কলকাতা, 20 এপ্রিল : কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র অসুস্থ ৷ ফলে মাঝপথে আচমকাই শ্লথ হয়েছে এই ঘটনার তদন্ত ৷ বিকাশ মিশ্র কয়লা পাচার কাণ্ডে আরও এক গুরুত্বপূর্ণ অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই ৷ তাই এই ঘটনার তদন্তে তাঁর থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছিল বলে তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে ৷ আর সেই কারণেই এই তদন্তের গতি কিছুটা হলেও কমেছে বলে খবর ৷
তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে যে কয়লা পাচারে কাণ্ডে বিনয় মিশ্রর কাছ থেকে টাকা নিয়ে দিল্লিতে গিয়ে একাধিক ব্যক্তির হাতে টাকা তুলে দিতেন বিকাশ । কিন্তু কাদের তিনি টাকা দিতেন, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে ৷ বিকাশ আরও জেরা করা গেলে এই তথ্য পাওয়া যেত ৷ আর তদন্ত চালানোর জন্য এই সব তথ্য জানা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছেন তদন্তকারীরা ৷ কিন্তু বিকাশ মিশ্র অসুস্থ থাকায় তাঁকে জেরা করা যাচ্ছে না ৷ তাই তথ্যও পাওয়া যাচ্ছে না ৷
উল্লেখ্য, লিভারের সমস্যা নিয়ে বর্তমানে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে চিকিৎসাধীন বিকাশ । সিবিআই সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছিলেন বিকাশ মিশ্র ৷ ফলে ওজন সংক্রান্ত এবং লিভারের জটিল সমস্যা ধরা পড়েছে । বিকাশ মিশ্রর শারীরিক অবস্থা দিনের পর দিন অবনতির দিকে যাচ্ছিল । চিকিৎসকদের সঙ্গে দফায় দফায় কথা বলছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা । তদন্তকারীদের আশা, দ্রুত সেরে উঠবেন বিকাশ ৷ সিবিআই সূত্রের খবর, বিকাশ যেহেতু তাদের হেফাজতে রয়েছে, তাই তাঁর কেবিনের বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় বন্দোবস্ত করা হয়েছে ।
তদন্তকারীদের একটি সূত্র থেকে জানা গিয়েছে, বাঁকুড়ার সার্কেল ইন্সপেক্টর অশোক মিশ্রকে জিজ্ঞাসাবাদ করে বিকাশ মিশ্রের বিরুদ্ধে একাধিক গোপন তথ্য পাওয়া গিয়েছে ৷ এক্ষেত্রে বিকাশ মিশ্রকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছিল তদন্তকারীদের কাছে ।
সিবিআই সূত্রে খবর, শেষদিন কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝির সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছিল বিকাশ মিশ্রকে ৷ জেরা চলাকালীনই অসুস্থ হয়ে পড়ছিলেন বিকাশ মিত্র । পরেরদিন রুটিন চেকআপের জন্য হাসপাতালে নিয়ে গেলে তিনি অসুস্থ বোধ করেন ৷ পরে তাঁকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করা হয় ।
আরও পড়ুন : কোভিড আবহেও জনসভার ভিড়ে তুষ্ট মোদি ! ক্ষমতালোভী বলে কটাক্ষ মহুয়ার
সিবিআই সূত্রে খবর, যেহেতু বিকাশ মিশ্র সরাসরিভাবে বিনয় মিশ্র সঙ্গে যোগাযোগ রাখতেন ৷ তাই তাঁকে ঘৃণা করা অত্যন্ত প্রয়োজনীয় সিবিআই-এর কাছে।