ETV Bharat / city

Weather : ফের নিম্নচাপ, আগামী সোমবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস - Again heavy rains are expected in the state from next Monday due to Depression

পশ্চিমবঙ্গে ফের নিম্নচাপ ৷ তার ফলে আগামী সোমবার থেকে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস ৷ তার জেরে আগামিকাল থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে ৷

আগামী সোমবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
আগামী সোমবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
author img

By

Published : Sep 4, 2021, 6:58 AM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর : বঙ্গোপসাগরের উপরে ফের নিম্নচাপ তৈরি হতে চলেছে । এই নিম্নচাপের হাত ধরেই ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবারই বঙ্গোপসাগরের উপর তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ । এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

সপ্তাহের শুরুতেই সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে সব জেলাতেই বৃষ্টিপাত হবে । দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এছাড়া হাওড়া, হুগলি এবং নদিয়াতেও বৃষ্টিপাতের পরিমাণ বেশিই থাকবে বলে জানানো হয়েছে । দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । আগামী সপ্তাহে মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও একটু বৃদ্ধি পেতে পারে । আগামী রবিবার পর্যন্ত রাজ্যের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ৷ কলকাতাতেও এই নিম্নচাপের জেরে বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ।

নিম্নচাপের জেরে আগামিকাল অর্থাৎ রবিবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । যেসব মৎস্যজীবীরা ইতিমধ্যেই সমুদ্রে গিয়েছেন তাঁদের আগামিকালের মধ্যেই ফিরে আসার কথাও বলা হয়েছে ৷

এই মুহূর্তে মৌসুমী অক্ষ রেখা গোয়া থেকে মালদা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর প্রভাবে আগামী 24 ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী সপ্তাহে মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সর্তকতা রয়েছে ৷

আগামী 24 ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে । বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে তাপমাত্রা বৃদ্ধি পাবে । সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভূত হবে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি ও সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বোচ্চ 94 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 0.2 মিলিমিটার ।

আরও পড়ুন : Raiganj Artisans : টানা বর্ষণে দুশ্চিন্তায় রায়গঞ্জের পটুয়াপাড়া

কলকাতা, 4 সেপ্টেম্বর : বঙ্গোপসাগরের উপরে ফের নিম্নচাপ তৈরি হতে চলেছে । এই নিম্নচাপের হাত ধরেই ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবারই বঙ্গোপসাগরের উপর তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ । এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

সপ্তাহের শুরুতেই সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে সব জেলাতেই বৃষ্টিপাত হবে । দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এছাড়া হাওড়া, হুগলি এবং নদিয়াতেও বৃষ্টিপাতের পরিমাণ বেশিই থাকবে বলে জানানো হয়েছে । দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । আগামী সপ্তাহে মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও একটু বৃদ্ধি পেতে পারে । আগামী রবিবার পর্যন্ত রাজ্যের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ৷ কলকাতাতেও এই নিম্নচাপের জেরে বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ।

নিম্নচাপের জেরে আগামিকাল অর্থাৎ রবিবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । যেসব মৎস্যজীবীরা ইতিমধ্যেই সমুদ্রে গিয়েছেন তাঁদের আগামিকালের মধ্যেই ফিরে আসার কথাও বলা হয়েছে ৷

এই মুহূর্তে মৌসুমী অক্ষ রেখা গোয়া থেকে মালদা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর প্রভাবে আগামী 24 ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী সপ্তাহে মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সর্তকতা রয়েছে ৷

আগামী 24 ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে । বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে তাপমাত্রা বৃদ্ধি পাবে । সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভূত হবে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি ও সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বোচ্চ 94 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 0.2 মিলিমিটার ।

আরও পড়ুন : Raiganj Artisans : টানা বর্ষণে দুশ্চিন্তায় রায়গঞ্জের পটুয়াপাড়া

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.