ETV Bharat / city

Rajib Banerjee : অভিষেকের সঙ্গে বৈঠকের জের, বিজেপি থেকে বহিষ্কার হতে পারেন রাজীব - Rajib Banerjee

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠকের জেরে বিজেপি থেকে বহিষ্কৃত হতে পারেন রাজীব বন্দ্যোপাধ্য়ায় (Rajib Banerjee) ৷ রাজীবের তৃণমূলে প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত ধরে নিয়েই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দল ৷ এখন শুধু দিল্লির অনুমতির অপেক্ষা ৷

বিজেপি থেকে বহিষ্কার হতে পারেন রাজীব
বিজেপি থেকে বহিষ্কার হতে পারেন রাজীব
author img

By

Published : Aug 7, 2021, 9:17 PM IST

কলকাতা, 7 অগস্ট : বিজেপি থেকে বহিষ্কৃত হতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) ৷ কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠক ৷ দলবিরোধী কাজের জন্য তাঁকে বহিষ্কারের সম্ভাবনার কথা জানালেন বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য বিশ্বপ্রিয় মজুমদার ৷

শুক্রবার রাতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠক করেন বিদ্রোহী বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ ক্যামাক স্ট্রিটে এই বৈঠক হয় ৷ তারপরই বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির কোপে পড়েছেন রাজীব । এর আগেও তাঁকে বিজেপির পক্ষ থেকে সর্তক করা হয়েছে । তাঁর দলবদলের পর থেকে তাঁকে দু'বার শোকজও করা হয়েছে । এবার তাঁকে বহিষ্কার করা হতে পারে বলে বিজেপি সূত্রে খবর ।

বিজেপি সূত্রে খবর, রাজীবের তৃণমূল কংগ্রেসে যোগদান এখন প্রায় নিশ্চিত । তাই আর দেরি করতে চাইছেন না বিজেপি নেতৃত্ব । বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি ইতিমধ্যেই রাজীবকে বিজেপি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে । এই সিদ্ধান্তের কথা দিল্লিতে জানানো হয়েছে । শুধু দিল্লির সবুজ সংকেত পাওয়ার জন্য অপেক্ষা করছে বঙ্গ বিজেপি ।

বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য বিশ্বপ্রিয় মজুমদার বলেন, "রাজীব বন্দ্যোপাধ্যায়কে বহুবার সতর্ক করা হয়েছে । দু'বার শোকজ করা হয়েছিল তাঁকে । তার জবাবও তিনি দেননি । বিজেপির সদস্য পদ নিয়ে কীভাবে গোপনে অন্য রাজনৈতিক দলের সঙ্গে গোপনে বৈঠক করেন ? এইগুলি সবই দল বিরোধী কাজ । তাই তাঁর বিরুদ্ধে আমরা খুব বড় সিদ্ধান্ত নিতে চলেছি । এক-দুই সপ্তাহের মধ্যে তা জানতে পারবেন কী সেই সিদ্ধান্ত ৷"

সূত্রের খবর, এক-দুই সপ্তাহের মধ্যে রাজীবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত পাকা হতে পারে । বিজেপিতে যোগদান করার পর বিজেপির সদস্যপদও নিয়েছিলেন তিনি । আনুষ্ঠানিকভাবে এখনও রাজীব বিজেপি থেকে ইস্তফা দেননি ।

বিজেপির তরফে জানানো হয়েছে, আর বরদাস্ত নয় । রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, যিনি গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেছিলেন, এবার সম্ভবত বহিষ্কৃত হতে চলেছেন গেরুয়া শিবির থেকে । এতদিন বিজেপি নেতৃত্ব রাজীবের উপর নজর রাখছিল । কিন্তু গতকাল তাঁর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিংয়ের পর তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত একপ্রকার নিয়েই নিয়েছে বিজেপি নেতৃত্ব ।

আরও পড়ুন : দলবিরোধিতায় এবার কড়া পদক্ষেপ বিজেপির, প্রথমেই নজরে রাজীব-সব্যসাচী

কলকাতা, 7 অগস্ট : বিজেপি থেকে বহিষ্কৃত হতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) ৷ কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠক ৷ দলবিরোধী কাজের জন্য তাঁকে বহিষ্কারের সম্ভাবনার কথা জানালেন বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য বিশ্বপ্রিয় মজুমদার ৷

শুক্রবার রাতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠক করেন বিদ্রোহী বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ ক্যামাক স্ট্রিটে এই বৈঠক হয় ৷ তারপরই বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির কোপে পড়েছেন রাজীব । এর আগেও তাঁকে বিজেপির পক্ষ থেকে সর্তক করা হয়েছে । তাঁর দলবদলের পর থেকে তাঁকে দু'বার শোকজও করা হয়েছে । এবার তাঁকে বহিষ্কার করা হতে পারে বলে বিজেপি সূত্রে খবর ।

বিজেপি সূত্রে খবর, রাজীবের তৃণমূল কংগ্রেসে যোগদান এখন প্রায় নিশ্চিত । তাই আর দেরি করতে চাইছেন না বিজেপি নেতৃত্ব । বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি ইতিমধ্যেই রাজীবকে বিজেপি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে । এই সিদ্ধান্তের কথা দিল্লিতে জানানো হয়েছে । শুধু দিল্লির সবুজ সংকেত পাওয়ার জন্য অপেক্ষা করছে বঙ্গ বিজেপি ।

বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য বিশ্বপ্রিয় মজুমদার বলেন, "রাজীব বন্দ্যোপাধ্যায়কে বহুবার সতর্ক করা হয়েছে । দু'বার শোকজ করা হয়েছিল তাঁকে । তার জবাবও তিনি দেননি । বিজেপির সদস্য পদ নিয়ে কীভাবে গোপনে অন্য রাজনৈতিক দলের সঙ্গে গোপনে বৈঠক করেন ? এইগুলি সবই দল বিরোধী কাজ । তাই তাঁর বিরুদ্ধে আমরা খুব বড় সিদ্ধান্ত নিতে চলেছি । এক-দুই সপ্তাহের মধ্যে তা জানতে পারবেন কী সেই সিদ্ধান্ত ৷"

সূত্রের খবর, এক-দুই সপ্তাহের মধ্যে রাজীবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত পাকা হতে পারে । বিজেপিতে যোগদান করার পর বিজেপির সদস্যপদও নিয়েছিলেন তিনি । আনুষ্ঠানিকভাবে এখনও রাজীব বিজেপি থেকে ইস্তফা দেননি ।

বিজেপির তরফে জানানো হয়েছে, আর বরদাস্ত নয় । রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, যিনি গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেছিলেন, এবার সম্ভবত বহিষ্কৃত হতে চলেছেন গেরুয়া শিবির থেকে । এতদিন বিজেপি নেতৃত্ব রাজীবের উপর নজর রাখছিল । কিন্তু গতকাল তাঁর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিংয়ের পর তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত একপ্রকার নিয়েই নিয়েছে বিজেপি নেতৃত্ব ।

আরও পড়ুন : দলবিরোধিতায় এবার কড়া পদক্ষেপ বিজেপির, প্রথমেই নজরে রাজীব-সব্যসাচী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.