ETV Bharat / city

মমতা চাইলে জেলে যেতে রাজি, প্রতিহিংসার অভিযোগে সরব শুভেন্দু - Mamata Banerjee

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা ৷ নন্দীগ্রামে হারের যন্ত্রণা থেকে মমতা এসব করছে বলে অভিযোগ শুভেন্দুর ৷

after police case filed against him suvendu adhikari warns mamata banerjee on this issue
মমতা চাইলে জেলে যেতে রাজি, প্রতিহিংসার অভিযোগে সরব শুভেন্দু
author img

By

Published : Jul 9, 2021, 8:58 PM IST

কলকাতা, 9 জুলাই : 2018 সালের একটি ঘটনায় জড়িয়েছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম ৷ সেই ঘটনায় পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ সেখানে নাম রয়েছে বিধানসভার বিরোধী দলনেতার ৷ এই ইস্যুতে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়েছেন নন্দীগ্রামের বিধায়ক ৷

তাঁর দাবি, নন্দীগ্রামে (Nandigram) তাঁর কাছে হেরে গিয়ে প্রতিহিংসা চরিতার্থ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর থেকে মমতা যদি তাঁকে তিনমাস বা ছ’মাস জেলে যেতে বলে, তিনিও তাও যেতে রাজি ৷

আরও পড়ুন : দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্য়ুতে নাম জড়াল শুভেন্দু অধিকারীর, তিন বছর পর দায়ের অভিযোগ

প্রসঙ্গত, 2018 সালে শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী আত্মহত্যা করেন ৷ সেই ঘটনায় প্রকৃত তদন্ত হয়নি ৷ এমনই অভিযোগ তুলে শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ তিনি প্রকৃত সত্য সামনে তুলে আনার দাবি করেছেন ৷ আর সেই অভিযোগে চারজনের নাম রয়েছে ৷ চারজনের মধ্যে একজন শুভেন্দু ৷

শুক্রবার বিকেলে বিধানসভার সাংবাদিক বৈঠকে এই নিয়ে প্রশ্ন করা হয় শুভেন্দু অধিকারীকে ৷ তিনি জানান যে তাঁকে এই ভাবে ভয় দেখিয়ে লাভ নেই ৷ আর ওই ঘটনার চার্জশিটও জমা পড়ে গিয়েছে ৷ তবে এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি আছে বলে তিনি অভিযোগ করেন ৷ তাঁর দাবি, মৃত নিরাপত্তারক্ষীর আত্মীয় তৃণমূলের (Trinamool Congress) বিধায়ক নির্বাচিত হয়েছেন ৷ কলকাতার নির্দেশে এটা করা হয়েছে ৷

আরও পড়ুন : Suvendu Adhikari : শুভেন্দুর দেহরক্ষীর মৃত্য়ুতে এফআইআর, প্রতিহিংসার রাজনীতি দেখছে বিজেপি

এই কথা বলতে গিয়েই তিনি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তাঁর বক্তব্য, ‘‘সোজাসুজি মমতা বন্দ্যোপাধ্যায় বলুন শুভেন্দু অধিকারী তুমি আমাকে নন্দীগ্রামে হারিয়ে দিয়েছ, তোমাকে তিনমাস বা ছ’মাস জেলে থাকতে হবে ৷ তিনি আমার থেকে বয়সে বড়, তাই তাঁর নির্দেশ মেনে ও তাঁর ইচ্ছেকে মর্যাদা দিয়ে যেদিন বলবেন, তাঁর পরেরদিন থেকে সেই ক’দিন জেলে কাটিয়ে দেব ৷’’

after police case filed against him suvendu adhikari warns mamata banerjee on this issue
বিধানসভায় সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়করা

এর পর তাঁর হুঁশিয়ারি, ‘‘আমি ঠিক জায়গায় লড়ে নেব ৷ পুলিশ দেখিয়ে লাভ নেই ৷ হারের যন্ত্রণা থেকে করছেন ৷ 2 মে-র পর থেকে যা করবেন, তাতে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক লাভ হবে ৷’’

আরও পড়ুন : বাম-কংগ্রেসহীন বিধানসভায় ভাল লাগছে না সুব্রতর

তবে শুধু এই মামলা নয়, মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পদ খারিজ নিয়েও এদিন হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু ৷ আগামী 16 তারিখ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শুনানি ডেকেছেন ৷ সেখানে কোনও ফল না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু ৷

একই সঙ্গে তিনি জানিয়েছেন, মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Committee) চেয়ারম্যান করার প্রতিবাদে বিজেপি বিধানসভার কোনও কমিটির চেয়ারম্যান পদ নিচ্ছে না ৷ তাঁরা কমিটিতে থাকবেন সদস্য হিসেবে ৷ সেখান থেকেই সাধারণ মানুষের জন্য লড়াই করবেন ৷

আরও পড়ুন : PAC : পিএসির চেয়ারম্যান মুকুল রায়, প্রতিবাদে ওয়াকআউট বিজেপির

কলকাতা, 9 জুলাই : 2018 সালের একটি ঘটনায় জড়িয়েছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম ৷ সেই ঘটনায় পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ সেখানে নাম রয়েছে বিধানসভার বিরোধী দলনেতার ৷ এই ইস্যুতে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়েছেন নন্দীগ্রামের বিধায়ক ৷

তাঁর দাবি, নন্দীগ্রামে (Nandigram) তাঁর কাছে হেরে গিয়ে প্রতিহিংসা চরিতার্থ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর থেকে মমতা যদি তাঁকে তিনমাস বা ছ’মাস জেলে যেতে বলে, তিনিও তাও যেতে রাজি ৷

আরও পড়ুন : দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্য়ুতে নাম জড়াল শুভেন্দু অধিকারীর, তিন বছর পর দায়ের অভিযোগ

প্রসঙ্গত, 2018 সালে শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী আত্মহত্যা করেন ৷ সেই ঘটনায় প্রকৃত তদন্ত হয়নি ৷ এমনই অভিযোগ তুলে শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ তিনি প্রকৃত সত্য সামনে তুলে আনার দাবি করেছেন ৷ আর সেই অভিযোগে চারজনের নাম রয়েছে ৷ চারজনের মধ্যে একজন শুভেন্দু ৷

শুক্রবার বিকেলে বিধানসভার সাংবাদিক বৈঠকে এই নিয়ে প্রশ্ন করা হয় শুভেন্দু অধিকারীকে ৷ তিনি জানান যে তাঁকে এই ভাবে ভয় দেখিয়ে লাভ নেই ৷ আর ওই ঘটনার চার্জশিটও জমা পড়ে গিয়েছে ৷ তবে এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি আছে বলে তিনি অভিযোগ করেন ৷ তাঁর দাবি, মৃত নিরাপত্তারক্ষীর আত্মীয় তৃণমূলের (Trinamool Congress) বিধায়ক নির্বাচিত হয়েছেন ৷ কলকাতার নির্দেশে এটা করা হয়েছে ৷

আরও পড়ুন : Suvendu Adhikari : শুভেন্দুর দেহরক্ষীর মৃত্য়ুতে এফআইআর, প্রতিহিংসার রাজনীতি দেখছে বিজেপি

এই কথা বলতে গিয়েই তিনি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তাঁর বক্তব্য, ‘‘সোজাসুজি মমতা বন্দ্যোপাধ্যায় বলুন শুভেন্দু অধিকারী তুমি আমাকে নন্দীগ্রামে হারিয়ে দিয়েছ, তোমাকে তিনমাস বা ছ’মাস জেলে থাকতে হবে ৷ তিনি আমার থেকে বয়সে বড়, তাই তাঁর নির্দেশ মেনে ও তাঁর ইচ্ছেকে মর্যাদা দিয়ে যেদিন বলবেন, তাঁর পরেরদিন থেকে সেই ক’দিন জেলে কাটিয়ে দেব ৷’’

after police case filed against him suvendu adhikari warns mamata banerjee on this issue
বিধানসভায় সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়করা

এর পর তাঁর হুঁশিয়ারি, ‘‘আমি ঠিক জায়গায় লড়ে নেব ৷ পুলিশ দেখিয়ে লাভ নেই ৷ হারের যন্ত্রণা থেকে করছেন ৷ 2 মে-র পর থেকে যা করবেন, তাতে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক লাভ হবে ৷’’

আরও পড়ুন : বাম-কংগ্রেসহীন বিধানসভায় ভাল লাগছে না সুব্রতর

তবে শুধু এই মামলা নয়, মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পদ খারিজ নিয়েও এদিন হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু ৷ আগামী 16 তারিখ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শুনানি ডেকেছেন ৷ সেখানে কোনও ফল না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু ৷

একই সঙ্গে তিনি জানিয়েছেন, মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Committee) চেয়ারম্যান করার প্রতিবাদে বিজেপি বিধানসভার কোনও কমিটির চেয়ারম্যান পদ নিচ্ছে না ৷ তাঁরা কমিটিতে থাকবেন সদস্য হিসেবে ৷ সেখান থেকেই সাধারণ মানুষের জন্য লড়াই করবেন ৷

আরও পড়ুন : PAC : পিএসির চেয়ারম্যান মুকুল রায়, প্রতিবাদে ওয়াকআউট বিজেপির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.