ETV Bharat / city

CID-Assam Police: সিআইডি-অসম পুলিশের আলোচনায় খুলল জট, মুক্ত গুয়াহাটিতে আটক গোয়েন্দারা - ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক

বুধবার গুয়াহাটিতে গিয়েছিল সিআইডির (CID) একটি দল ৷ ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনার তদন্তে সেখানে গিয়েছিল ওই দলটি ৷ সেখানে তাদের অসম পুলিশ আটক করে ৷ পরে সিআইডি ও অসম পুলিশের (Assam Police) আলোচনার পর ওই গোয়েন্দাদের ছেড়ে দেওয়া হয় ৷

after-discussions-bengal-cid-officers-released-by-assam-police
CID-Assam Police: সিআইডি-অসম পুলিশের আলোচনায় খুলল জট, মুক্ত গুয়াহাটিতে আটক গোয়েন্দারা
author img

By

Published : Aug 3, 2022, 9:03 PM IST

কলকাতা, 3 অগস্ট : এডিজি সিআইডি (CID) আর রাজাশেখরণ এবং অসম পুলিশের (Assam Police) ডিজির মধ্যে দীর্ঘক্ষণ কথোপকথনের পর অবশেষে কাটল জট । সিআইডির আটক হওয়া বিশেষ প্রতিনিধি দলকে মুক্ত করল অসম পুলিশ । এবার গোয়েন্দা বিভাগের প্রতিনিধি দল গুয়াহাটি বিমানবন্দরের (Guwahati Airport) সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করতে পারবেন ৷ পাশাপাশি তদন্ত প্রক্রিয়া চালিয়ে যেতে পারবেন । ভবানী ভবন সূত্রে এমনটাই জানা গিয়েছে ।

ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের (Three Jharkhand Congress MLA) কাছ থেকে 49 লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা গুয়াহাটি বিমানবন্দরে তল্লাশি অভিযান চালাতে গেলে তাঁদেরকে আটক করার অভিযোগ ওঠে অসম পুলিশের বিরুদ্ধে । এদিন সিআইডির একটি বিশেষ প্রতিনিধি দল গুয়াহাটির বিমানবন্দরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে গিয়েছিল ৷ সেই সময়ই তাদের আটক করার অভিযোগ ওঠে ৷

এই বিষয়ে ডিআইজি সিআইডি (অপারেশন) মিরাজ খালেদ ইটিভি ভারতকে বলেন, ‘‘আমরা আইনি পথে হাঁটব ।’’ ভবানী ভবন সূত্রের খবর, এর পরেই এডিজি সিআইডি আর রাজাশেখরণ ফোনে কথা বলেন অসম পুলিশের ডিজির সঙ্গে । এরপরই অসম পুলিশের হাতে আটক হওয়া সিআইডির ওই বিশেষ প্রতিনিধি দলকে মুক্ত করে দেওয়া হয় ।

পাশাপাশি এই ঘটনায় যুক্ত থাকা সন্দেহে এদিন দিল্লির বাসিন্দা এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালাতে যান সিআইডির গোয়েন্দারা । কিন্তু দিল্লি পুলিশের একটি প্রতিনিধি দল সিআইডির গোয়েন্দাদের আটক করে । এই নিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই রাজ্য পুলিশের একজন এডিজি পদমর্যাদার আধিকারিক-সহ দু’জন আইজি পদমর্যাদার আধিকারিককে পাঠানো হচ্ছে দিল্লিতে । ভবানী ভবন সূত্রে এমনটাই জানা গিয়েছে ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের কাছ থেকে 49 লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় সিআইডি গোয়েন্দারা জানতে পারেন যে কংগ্রেসের ওই তিন বিধায়ক চুপিসাড়ে গুয়াহাটিতে গিয়েছিলেন ৷ পরে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের উল্টোদিকের বিকানের বিল্ডিং থেকে তাঁরা 49 লক্ষ টাকা সংগ্রহ করেন ৷ ঝাড়খণ্ডে পালাতে গিয়ে হাওড়ার পাঁচলায় তাঁদের গাড়ি আটক করে পুলিশ । এই ঘটনায় যুক্ত সন্দেহে মহেন্দ্র আগরওয়াল নামে এক ব্যবসায়ীকেও আটক করেছেন সিআইডির গোয়েন্দারা ।

আরও পড়ুন : ঝাড়খণ্ডের বিধায়কদের থেকে টাকা উদ্ধারের ঘটনায় আটক পলাতক ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়াল

কলকাতা, 3 অগস্ট : এডিজি সিআইডি (CID) আর রাজাশেখরণ এবং অসম পুলিশের (Assam Police) ডিজির মধ্যে দীর্ঘক্ষণ কথোপকথনের পর অবশেষে কাটল জট । সিআইডির আটক হওয়া বিশেষ প্রতিনিধি দলকে মুক্ত করল অসম পুলিশ । এবার গোয়েন্দা বিভাগের প্রতিনিধি দল গুয়াহাটি বিমানবন্দরের (Guwahati Airport) সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করতে পারবেন ৷ পাশাপাশি তদন্ত প্রক্রিয়া চালিয়ে যেতে পারবেন । ভবানী ভবন সূত্রে এমনটাই জানা গিয়েছে ।

ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের (Three Jharkhand Congress MLA) কাছ থেকে 49 লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা গুয়াহাটি বিমানবন্দরে তল্লাশি অভিযান চালাতে গেলে তাঁদেরকে আটক করার অভিযোগ ওঠে অসম পুলিশের বিরুদ্ধে । এদিন সিআইডির একটি বিশেষ প্রতিনিধি দল গুয়াহাটির বিমানবন্দরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে গিয়েছিল ৷ সেই সময়ই তাদের আটক করার অভিযোগ ওঠে ৷

এই বিষয়ে ডিআইজি সিআইডি (অপারেশন) মিরাজ খালেদ ইটিভি ভারতকে বলেন, ‘‘আমরা আইনি পথে হাঁটব ।’’ ভবানী ভবন সূত্রের খবর, এর পরেই এডিজি সিআইডি আর রাজাশেখরণ ফোনে কথা বলেন অসম পুলিশের ডিজির সঙ্গে । এরপরই অসম পুলিশের হাতে আটক হওয়া সিআইডির ওই বিশেষ প্রতিনিধি দলকে মুক্ত করে দেওয়া হয় ।

পাশাপাশি এই ঘটনায় যুক্ত থাকা সন্দেহে এদিন দিল্লির বাসিন্দা এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালাতে যান সিআইডির গোয়েন্দারা । কিন্তু দিল্লি পুলিশের একটি প্রতিনিধি দল সিআইডির গোয়েন্দাদের আটক করে । এই নিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই রাজ্য পুলিশের একজন এডিজি পদমর্যাদার আধিকারিক-সহ দু’জন আইজি পদমর্যাদার আধিকারিককে পাঠানো হচ্ছে দিল্লিতে । ভবানী ভবন সূত্রে এমনটাই জানা গিয়েছে ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের কাছ থেকে 49 লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় সিআইডি গোয়েন্দারা জানতে পারেন যে কংগ্রেসের ওই তিন বিধায়ক চুপিসাড়ে গুয়াহাটিতে গিয়েছিলেন ৷ পরে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের উল্টোদিকের বিকানের বিল্ডিং থেকে তাঁরা 49 লক্ষ টাকা সংগ্রহ করেন ৷ ঝাড়খণ্ডে পালাতে গিয়ে হাওড়ার পাঁচলায় তাঁদের গাড়ি আটক করে পুলিশ । এই ঘটনায় যুক্ত সন্দেহে মহেন্দ্র আগরওয়াল নামে এক ব্যবসায়ীকেও আটক করেছেন সিআইডির গোয়েন্দারা ।

আরও পড়ুন : ঝাড়খণ্ডের বিধায়কদের থেকে টাকা উদ্ধারের ঘটনায় আটক পলাতক ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়াল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.