ETV Bharat / city

শাহিনবাগে চলল গুলি, প্রতিবাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের SFI শাখার

একের পর এক নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রতিবাদ কর্মসূচিতে গুলি চলার প্রতিবাদে আজই পথে নামলেন SFI-এর যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখা। আজ তাঁরা যাদবপুর এইটবিতে লেনিন মূর্তির সামনে অবস্থান-বিক্ষোভ করেন। তাঁদের বক্তব্য, যতই গুলি চালিয়ে ভয় দেখাক না কেন, আমরা CAA, NRC-র বিরোধিতা থেকে হটব না।

Agitation of SFI of Jadavpur University on firing at Shaheen Bagh
প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের SFI-এর
author img

By

Published : Feb 1, 2020, 11:34 PM IST

কলকাতা, 1 ফেব্রুয়ারি: জামিয়া মিলিয়ার পর আজ শাহিনবাগে CAA-এর প্রতিবাদে চলা অবস্থান-বিক্ষোভে চলল গুলি। আজ শাহিনবাগে এক যুবক 'জয় শ্রীরাম' ধ্বনি দিয়ে শূন্যে গুলি চালায়। একের পর এক নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রতিবাদ কর্মসূচিতে গুলি চলার প্রতিবাদে আজই পথে নামলেন SFI-এর যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখা। আজ তাঁরা যাদবপুর এইটবিতে লেনিন মূর্তির সামনে অবস্থান-বিক্ষোভ করেন। তাঁদের বক্তব্য, যতই গুলি চালিয়ে ভয় দেখাক না কেন, আমরা CAA, NRC-র বিরোধিতা থেকে হটব না।


শাহিনবাগে গুলি চলার প্রতিবাদে আজকের এই কর্মসূচি নিয়ে SFI-এর যাদবপুর শাখার সম্পাদক দেবরাজ দেবনাথ বলেন, "গত পরশু দিন আমরা দেখেছি জলঙ্গিতে কী হয়েছে । CAA, NRC বিরোধী মিছিলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালিয়েছে। জামিয়াতে কী হয়েছে দেখেছি । আজ দেখলাম শাহিনবাগে কী হচ্ছে। বিজেপি নেতার প্ররোচনায় লোকজন গুলি চালাচ্ছে, ওপেন ফায়ার করছে মানুষের উপরে । এই গুণ্ডা সংস্কৃতির বিরুদ্ধে কথা বলার জন্য আমরা আজ এই অবস্থান-বিক্ষোভ করি । যতই গুলি চালিয়ে ভয় দেখাক না কেন, আমরা CAA, NRC-র বিরোধিতা থেকে হটব না ।"আজ সন্ধ্যে সাতটা নাগাদ যাদবপুর 8B-তে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিল SFI-এর যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখা। সেই ডাকে সাড়া দিয়ে লেনিন মূর্তির সামনে জমায়েত করেন SFI-এর সদস্যরা। শুধু তাঁরা নয়। বহু পথচলতি মানুষও তাঁদের এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন বলে জানাচ্ছেন দেবরাজ দেবনাথ। তারপরে 8B থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট পর্যন্ত মিছিল করেন তাঁরা।

প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের SFI-এর
আজ এক মাস ধরে দিল্লির শাহিনবাগে CAA ও NRC-র বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ চলছে। যোগ দিয়েছেন প্রচুর মানুষ। শীতের রাতে তাঁরা খোলা আকাশের নিচে বসে প্রতিবাদ করছেন। আজ সেই অবস্থান মঞ্চে এসে শূন্যে গুলি চালায় এক যুবক। তাঁর মুখে "জয় শ্রী রাম" ধ্বনি। গত ৩০ জানুয়ারি জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রতিবাদ মিছিলেও গুলি চলে। সেই ঘটনায় জখম হয় এক ছাত্র। ওইদিন বিশ্ববিদ্যালয়ের কাছেই CAA-র বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন পড়ুয়ারা। সেই সময় কালো জ্যাকেট পরা এক কিশোর গুলি চালায়। গুলি চালিয়ে সে বলেছিল, "এই নাও আজ়াদি।"

কলকাতা, 1 ফেব্রুয়ারি: জামিয়া মিলিয়ার পর আজ শাহিনবাগে CAA-এর প্রতিবাদে চলা অবস্থান-বিক্ষোভে চলল গুলি। আজ শাহিনবাগে এক যুবক 'জয় শ্রীরাম' ধ্বনি দিয়ে শূন্যে গুলি চালায়। একের পর এক নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রতিবাদ কর্মসূচিতে গুলি চলার প্রতিবাদে আজই পথে নামলেন SFI-এর যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখা। আজ তাঁরা যাদবপুর এইটবিতে লেনিন মূর্তির সামনে অবস্থান-বিক্ষোভ করেন। তাঁদের বক্তব্য, যতই গুলি চালিয়ে ভয় দেখাক না কেন, আমরা CAA, NRC-র বিরোধিতা থেকে হটব না।


শাহিনবাগে গুলি চলার প্রতিবাদে আজকের এই কর্মসূচি নিয়ে SFI-এর যাদবপুর শাখার সম্পাদক দেবরাজ দেবনাথ বলেন, "গত পরশু দিন আমরা দেখেছি জলঙ্গিতে কী হয়েছে । CAA, NRC বিরোধী মিছিলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালিয়েছে। জামিয়াতে কী হয়েছে দেখেছি । আজ দেখলাম শাহিনবাগে কী হচ্ছে। বিজেপি নেতার প্ররোচনায় লোকজন গুলি চালাচ্ছে, ওপেন ফায়ার করছে মানুষের উপরে । এই গুণ্ডা সংস্কৃতির বিরুদ্ধে কথা বলার জন্য আমরা আজ এই অবস্থান-বিক্ষোভ করি । যতই গুলি চালিয়ে ভয় দেখাক না কেন, আমরা CAA, NRC-র বিরোধিতা থেকে হটব না ।"আজ সন্ধ্যে সাতটা নাগাদ যাদবপুর 8B-তে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিল SFI-এর যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখা। সেই ডাকে সাড়া দিয়ে লেনিন মূর্তির সামনে জমায়েত করেন SFI-এর সদস্যরা। শুধু তাঁরা নয়। বহু পথচলতি মানুষও তাঁদের এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন বলে জানাচ্ছেন দেবরাজ দেবনাথ। তারপরে 8B থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট পর্যন্ত মিছিল করেন তাঁরা।

প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের SFI-এর
আজ এক মাস ধরে দিল্লির শাহিনবাগে CAA ও NRC-র বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ চলছে। যোগ দিয়েছেন প্রচুর মানুষ। শীতের রাতে তাঁরা খোলা আকাশের নিচে বসে প্রতিবাদ করছেন। আজ সেই অবস্থান মঞ্চে এসে শূন্যে গুলি চালায় এক যুবক। তাঁর মুখে "জয় শ্রী রাম" ধ্বনি। গত ৩০ জানুয়ারি জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রতিবাদ মিছিলেও গুলি চলে। সেই ঘটনায় জখম হয় এক ছাত্র। ওইদিন বিশ্ববিদ্যালয়ের কাছেই CAA-র বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন পড়ুয়ারা। সেই সময় কালো জ্যাকেট পরা এক কিশোর গুলি চালায়। গুলি চালিয়ে সে বলেছিল, "এই নাও আজ়াদি।"
Intro:
কলকাতা, ১ ফেব্রুয়ারি: জামিয়া মিলিয়ার পর আজ শাহিনবাগে CAA-এর প্রতিবাদে চলা অবস্থান-বিক্ষোভে চলল গুলি। আজ শাহিনবাগে এক যুবক 'জয় শ্রীরাম' ধ্বনি দিয়ে শূন্যে গুলি চালায়। একের পর এক নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রতিবাদ কর্মসূচিতে গুলি চলার প্রতিবাদে আজই পথে নামলেন SFI-এর যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখা। আজ তাঁরা যাদবপুর এইটবিতে লেনিন মূর্তির সামনে অবস্থান-বিক্ষোভ করেন। তাঁদের বক্তব্য, যতই গুলি চালিয়ে ভয় দেখাক না কেন, আমরা CAA, NRC-র বিরোধিতা থেকে হটব না।
Body:শাহিনবাগে গুলি চলার প্রতিবাদে আজকের এই কর্মসূচি নিয়ে SFI-এর যাদবপুর শাখার সম্পাদক দেবরাজ দেবনাথ বলেন, "গত পরশু দিন আমরা দেখেছি জলঙ্গিতে কী হয়েছে। CAA, NRC বিরোধী মিছিলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালিয়েছে। জামিয়াতে কী হয়েছে দেখেছি। আজ দেখলাম শাহিনবাগে কী হচ্ছে। বিজেপি নেতার প্ররোচনায় লোকজন গুলি চালাচ্ছে, ওপেন ফায়ার করছে মানুষের উপরে। এই গুণ্ডা সংস্কৃতির বিরুদ্ধে কথা বলার জন্য আমরা আজ এই অবস্থান-বিক্ষোভ করি। যতই গুলি চালিয়ে ভয় দেখাক না কেন, আমরা CAA, NRC-র বিরোধিতা থেকে হটব না।"

আজ সন্ধ্যে সাতটা নাগাদ যাদবপুর এইটবিতে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিল SFI-এর যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখা। সেই ডাকে সাড়া দিয়ে লেনিন মূর্তির সামনে জমায়েত করেন SFI-এর সদস্যরা। শুধু তাঁরা নয়। বহু পথচলতি মানুষও তাঁদের এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন বলে জানাচ্ছেন দেবরাজ দেবনাথ। তারপরে এইটবি থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট পর্যন্ত মিছিল করেন তাঁরা।

আজ এক মাস ধরে দিল্লির শাহিনবাগে CAA ও NRC-র বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ চলছে। যোগ দিয়েছেন প্রচুর মানুষ। শীতের রাতে তাঁরা খোলা আকাশের নিচে বসে প্রতিবাদ করছেন। আজ সেই অবস্থান মঞ্চে এসে শূন্যে গুলি চালায় এক যুবক। তাঁর মুখে "জয় শ্রী রাম" ধ্বনি। গত ৩০ জানুয়ারি জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রতিবাদ মিছিলেও গুলি চলে। সেই ঘটনায় জখম হয় এক ছাত্র। ওইদিন বিশ্ববিদ্যালয়ের কাছেই CAA-র বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন পড়ুয়ারা। সেই সময় কালো জ্যাকেট পরা এক কিশোর গুলি চালায়। গুলি চালিয়ে সে বলেছিল, "এই নাও আজ়াদি।"

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.