ETV Bharat / city

LDA-র শূন্যপদে নিয়োগের দাবিতে আন্দোলন, হুঁশিয়ারি দিয়ে চাকরিপ্রার্থীদের গ্রেপ্তার পুলিশের !

লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্টের সমস্ত শূন্যপদে নিয়োগের দাবিতে চিংড়িঘাটা থেকে প্রাণীসম্পদ ভবন পর্যন্ত মিছিল করলেন প্রায় 400 জন ট্রেন্ড প্যারা ভেটেরিনারি ডক্টর । পরে অবস্থান শুরু হয় । প্রথম থেকেই পুলিশ তাঁদের উঠে যেতে বলে । যদিও অবস্থানে অনড় ছিলেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা । অবশেষে পুলিশ এসে অবস্থানকে অবৈধ ঘোষণা করে প্রত্যেক আন্দোলনকারীকে গ্রেপ্তার করে তুলে নিয়ে যায় ।

চাকরিপ্রার্থীদের মিছিল
author img

By

Published : Jul 29, 2019, 6:17 PM IST

Updated : Jul 29, 2019, 8:23 PM IST

কলকাতা, 29 জুলাই : লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্টের সমস্ত শূন্যপদে নিয়োগের দাবিতে চিংড়িঘাটা থেকে প্রাণীসম্পদ ভবন পর্যন্ত মিছিল করলেন প্রায় 400 জন ট্রেন্ড প্যারা ভেটেরিনারি ডক্টর । পরে অবস্থান শুরু হয় । প্রথম থেকেই পুলিশ তাঁদের উঠে যেতে বলে । যদিও অবস্থানে অনড় ছিলেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা । তারপর 10 জন প্রতিনিধি প্রাণীসম্পদ ভবনে গিয়ে অ্যাডিশনাল ডিরেক্টরের সঙ্গে কথা বলে । কিন্তু, কোনও সদুত্তর না পেয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা । পুলিশের সঙ্গে বচসা হয় । বারবার করে উঠে যেতে বলা হয় আন্দোলনকারীদের । কিন্তু, কোনওমতেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান তুলতে রাজি হননি তাঁরা । অবশেষে পুলিশ এসে অবস্থানকে অবৈধ ঘোষণা করে প্রত্যেক আন্দোলনকারীকে গ্রেপ্তার করে তুলে নিয়ে যায় ।

আন্দোলনকারীদের পক্ষ থেকে সজল মণ্ডল বলেন, "আমরা লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (LDA) অর্থাৎ যাদেরকে প্যারা ভেটেরিনারি বলা হয় । যারা ভেটেরিনারি সার্জেন হয় ADSE ব্লকে তাঁদের সঙ্গে চারজন করে LDA থাকে । যারা প্রাথমিক চিকিৎসা করেন । আমাদের প্রচুর পরিমাণে সিট খালি আছে । 2800-র কাছাকাছি । সেই তুলনায় আমাদের কিন্তু স্টুডেন্ট নেই । ট্রেনিংপ্রাপ্ত প্রায় 1300 জন আছে । আমাদের ডিপার্টমেন্ট অলরেডি বন্ধ হতে চলেছে । কিন্তু, শেষ 2012 সালে নিয়োগ হয়েছিল । তারপর থেকে আর নিয়োগ হয়নি । সেই নিয়োগের দাবিতেই আমাদের এই আন্দোলন ।"

দেখুন ভিডিয়ো

এদিকে বিক্ষোভকারীদের উঠে যাওয়ার জন্য পুলিশ হুমকি দিয়েছে বলে অভিযোগ । এক পুলিশ আধিকারিককে বলতে শোনা যায়, "চাকরি চাইতে এসেছেন? ভালোভাবে চলে যান সেটাই ভালো হবে । দাগ লাগলে ভালো হবে? নামগুলি সব আমাদের কাছে আছে । একটা FIR টেনে দিলে বিপদে পড়বেন । আর জীবনে চাকরি হবে না ।" এরপরও অবস্থান না তোলায় আর এক পুলিশ আধিকারিক এসে সরাসরি বলে যান, "এবার আমরা আপনাদের তুলব ।" এরপরই পরপর চারটি পুলিশের বাস এসে আন্দোলনকে অবৈধ ঘোষণা করে ও সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যায় ।

কলকাতা, 29 জুলাই : লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্টের সমস্ত শূন্যপদে নিয়োগের দাবিতে চিংড়িঘাটা থেকে প্রাণীসম্পদ ভবন পর্যন্ত মিছিল করলেন প্রায় 400 জন ট্রেন্ড প্যারা ভেটেরিনারি ডক্টর । পরে অবস্থান শুরু হয় । প্রথম থেকেই পুলিশ তাঁদের উঠে যেতে বলে । যদিও অবস্থানে অনড় ছিলেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা । তারপর 10 জন প্রতিনিধি প্রাণীসম্পদ ভবনে গিয়ে অ্যাডিশনাল ডিরেক্টরের সঙ্গে কথা বলে । কিন্তু, কোনও সদুত্তর না পেয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা । পুলিশের সঙ্গে বচসা হয় । বারবার করে উঠে যেতে বলা হয় আন্দোলনকারীদের । কিন্তু, কোনওমতেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান তুলতে রাজি হননি তাঁরা । অবশেষে পুলিশ এসে অবস্থানকে অবৈধ ঘোষণা করে প্রত্যেক আন্দোলনকারীকে গ্রেপ্তার করে তুলে নিয়ে যায় ।

আন্দোলনকারীদের পক্ষ থেকে সজল মণ্ডল বলেন, "আমরা লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (LDA) অর্থাৎ যাদেরকে প্যারা ভেটেরিনারি বলা হয় । যারা ভেটেরিনারি সার্জেন হয় ADSE ব্লকে তাঁদের সঙ্গে চারজন করে LDA থাকে । যারা প্রাথমিক চিকিৎসা করেন । আমাদের প্রচুর পরিমাণে সিট খালি আছে । 2800-র কাছাকাছি । সেই তুলনায় আমাদের কিন্তু স্টুডেন্ট নেই । ট্রেনিংপ্রাপ্ত প্রায় 1300 জন আছে । আমাদের ডিপার্টমেন্ট অলরেডি বন্ধ হতে চলেছে । কিন্তু, শেষ 2012 সালে নিয়োগ হয়েছিল । তারপর থেকে আর নিয়োগ হয়নি । সেই নিয়োগের দাবিতেই আমাদের এই আন্দোলন ।"

দেখুন ভিডিয়ো

এদিকে বিক্ষোভকারীদের উঠে যাওয়ার জন্য পুলিশ হুমকি দিয়েছে বলে অভিযোগ । এক পুলিশ আধিকারিককে বলতে শোনা যায়, "চাকরি চাইতে এসেছেন? ভালোভাবে চলে যান সেটাই ভালো হবে । দাগ লাগলে ভালো হবে? নামগুলি সব আমাদের কাছে আছে । একটা FIR টেনে দিলে বিপদে পড়বেন । আর জীবনে চাকরি হবে না ।" এরপরও অবস্থান না তোলায় আর এক পুলিশ আধিকারিক এসে সরাসরি বলে যান, "এবার আমরা আপনাদের তুলব ।" এরপরই পরপর চারটি পুলিশের বাস এসে আন্দোলনকে অবৈধ ঘোষণা করে ও সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যায় ।

Intro:কলকাতা, 29 জুলাই: লাইভস্টক ডেভলোপমেন্ট অ্যাসিস্ট‍্যান্টের সমস্ত শূন্যপদে নিয়োগের দাবিতে আজ দুপুর সাড়ে 12টা নাগাদ চিংড়িঘাটা থেকে প্রাণিসম্পদ ভবন পর্যন্ত মিছিল করেন প্রায় 400 জন ট্রেন্ড প‍্যারা ভেটেনারি ডক্টররা। সেখানে এসে অবস্থান বিক্ষোভ করতে থাকেন তাঁরা। প্রথম থেকেই তাঁদের পুলিশের তরফে উঠে যেতে বলা হলেও অবস্থানে অনড় হয়ে বসে থাকেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। তারপর তাঁদের মধ্যে থেকে 10 জন প্রতিনিধি প্রাণী সম্পদ ভবনে গিয়ে অ্যাডিশনাল ডিরেক্টরের সঙ্গে কথা বলেন। কিন্তু, সেখান থেকেও কোনো সদুত্তর না পেয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। পুলিশের সঙ্গে বচসা হয় তাঁদের। বারবার করে উঠে যেতে বলা হয় আন্দোলনকারীদের। কিন্তু, কোনোমতেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান তুলতে রাজি হননি তাঁরা। অবশেষে পুলিশ এসে তাদের অবস্থান বিক্ষোভকে অবৈধ ঘোষণা করে প্রত্যেক আন্দোলনকারীকে গ্রেফতার করে চারটি গাড়িতে করে তুলে নিয়ে যায়।


Body:আন্দোলনকারীদের পক্ষ থেকে সজল মণ্ডল বলেন, "আমরা লাইভস্টক ডেভলোপমেন্ট অ্যাসিস্ট‍্যান্ট (LDA) অর্থাৎ যাদেরকে প‍্যারা ভেটেনারি বলা হয়। যাঁরা ভেটেনারি সার্জেন হয় ADSE ব্লকে ও DSE ব্লকে তাঁদের সঙ্গে চারজন করে LDA থাকে। যাঁরা প্রাথমিক চিকিৎসা করেন। আমাদের প্রচুর পরিমাণে সিট খালি আছে, 2800-র কাছাকাছি। সেই তুলনায় আমাদের কিন্তু স্টুডেন্ট নেই। ট্রেনিংপ্রাপ্ত প্রায় 1300 জন আছে। আমাদের ডিপার্টমেন্ট অলরেডি বন্ধ হতে চলেছে। কিন্তু, শেষ 2012 সালে নিয়োগ হয়েছিল। তারপর থেকে আর নিয়োগ হয়নি। সেই নিয়োগের দাবিতেই আমাদের এই আন্দোলন।" এই দাবিতে দুপুর সাড়ে 12টা নাগাদ চিংড়িঘাটা মোড় থেকে সব থেকে প্রাণী সম্পদ ভবন পর্যন্ত মিছিল করে আসেন প্রায় 400 জন চাকরিপ্রার্থী। তাঁদের দাবি, সমস্ত শূন‍্যপদে নিয়োগ করতে হবে। প্রাণী সম্পদ ভবনের বাইরেই নিজেদের দাবি নিয়ে অবস্থান করতে শুরু করেন চাকরিপ্রার্থীরা। পুলিশের তরফ থেকে তাঁদের বার বার উঠতে বলা হলেও উঠতে রাজি হননি তাঁরা। তারপরে আন্দোলনকারীদের 10 জন প্রতিনিধি দল যান কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে নিজেদের দাবিদাওয়া পেশ করতে। কিন্তু, ডিরেক্টর বা মন্ত্রী কেউ না থাকায় অ্যাডিশনাল ডিরেক্টরের সঙ্গে আলোচনা করেন প্রতিনিধি দল। কিন্তু, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও কোনো সদুত্তর না পাওয়ায় অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন চাকরিপ্রার্থীরা। কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এসে প্রতিনিধি দলের কিংসঙ বলেন, " উনি এখন বললেন 200-র বেশি নিয়োগ সম্ভব নয়। তারা চেষ্টা করছেন 200-র বেশি করাবার জন্য। কিন্তু, এই মুহূর্তে সেটা ওনাদের পক্ষে করা সম্ভব নয়। যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, যদি অ্যাডিশনাল ফাইল তৈরি না হয় আমরা এখান থেকে উঠছি না। আমাদের লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। এবং যতক্ষণ না আমাদের গভর্মেন্ট অর্ডার হয়ে আসছে ততক্ষণ আমরা উঠব না। আমরা আন্দোলন অবস্থান-বিক্ষোভ কিছুতেই ওঠাচ্ছি না।" আবার আন্দোলনকারীদের উঠে যাওয়ার জন্য পুলিশ বলে। কিন্তু তা না মানায় আন্দোলনকারীদের পরোক্ষভাবে হুমকি দেয় পুলিশ। এক পুলিশ আধিকারিককে বলতে শোনা যায়, " চাকরি করতে এসেছেন। ভালোভাবে চলে যান সেটাই ভালো হবে। দাগ লাগবে ভালো হবে? নামগুলো সব আমাদের কাছে আছে। একটা FIR টেনে দিলে বিপদে পড়বেন। আর জীবনে চাকরি হবে না।" তারপরও অবস্থান না তোলায় আর এক পুলিশ আধিকারিক এসে সরাসরি বলে যান, "এবার আমরা আপনাদের তুলব।" পরপর চারটি পুলিশের বাস আসে বিক্ষোভস্থলে। মাইকে করে তাঁদের আন্দোলনকে অবৈধ ঘোষণা করে, সবাইকে গ্রেফতার করা হচ্ছে বলে জানান পুলিশ আধিকারিক। তারপরই খানিকটা টেনে হিচড়ে আন্দোলনকারীদের প্রায় 200 জনকে চারটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে দুটো গাড়ি বিধাননগর দক্ষিণ থানা ও আর দুটো গাড়ি বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় নিয়ে যাওয়া হয়।


Conclusion:
Last Updated : Jul 29, 2019, 8:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.