ETV Bharat / city

লকডাউনে আজ শুরু টালা ব্রিজ নির্মাণের কাজ - শুরু হল টালা ব্রিজ নির্মাণ কাজ

লকডাউনে শহরের দুই গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের কাজে হাত দিল রাজ্যের পূর্ত দপ্তর। গতকাল শুরু হয়েছে মাঝেরহাট ব্রিজের কাজ। আজ শুরু হল টালা ব্রিজ নির্মাণের কাজ।

Breaking News
author img

By

Published : May 6, 2020, 7:51 PM IST

কলকাতা, 6 মে: এবার শুরু হল টালা ব্রিজ নির্মাণ কাজ। নির্মাণ কাজ শুরু করল পূর্ত দপ্তর দ্বারা নিযুক্ত সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো। আজ নির্মাণ কাজ শুরুর প্রথম দিনে তদারকি করলেন রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। শহরের অতি গুরুত্বপূর্ণ এই সেতুটির নির্মাণ কাজ দ্রুত শেষ করতে চাইছে পূর্ত দপ্তর। সেই লক্ষ্যমাত্রা নিয়েই লকডাউনের মধ্যেই শুরু হল নির্মাণ কাজ।

মাজেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর রাজ্যজুড়ে বিভিন্ন ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়। সেই সময়ে প্রকাশ্যে আসে টালা ব্রিজের ভগ্নদশার কথা। বিশেষজ্ঞরা রিপোর্ট পেশ করে নতুন করে ব্রিজ নির্মাণের নিদান দেন। এরপর গত বছর পুজোর আগে থেকেই টালা ব্রিজে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে, গত 31 জানুয়ারি রাত 12 টার পর থেকে ব্রিজটিতে সমস্তরকম যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তারপর 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয় ব্রিজ ভাঙার কাজ। ইতিমধ্যে শেষ হয়েছে সেই ব্রিজ ভাঙার কাজ।

জানা গিয়েছে, 800 মিটার লম্বা টালা ব্রিজ ভাঙতে সরকারের ব্যয় হয়েছে প্রায় 30 কোটি টাকা। লকডাউন চলার মধ্যে আজ থেকে শুরু হল সেই ব্রিজ নির্মাণের কাজ। প্রথম দিন কাজ পরিদর্শন ও তদারকি করতে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বোরো চেয়ারম্যান তরুণ সাহা, অতিরিক্ত মুখ্যসচিব নবীন প্রকাশ সহ পূর্ত দপ্তরের আধিকারিকরা।

এদিকে গতকালই শুরু হয়েছে মাঝেরহাট ব্রিজ নির্মাণের কাজ। আর আজ শুরু হল টালা ব্রিজের কাজ। দুটি ব্রিজ নির্মাণ কাজে পরপর দু'দিন পরিদর্শন ও তদারকি করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সহ পূর্ত দপ্তরের আধিকারিকরা।

কলকাতা, 6 মে: এবার শুরু হল টালা ব্রিজ নির্মাণ কাজ। নির্মাণ কাজ শুরু করল পূর্ত দপ্তর দ্বারা নিযুক্ত সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো। আজ নির্মাণ কাজ শুরুর প্রথম দিনে তদারকি করলেন রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। শহরের অতি গুরুত্বপূর্ণ এই সেতুটির নির্মাণ কাজ দ্রুত শেষ করতে চাইছে পূর্ত দপ্তর। সেই লক্ষ্যমাত্রা নিয়েই লকডাউনের মধ্যেই শুরু হল নির্মাণ কাজ।

মাজেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর রাজ্যজুড়ে বিভিন্ন ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়। সেই সময়ে প্রকাশ্যে আসে টালা ব্রিজের ভগ্নদশার কথা। বিশেষজ্ঞরা রিপোর্ট পেশ করে নতুন করে ব্রিজ নির্মাণের নিদান দেন। এরপর গত বছর পুজোর আগে থেকেই টালা ব্রিজে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে, গত 31 জানুয়ারি রাত 12 টার পর থেকে ব্রিজটিতে সমস্তরকম যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তারপর 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয় ব্রিজ ভাঙার কাজ। ইতিমধ্যে শেষ হয়েছে সেই ব্রিজ ভাঙার কাজ।

জানা গিয়েছে, 800 মিটার লম্বা টালা ব্রিজ ভাঙতে সরকারের ব্যয় হয়েছে প্রায় 30 কোটি টাকা। লকডাউন চলার মধ্যে আজ থেকে শুরু হল সেই ব্রিজ নির্মাণের কাজ। প্রথম দিন কাজ পরিদর্শন ও তদারকি করতে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বোরো চেয়ারম্যান তরুণ সাহা, অতিরিক্ত মুখ্যসচিব নবীন প্রকাশ সহ পূর্ত দপ্তরের আধিকারিকরা।

এদিকে গতকালই শুরু হয়েছে মাঝেরহাট ব্রিজ নির্মাণের কাজ। আর আজ শুরু হল টালা ব্রিজের কাজ। দুটি ব্রিজ নির্মাণ কাজে পরপর দু'দিন পরিদর্শন ও তদারকি করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সহ পূর্ত দপ্তরের আধিকারিকরা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.