ETV Bharat / city

Adhir Choudhury: বহরমপুর হাসপাতালের বাইরে গৃহহীনদের পুনর্বাসনের দাবিতে মমতাকে চিঠি অধীরের

বহরমপুর হাসপাতালের কাছে বসবাসকারী নার্স এবং আয়াদের পুনর্বাসনের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন অধীর চৌধুরী ৷ প্রসঙ্গত, ওই হাসপাতালের বাইরে দীর্ঘদিন ধরে অস্থায়ী বাড়ি তৈরি করে বসবাস করছেন বহু মানুষ ৷ তাঁদের অধিকাংশই হাসপাতালের নার্স এবং আয়া ৷ এবার সেই সব বাড়িঘর ভাঙার সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷

Adhir Choudhury Write Letter to Mamata Banerjee for Rehabilitation of Homeless in Baharampur
বহরমপুর হাসপাতালের বাইরে গৃহহীনদের পুনর্বাসনের দাবিতে মমতাকে চিঠি অধীরের
author img

By

Published : Oct 28, 2021, 6:32 PM IST

কলকাতা, 28 অক্টোবর : বহরমপুর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কাছে দীর্ঘ 80 বছর ধরে বসবাসকারীদের বাড়িঘর ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ যার জেরে গৃহহীন হয়ে পড়তে চলেছে বহু মানুষ ৷ তাঁদের হয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী ৷ যেখানে দরিদ্র মানুষগুলির পুনর্বাসন চেয়ে আবেদন করেছেন কংগ্রেস সাংসদ ৷ এ নিয়ে কথা বলতে তিনি মুখ্যমন্ত্রীর কাছে সময়ও চেয়েছেন ওই চিঠিতে ৷

প্রসঙ্গত, বহরমপুর হাসপাতালে নার্স এবং আয়ার কাজ করেন এমন অসংখ্য পরিবার দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছে ৷ এবার সেই বাড়িগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷ কিন্তু, সেখানে বসবাসকারী বাসিন্দাদের কী হবে ? তা কেউ বলতে পারছেন না ৷ তাই তাঁদের হয়েই এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন অধীর চৌধুরী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে অধীর জানিয়েছেন, সরকার এমন কোনও সিদ্ধান্ত নিলে, আগে থেকে পুনর্বাসনের ব্যবস্থা করে ৷ কিন্তু, এ ক্ষেত্রে তা হয়নি ৷

আরও পড়ুন : Adhir Chowdhury: বাড়তে থাকা সংক্রমণের মধ্যে স্কুল খোলা কতটা নিরাপদ ? প্রশ্ন অধীরের

তাই অধীর চৌধুরীর তাঁর লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জি জানিয়ে সময় চেয়েছেন ৷ তাঁর কথায় ভুক্তভোগী ওই মানুষগুলির জীবন বর্ণনা করা যাচ্ছে না ৷ সেই সঙ্গে ঘরছাড়া হতে চলা মানুষগুলির সমর্থনে অধীর জানান, বিপর্যস্ত এই পরিবারগুলি সেখানে বসবাসের ইনেক আগে থেকেই হাসপাতালে নার্স এবং আয়ার কাজ করছেন ৷ তাই তাঁদের এই সমস্যাকে যেন মানবিকতার সঙ্গে বিচার করা হয় ৷ মুখ্য়মন্ত্রীর কাছে অধীরের আবেদন, সম্পূর্ণভাবে গৃহহীন হয়ে পড়ার আগে যেন তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয় ৷

কলকাতা, 28 অক্টোবর : বহরমপুর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কাছে দীর্ঘ 80 বছর ধরে বসবাসকারীদের বাড়িঘর ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ যার জেরে গৃহহীন হয়ে পড়তে চলেছে বহু মানুষ ৷ তাঁদের হয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী ৷ যেখানে দরিদ্র মানুষগুলির পুনর্বাসন চেয়ে আবেদন করেছেন কংগ্রেস সাংসদ ৷ এ নিয়ে কথা বলতে তিনি মুখ্যমন্ত্রীর কাছে সময়ও চেয়েছেন ওই চিঠিতে ৷

প্রসঙ্গত, বহরমপুর হাসপাতালে নার্স এবং আয়ার কাজ করেন এমন অসংখ্য পরিবার দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছে ৷ এবার সেই বাড়িগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷ কিন্তু, সেখানে বসবাসকারী বাসিন্দাদের কী হবে ? তা কেউ বলতে পারছেন না ৷ তাই তাঁদের হয়েই এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন অধীর চৌধুরী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে অধীর জানিয়েছেন, সরকার এমন কোনও সিদ্ধান্ত নিলে, আগে থেকে পুনর্বাসনের ব্যবস্থা করে ৷ কিন্তু, এ ক্ষেত্রে তা হয়নি ৷

আরও পড়ুন : Adhir Chowdhury: বাড়তে থাকা সংক্রমণের মধ্যে স্কুল খোলা কতটা নিরাপদ ? প্রশ্ন অধীরের

তাই অধীর চৌধুরীর তাঁর লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জি জানিয়ে সময় চেয়েছেন ৷ তাঁর কথায় ভুক্তভোগী ওই মানুষগুলির জীবন বর্ণনা করা যাচ্ছে না ৷ সেই সঙ্গে ঘরছাড়া হতে চলা মানুষগুলির সমর্থনে অধীর জানান, বিপর্যস্ত এই পরিবারগুলি সেখানে বসবাসের ইনেক আগে থেকেই হাসপাতালে নার্স এবং আয়ার কাজ করছেন ৷ তাই তাঁদের এই সমস্যাকে যেন মানবিকতার সঙ্গে বিচার করা হয় ৷ মুখ্য়মন্ত্রীর কাছে অধীরের আবেদন, সম্পূর্ণভাবে গৃহহীন হয়ে পড়ার আগে যেন তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.