ETV Bharat / city

শুভেন্দুর নাম উঠতেই সাংবাদিক বৈঠকে ইতি টানলেন মমতা

author img

By

Published : Jun 11, 2021, 6:54 PM IST

তৃণমূলে যোগদান করলেন মুকুল রায় ৷ সেই উপলক্ষ্যে আয়োজিত সাংবাদিক বৈঠক ৷ সেখানে শুভেন্দু অধিকারীর নাম উচ্চারিত হতেই শেষ হয়ে গেল সাংবাদিক বৈঠক ৷ শুভেন্দুর নাম শুনেই কি রেগে গেলেন মমতা ?

after heard suvendu adhikari name mamata banerjee ends press meet for mukul roy rejoining aitc
শুভেন্দুর নাম উঠতেই সাংবাদিক বৈঠকে ইতি টানলেন মমতা

কলকাতা, 11 জুন : বিজেপি ছেড়ে তৃণমূলের মঞ্চে মুকুল রায় (Mukul Roy) ৷ এই পরিস্থিতিতে তাঁর উদ্দেশ্যে একের পর প্রশ্ন ছুঁড়ে দিচ্ছিলেন সাংবাদিকরা ৷ হঠাৎ উঠল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রসঙ্গ ৷

কোনও একজন সাংবাদিক এই সংক্রান্ত প্রশ্ন করতে যাচ্ছিলেন মুকুল রায়কে ৷ তিনি প্রশ্নের শুরুতে সবেমাত্র শুভেন্দু অধিকারীর নামটুকু উচ্চারণ করেছেন ৷ ব্যাস ! প্রশ্ন শেষ হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েদিলেন সাংবাদিক বৈঠক শেষ ৷ তার পর মুকুল রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও দলের অন্য নেতাদের সঙ্গে নিয়ে সেখান থেকে প্রস্থান করলেন ৷

উল্লেখ্য, এর আগে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক বয়কট করেছিলেন মমতা ৷ কারণ, হিসেবে শুভেন্দুর সেখানে উপস্থিতিকেই উল্লেখ করা হয়েছিল ৷ এদিনও তাই হল ৷ শুভেন্দুর নাম উঠতে দৃশ্যতই বিরক্ত হতে দেখা গেল তৃণমূল নেত্রীকে ৷

আরও পড়ুন : ঝরল মুকুল; শুভেন্দু-আদিখ্যেতার মাশুল দিল বিজেপি ?

স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন উঠছে যে শুভেন্দু অধিকারীর উপর কেন এত রেগে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ? মুকুল রায়ও তো বিজেপিতে গিয়েছিলেন ৷ বিভিন্ন সভা-সমাবেশে তৃণমূলকে আক্রমণ করেছেন ৷ তার পরও তো তাঁকে আবার ঘাসফুল শিবিরে সাদরে গ্রহণ করা হল ৷ তাহলে শুভেন্দুর ক্ষেত্রে কেন এমন হচ্ছে ?

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে এই প্রশ্নের উত্তর স্বয়ং মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে ৷ আর তিনি নিজেই শুক্রবার তৃণমূল ভবনে বসে সেই প্রশ্নের উত্তর দিয়েও দিয়েছেন ৷

প্রসঙ্গত, মুকুল রায় তৃণমূলে যোগদানের পরই তাঁকে প্রশ্ন করা হয় যে এর পর বিজেপি ছেড়ে আর কারা আসবেন ? সেই প্রশ্ন প্রসঙ্গেই মমতা এদিন জানান যে কারা এর পরে দলে যোগ দেবেন, তা নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সিদ্ধান্ত নেবে ৷ কিন্তু যাঁরা দলের সঙ্গে গদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, দলের নামে বাজে কথা বলেছে, তাঁদের আর দলে নেওয়া হবে না ৷

আরও পড়ুন : ফিরলেন বটে! তৃণমূলে ব্রাত্য হয়েই কিন্তু বিজেপিতে গিয়েছিলেন মুকুল রায়

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে এই আক্রমণের লক্ষ্য আসলে শুভেন্দু অধিকারী ও তাঁর অনুগামীরা ৷ তাঁদের আর তৃণমূলে ফেরার জায়গা নেই, সেটাই মমতা এদিন স্পষ্ট করে দিয়েছেন ৷

আর মমতা এটাও স্পষ্ট করেছেন যে মুকুল রায় এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস সম্পর্কে একটাও খারাপ কথা বলেনি ৷ ফলে বোঝাই যাচ্ছে যে মুকুল আবার মমতার নয়নের মণি হয়ে উঠতে পারলেও শুভেন্দু কিন্তু চক্ষুশূল হয়ে থেকে যাবেন ৷

আরও পড়ুন : Mukul Roy : পিসিকে পাশে বসিয়ে দ্বিতীয় দফায় মুকুলের অভিষেক পর্বকে স্বাগত জানালেন ভাইপো

যদিও এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি ৷ দলের নেতারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অনেক আসনে জিতেছে ৷ কিন্তু তিনি জিততে পারেননি ৷ নন্দীগ্রামে হেরেছেন শুভেন্দু অধিকারীর কাছে ৷ তাই শুভেন্দুর নাম শুনলেই রেগে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷

কলকাতা, 11 জুন : বিজেপি ছেড়ে তৃণমূলের মঞ্চে মুকুল রায় (Mukul Roy) ৷ এই পরিস্থিতিতে তাঁর উদ্দেশ্যে একের পর প্রশ্ন ছুঁড়ে দিচ্ছিলেন সাংবাদিকরা ৷ হঠাৎ উঠল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রসঙ্গ ৷

কোনও একজন সাংবাদিক এই সংক্রান্ত প্রশ্ন করতে যাচ্ছিলেন মুকুল রায়কে ৷ তিনি প্রশ্নের শুরুতে সবেমাত্র শুভেন্দু অধিকারীর নামটুকু উচ্চারণ করেছেন ৷ ব্যাস ! প্রশ্ন শেষ হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েদিলেন সাংবাদিক বৈঠক শেষ ৷ তার পর মুকুল রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও দলের অন্য নেতাদের সঙ্গে নিয়ে সেখান থেকে প্রস্থান করলেন ৷

উল্লেখ্য, এর আগে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক বয়কট করেছিলেন মমতা ৷ কারণ, হিসেবে শুভেন্দুর সেখানে উপস্থিতিকেই উল্লেখ করা হয়েছিল ৷ এদিনও তাই হল ৷ শুভেন্দুর নাম উঠতে দৃশ্যতই বিরক্ত হতে দেখা গেল তৃণমূল নেত্রীকে ৷

আরও পড়ুন : ঝরল মুকুল; শুভেন্দু-আদিখ্যেতার মাশুল দিল বিজেপি ?

স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন উঠছে যে শুভেন্দু অধিকারীর উপর কেন এত রেগে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ? মুকুল রায়ও তো বিজেপিতে গিয়েছিলেন ৷ বিভিন্ন সভা-সমাবেশে তৃণমূলকে আক্রমণ করেছেন ৷ তার পরও তো তাঁকে আবার ঘাসফুল শিবিরে সাদরে গ্রহণ করা হল ৷ তাহলে শুভেন্দুর ক্ষেত্রে কেন এমন হচ্ছে ?

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে এই প্রশ্নের উত্তর স্বয়ং মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে ৷ আর তিনি নিজেই শুক্রবার তৃণমূল ভবনে বসে সেই প্রশ্নের উত্তর দিয়েও দিয়েছেন ৷

প্রসঙ্গত, মুকুল রায় তৃণমূলে যোগদানের পরই তাঁকে প্রশ্ন করা হয় যে এর পর বিজেপি ছেড়ে আর কারা আসবেন ? সেই প্রশ্ন প্রসঙ্গেই মমতা এদিন জানান যে কারা এর পরে দলে যোগ দেবেন, তা নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সিদ্ধান্ত নেবে ৷ কিন্তু যাঁরা দলের সঙ্গে গদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, দলের নামে বাজে কথা বলেছে, তাঁদের আর দলে নেওয়া হবে না ৷

আরও পড়ুন : ফিরলেন বটে! তৃণমূলে ব্রাত্য হয়েই কিন্তু বিজেপিতে গিয়েছিলেন মুকুল রায়

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে এই আক্রমণের লক্ষ্য আসলে শুভেন্দু অধিকারী ও তাঁর অনুগামীরা ৷ তাঁদের আর তৃণমূলে ফেরার জায়গা নেই, সেটাই মমতা এদিন স্পষ্ট করে দিয়েছেন ৷

আর মমতা এটাও স্পষ্ট করেছেন যে মুকুল রায় এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস সম্পর্কে একটাও খারাপ কথা বলেনি ৷ ফলে বোঝাই যাচ্ছে যে মুকুল আবার মমতার নয়নের মণি হয়ে উঠতে পারলেও শুভেন্দু কিন্তু চক্ষুশূল হয়ে থেকে যাবেন ৷

আরও পড়ুন : Mukul Roy : পিসিকে পাশে বসিয়ে দ্বিতীয় দফায় মুকুলের অভিষেক পর্বকে স্বাগত জানালেন ভাইপো

যদিও এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি ৷ দলের নেতারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অনেক আসনে জিতেছে ৷ কিন্তু তিনি জিততে পারেননি ৷ নন্দীগ্রামে হেরেছেন শুভেন্দু অধিকারীর কাছে ৷ তাই শুভেন্দুর নাম শুনলেই রেগে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.