কলকাতা, 5 জুলাই: অগ্নিপথ প্রকল্প (Agnipath Scheme) নিয়ে আগেই সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata on Agniveers)। অতীতে তিনি অভিযোগ করেছিলেন, অগ্নিবীর আসলে বিজেপির ক্যাডার তৈরির প্রকল্প । সোমবার সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে আরও একবার অগ্নিবীর নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী । শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর অবস্থান স্পষ্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই, বাংলার শাসক দল জানিয়ে দিল, দিল্লিতে অগ্নিবীর ইস্যুতে সরব হবে তৃণমূল । তৃণমূলের তরফ থেকে প্রস্তাব দেওয়া হবে, প্রকল্প স্থগিত রেখে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসার ।
চার বছরের জন্য ভারতীয় সেনায় নিয়োগের প্রথম দিন থেকেই বিরোধিতা করে আসছে তৃণমূল কংগ্রেস । এ দিন সেই অগ্নিবীর প্রসঙ্গে বলতে গিয়ে মমতা প্রশ্ন তোলেন, কেন্দ্রীয় সরকার বলছে ভারতীয় সেনায় যুব রক্তের সঞ্চার ঘটাতে এই প্রকল্প নিয়ে এসেছে । বাংলার মুখ্যমন্ত্রীর প্রশ্ন, তাহলে কি এতদিন প্রবীণরা সেনাতে চাকরি করতেন ! তিনি বলেন, এটা সরকারের আসল উদ্দেশ্য নয় । ভোট অংকের কথা মাথায় রেখেই এদের নিয়োগ দেওয়া হচ্ছে । তিনি আরও বলেন, বাস্তবে সরকারের উদ্দেশ্য যদি সেনায় নিয়োগ হয় তাহলে কেন ভারতীয় সেনার নামে এদের নিয়োগ দেওয়া হচ্ছে না (Mamata Banerjee on Agniveers) ৷ মুখ্যমন্ত্রীর কথায়, "দেশের প্রধানমন্ত্রী কি মনে করেন একমাত্র তিনিই চালাক ? বাকি সবাই বোকা !"
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন, মোদি সরকারের আমলে 80 হাজার রেলের পদ বিলুপ্ত করা হয়েছে । অন্যান্য মন্ত্রক থেকেও একই ভাবে শূন্যপদ বিলুপ্ত করা হয়েছে । কেন্দ্রীয় সরকার নবীন প্রজন্মের কর্মসংস্থানের ব্যবস্থা করছে না । উল্টে অগ্নিবীরের গল্প বলে যুব প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, "চার বছর অগ্নিবীরের চাকরি করে এই যুবকদের ভবিষ্যৎ কী হবে ! প্রতিরক্ষা মন্ত্রক থেকে চিঠি দিয়ে বলা হয়েছে, চার বছর বাদে রাজ্য যেন এদের কর্মক্ষেত্রে নিয়োগ করে । কী দারুণ চালাকি ! 24-এর নির্বাচনের আগে হবে অগ্নিপথ । আর চার বছর বাদে হবে বিদায় পথ ।"
আরও পড়ুন: Mamata on Nupur Sharma: কেন তাঁকে গ্রেফতার করা হবে না ? নাম না-করে নূপুর শর্মাকে তোপ মমতার
তিনি আরও বলেন, কেন্দ্র বলছে অগ্নিবীরদের আগামী দিনের রাজ্যের পুলিশ ফোর্সের অন্তর্ভুক্ত করতে (Mamata Banerjee takes dig at BJP)। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, "এটা কীভাবে সম্ভব । ভারতীয় সেনার প্রশিক্ষণ সম্পূর্ণ আলাদা । পুলিশ প্রশিক্ষণও সম্পূর্ণ আলাদা । অস্ত্রের প্রশিক্ষণের ক্ষেত্রেও পুলিশ এবং সেনার মধ্যে প্রশিক্ষণের ভিন্নতা রয়েছে । সেনাবাহিনীর একজন জওয়ানের মানসিকতা ভীষণ দৃঢ় হয় । সে ক্ষেত্রে তাঁরা যেহেতু দেশের সীমান্ত রক্ষার কাজ করেন, তাই তাঁরা গুলি চালাতে দ্বিধা করেন না । পুলিশ প্রশিক্ষণে কিন্তু তা হয় না । পুলিশকে সমাজ এবং সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে হয়, কাজ করতে হয় । কাজেই তাঁদের কাছে বন্দুক থাকলেও তাঁরা ট্রিগার হ্যাপি হতে পারেন না । সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পুলিশ কখনওই গুলি ছুড়তে পারে না ।"
মুখ্যমন্ত্রীর দাবি, আদতে যদি কেন্দ্রীয় সরকার কর্মসংস্থান দিতে আগ্রহী হয়, তাহলে অগ্নিপথ নয় ভারতীয় সেনার নাম দিয়েই চাকরি দেওয়া হোক এবং সেক্ষেত্রে জাওয়ানদের কর্মজীবন আংশিক নয় সম্পূর্ণ 60 বছরেরই হোক ।
এ দিকে, মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যের দিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে অগ্নিবীর নিয়োগের বিষয়টি নিয়ে দিল্লিতে সক্রিয় হবে তৃণমূল । বিতর্কিত সেনা চাকরির এই বিষয় নিয়ে 8 জুলাই প্রতিরক্ষা উপদেষ্টা কমিটির বৈঠক ডেকেছে কেন্দ্র । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই বৈঠকে থাকবেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় । সেখানে অগ্নিপথ নিয়ে সরকারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করবে তৃণমূল । স্পষ্ট ভাষায় দলের অবস্থান তুলে ধরা হবে । বলা হবে, সমস্যা সমাধানে অবিলম্বে এই প্রকল্প স্থগিত রাখুক কেন্দ্র । প্রয়োজনে বিরোধীদের সঙ্গে আলোচনায়ও বসতে হবে ।