঘুরে। সেই লোকসভার অন্তগত ৭ টি বিধানসভা কেন্দ্রের রিপোর্ট তৈরি করে সেটা রাজ্যসভাপতি দিলীপ ঘোষ কে জমা দেবে।

বিজেপির রাজ্য সভপতি দিলীপ ঘোষ বলেন, " বিজেপি ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের জন্য প্রস্তুতি শুরু করেছে। আমরা আমাদের সাংসদ ও বিধায়কদের নেতৃত্ব ৩ জন করে মোট ৭০ জন সদস্য নিয়ে বিশেষ টিম তৈরি করা হয়। এই টিম ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেবে। সেই রিপোর্ট আমরা বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ কে পাঠাবো"Body:কপিConclusion:
Last Updated : Sep 8, 2019, 11:11 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.