ETV Bharat / city

8 মাস পর কলকাতা পুলিশের জালে ছিনতাইবাজ, উদ্ধার হার

8 মাস পরে উদ্ধার হল ছিনতাই হওয়া সোনার হার । গ্রেপ্তার অভিযুক্ত ।

author img

By

Published : Jun 26, 2020, 1:32 PM IST

gold snatcher is arrested by calcutta police
অভিযুক্ত ছিনতাইবাজ

কলকাতা, 26 জুন : পুলিশি সোর্স মারফতে জালে ধরা পড়ল 8 মাস আগের অভিযুক্ত ছিনতাইবাজ । মথুরাপুরের বাপুলি বাজার প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার হয় 29 বছরের বিকাশ হালদার । পুলিশ সূত্রে খবর, সে অপরাধের কথা স্বীকার করে নিয়েছে ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর 23 অক্টোবর রিজেন্ট পার্ক থানা এলাকার নতুন পল্লিতে ছিনতাইয়ের ঘটনা ঘটে । কালীপুজোর তিন দিন আগে মধ্যবয়স্ক অঞ্জনাদেবী পাড়ায় বেরিয়েছিলেন । হঠাৎ পেছন থেকে বাইকে চড়ে দুই দুষ্কৃতী তাঁর গলা থেকে সোনার হার ছিনতাই করে পালিয়েছিল । চিৎকার করে ওঠার আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায় । ঘটনার আকস্মিকতায় বাইকের নম্বর দেখতে পাননি । এছাড়া ওই এলাকায় CCTV ক্যামেরা ছিল না । তল্লাশি চালিয়েও মেলেনি সোনার হার ও অভিযুক্ত ।

পুলিশ জানিয়েছে, সাধারণভাবে ছিনতাইকারীরা অপরাধের পর ছিনতাইয়ের জিনিসগুলি দ্রুত বিক্রি করে দেয় । আশ্চর্যের ব্যাপার, বিকাশ ওই সোনার হার কাউকে বিক্রি করেনি । সে ওই হার রেখে দিয়েছিল সুভাষ গ্রামের RNC রোডের ভাড়া বাড়িতে । সেখান থেকে উদ্ধার হয় হার । মুর অ্যাভিনিউয়ে নিজের বাড়িতে লুকিয়ে রাখে বাইক । পুলিশ বাইকটি বাজেয়াপ্ত করেছে । বিকাশ আর কোথায় কোথায় ছিনতাই করেছে তার খোঁজ চলছে ।

কলকাতা, 26 জুন : পুলিশি সোর্স মারফতে জালে ধরা পড়ল 8 মাস আগের অভিযুক্ত ছিনতাইবাজ । মথুরাপুরের বাপুলি বাজার প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার হয় 29 বছরের বিকাশ হালদার । পুলিশ সূত্রে খবর, সে অপরাধের কথা স্বীকার করে নিয়েছে ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর 23 অক্টোবর রিজেন্ট পার্ক থানা এলাকার নতুন পল্লিতে ছিনতাইয়ের ঘটনা ঘটে । কালীপুজোর তিন দিন আগে মধ্যবয়স্ক অঞ্জনাদেবী পাড়ায় বেরিয়েছিলেন । হঠাৎ পেছন থেকে বাইকে চড়ে দুই দুষ্কৃতী তাঁর গলা থেকে সোনার হার ছিনতাই করে পালিয়েছিল । চিৎকার করে ওঠার আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায় । ঘটনার আকস্মিকতায় বাইকের নম্বর দেখতে পাননি । এছাড়া ওই এলাকায় CCTV ক্যামেরা ছিল না । তল্লাশি চালিয়েও মেলেনি সোনার হার ও অভিযুক্ত ।

পুলিশ জানিয়েছে, সাধারণভাবে ছিনতাইকারীরা অপরাধের পর ছিনতাইয়ের জিনিসগুলি দ্রুত বিক্রি করে দেয় । আশ্চর্যের ব্যাপার, বিকাশ ওই সোনার হার কাউকে বিক্রি করেনি । সে ওই হার রেখে দিয়েছিল সুভাষ গ্রামের RNC রোডের ভাড়া বাড়িতে । সেখান থেকে উদ্ধার হয় হার । মুর অ্যাভিনিউয়ে নিজের বাড়িতে লুকিয়ে রাখে বাইক । পুলিশ বাইকটি বাজেয়াপ্ত করেছে । বিকাশ আর কোথায় কোথায় ছিনতাই করেছে তার খোঁজ চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.