কলকাতা, 29 জুলাই : লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্টের সমস্ত শূন্যপদে নিয়োগের দাবিতে চিংড়িঘাটা থেকে প্রাণীসম্পদ ভবন পর্যন্ত মিছিল করলেন প্রায় 400 জন ট্রেন্ড প্যারা ভেটেরিনারি ডক্টর । পরে অবস্থান শুরু হয় । প্রথম থেকেই পুলিশ তাঁদের উঠে যেতে বলে । যদিও অবস্থানে অনড় ছিলেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা । তারপর 10 জন প্রতিনিধি প্রাণীসম্পদ ভবনে গিয়ে অ্যাডিশনাল ডিরেক্টরের সঙ্গে কথা বলে । কিন্তু, কোনও সদুত্তর না পেয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা । পুলিশের সঙ্গে বচসা হয় । বারবার করে উঠে যেতে বলা হয় আন্দোলনকারীদের । কিন্তু, কোনওমতেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান তুলতে রাজি হননি তাঁরা । অবশেষে পুলিশ এসে অবস্থানকে অবৈধ ঘোষণা করে প্রত্যেক আন্দোলনকারীকে গ্রেপ্তার করে তুলে নিয়ে যায় ।
আন্দোলনকারীদের পক্ষ থেকে সজল মণ্ডল বলেন, "আমরা লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (LDA) অর্থাৎ যাদেরকে প্যারা ভেটেরিনারি বলা হয় । যারা ভেটেরিনারি সার্জেন হয় ADSE ব্লকে তাঁদের সঙ্গে চারজন করে LDA থাকে । যারা প্রাথমিক চিকিৎসা করেন । আমাদের প্রচুর পরিমাণে সিট খালি আছে । 2800-র কাছাকাছি । সেই তুলনায় আমাদের কিন্তু স্টুডেন্ট নেই । ট্রেনিংপ্রাপ্ত প্রায় 1300 জন আছে । আমাদের ডিপার্টমেন্ট অলরেডি বন্ধ হতে চলেছে । কিন্তু, শেষ 2012 সালে নিয়োগ হয়েছিল । তারপর থেকে আর নিয়োগ হয়নি । সেই নিয়োগের দাবিতেই আমাদের এই আন্দোলন ।"
এদিকে বিক্ষোভকারীদের উঠে যাওয়ার জন্য পুলিশ হুমকি দিয়েছে বলে অভিযোগ । এক পুলিশ আধিকারিককে বলতে শোনা যায়, "চাকরি চাইতে এসেছেন? ভালোভাবে চলে যান সেটাই ভালো হবে । দাগ লাগলে ভালো হবে? নামগুলি সব আমাদের কাছে আছে । একটা FIR টেনে দিলে বিপদে পড়বেন । আর জীবনে চাকরি হবে না ।" এরপরও অবস্থান না তোলায় আর এক পুলিশ আধিকারিক এসে সরাসরি বলে যান, "এবার আমরা আপনাদের তুলব ।" এরপরই পরপর চারটি পুলিশের বাস এসে আন্দোলনকে অবৈধ ঘোষণা করে ও সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যায় ।