ETV Bharat / city

পুলিশের লাঠিচার্জে মাথা ফাটেনি অর্জুনের, দাবি ADG জ্ঞানবন্ত সিংয়ের - পুলিশের লাঠিচার্জে মাথা ফাটেনি BJP সাংসদ অর্জুন সিং-এর

আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের ADG আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং জানান পুলিশের লাঠিচার্জে সাংসদ অর্জুন সিং-এর মাথা ফাটেনি ৷

জ্ঞানবন্ত সিং
author img

By

Published : Sep 2, 2019, 5:44 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর : পুলিশের লাঠিচার্জে সাংসদ অর্জুন সিং-এর মাথা ফাটেনি ৷ সাংবাদিক বৈঠক করে পরিষ্কার জানিয়ে দিলেন রাজ্যের ADG আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং । আজ নবান্নে সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ জানান, নিজের দলের সমর্থকদের ইটের আঘাতে অথবা পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন অর্জুন সিং । তিনি দাবি করেছেন, গোটা বিষয়টাই পরিকল্পনা মাফিক হয়েছে ৷ একই সঙ্গে এদিন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার প্রশংসা করেছেন তিনি ৷ তিনি জানিয়েছেন, মনোজ ভার্মা খুব শান্তভাবে কাজ করেছেন । পুলিশ উত্তেজিত হয়ে গেলে অনেক ক্ষতি হয়ে যেত বলে জানিয়েছেন ADG আইন-শৃঙ্খলা ।

আরও পড়ুন: হিংসার ঘটনা দেখে আমার কষ্ট হচ্ছে : রাজ্যপাল

একজন MP এভাবে আক্রান্ত হল, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার কী মত ? উত্তরে জ্ঞানবন্ত সিং বলেন, "একটা জায়গায় একটা ঘটনা ঘটেছে তার সঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনও সম্পর্ক নেই ৷ এছাড়াও পুলিশ গিয়ে অনুরোধ করেছিল অর্জুনবাবুকে সরে যেতে ৷ কিন্তু তিনি অবরোধ তোলেননি ৷ উলটে পুলিশকে আক্রমণ করেছেন ৷"

লোকসভা ভোটের আগে থেকেই এধরনের ঘটনা ঘটছে ৷ পুলিশ কি নিয়ন্ত্রণ করতে পারছে না ? উত্তরে জ্ঞানবন্ত সিং বলেন, "এখন পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই ভালো হয়েছে ৷ গতকাল যেটা হয়েছে সেটা তো বিক্ষিপ্ত ঘটনা ৷ জোর করে রাস্তা অবরোধ করে, পুলিশকে ইনভাইট করে ঝামেলা করা হচ্ছে ৷ অন্যথা আগে যেভাবে অলিগলিতে বোমা পড়ত সেগুলি বন্ধ হয়েছে ৷ ওখানকার স্থানীয়রা যারা বাড়ি ছেড়ে চলে গেছিল তাদের ঘরে ফিরিয়ে আনা হয়েছে ৷ অনেকের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল সেগুলি রিপেয়ার করানো হয়েছে ৷ বেদখল হওয়া বাড়ি, দোকান- আসল মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে ৷"

আরও পড়ুন: পুলিশ কমিশনার মনোজ ভার্মা আমার মাথা ফাটিয়েছেন : অর্জুন সিং

ADG আইন-শৃঙ্খলা দাবি করেন, কমিশনার অনুরোধ করা সত্ত্বেও, বিক্ষোভ না থামিয়ে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে বিক্ষোভকারীরা । তিনি আরও বলেন, "ভাটপাড়া এলাকায় 150 জনের বেশি দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে । অনেক বোমা উদ্ধার হয়েছে ৷ পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে । যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । ভিডিয়ো দেখে ব্যবস্থা নেওয়া হবে ।" একইসঙ্গে তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন পুজো আগে এলাকা শান্ত থাকবে ৷ কোনও সমস্যা হবে না ।

আরও পড়ুন: পুলিশ-BJP সংঘর্ষে ধুন্ধুমার ভাটপাড়া, মাথা ফাটল অর্জুনের

গতকাল সকালে শ্যামনগরে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ বাধে । পার্টি অফিস দখলের প্রতিবাদে বিভিন্ন জায়গায় পথ অবরোধ শুরু করে BJP । সার্কাস মোড়ে যখন অবরোধ চলছিল তখন পুলিশ সেখানে যায় । অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে BJP কর্মীদের খণ্ডযুদ্ধ বাধে । অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে । এলাকায় ব্যাপক বোমাবাজি হয় । জখম হন একাধিক পুলিশ ও BJP কর্মী । ঘটনায় সাংসদ অর্জুন সিংয়ের মাথা ফেটে যায় । BJP-র পক্ষ থেকে অভিযোগ করা হয়, পুলিশের লাঠির ঘায়ে মাথা ফেটেছে অর্জুনের ।

কলকাতা, 2 সেপ্টেম্বর : পুলিশের লাঠিচার্জে সাংসদ অর্জুন সিং-এর মাথা ফাটেনি ৷ সাংবাদিক বৈঠক করে পরিষ্কার জানিয়ে দিলেন রাজ্যের ADG আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং । আজ নবান্নে সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ জানান, নিজের দলের সমর্থকদের ইটের আঘাতে অথবা পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন অর্জুন সিং । তিনি দাবি করেছেন, গোটা বিষয়টাই পরিকল্পনা মাফিক হয়েছে ৷ একই সঙ্গে এদিন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার প্রশংসা করেছেন তিনি ৷ তিনি জানিয়েছেন, মনোজ ভার্মা খুব শান্তভাবে কাজ করেছেন । পুলিশ উত্তেজিত হয়ে গেলে অনেক ক্ষতি হয়ে যেত বলে জানিয়েছেন ADG আইন-শৃঙ্খলা ।

আরও পড়ুন: হিংসার ঘটনা দেখে আমার কষ্ট হচ্ছে : রাজ্যপাল

একজন MP এভাবে আক্রান্ত হল, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার কী মত ? উত্তরে জ্ঞানবন্ত সিং বলেন, "একটা জায়গায় একটা ঘটনা ঘটেছে তার সঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনও সম্পর্ক নেই ৷ এছাড়াও পুলিশ গিয়ে অনুরোধ করেছিল অর্জুনবাবুকে সরে যেতে ৷ কিন্তু তিনি অবরোধ তোলেননি ৷ উলটে পুলিশকে আক্রমণ করেছেন ৷"

লোকসভা ভোটের আগে থেকেই এধরনের ঘটনা ঘটছে ৷ পুলিশ কি নিয়ন্ত্রণ করতে পারছে না ? উত্তরে জ্ঞানবন্ত সিং বলেন, "এখন পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই ভালো হয়েছে ৷ গতকাল যেটা হয়েছে সেটা তো বিক্ষিপ্ত ঘটনা ৷ জোর করে রাস্তা অবরোধ করে, পুলিশকে ইনভাইট করে ঝামেলা করা হচ্ছে ৷ অন্যথা আগে যেভাবে অলিগলিতে বোমা পড়ত সেগুলি বন্ধ হয়েছে ৷ ওখানকার স্থানীয়রা যারা বাড়ি ছেড়ে চলে গেছিল তাদের ঘরে ফিরিয়ে আনা হয়েছে ৷ অনেকের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল সেগুলি রিপেয়ার করানো হয়েছে ৷ বেদখল হওয়া বাড়ি, দোকান- আসল মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে ৷"

আরও পড়ুন: পুলিশ কমিশনার মনোজ ভার্মা আমার মাথা ফাটিয়েছেন : অর্জুন সিং

ADG আইন-শৃঙ্খলা দাবি করেন, কমিশনার অনুরোধ করা সত্ত্বেও, বিক্ষোভ না থামিয়ে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে বিক্ষোভকারীরা । তিনি আরও বলেন, "ভাটপাড়া এলাকায় 150 জনের বেশি দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে । অনেক বোমা উদ্ধার হয়েছে ৷ পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে । যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । ভিডিয়ো দেখে ব্যবস্থা নেওয়া হবে ।" একইসঙ্গে তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন পুজো আগে এলাকা শান্ত থাকবে ৷ কোনও সমস্যা হবে না ।

আরও পড়ুন: পুলিশ-BJP সংঘর্ষে ধুন্ধুমার ভাটপাড়া, মাথা ফাটল অর্জুনের

গতকাল সকালে শ্যামনগরে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ বাধে । পার্টি অফিস দখলের প্রতিবাদে বিভিন্ন জায়গায় পথ অবরোধ শুরু করে BJP । সার্কাস মোড়ে যখন অবরোধ চলছিল তখন পুলিশ সেখানে যায় । অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে BJP কর্মীদের খণ্ডযুদ্ধ বাধে । অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে । এলাকায় ব্যাপক বোমাবাজি হয় । জখম হন একাধিক পুলিশ ও BJP কর্মী । ঘটনায় সাংসদ অর্জুন সিংয়ের মাথা ফেটে যায় । BJP-র পক্ষ থেকে অভিযোগ করা হয়, পুলিশের লাঠির ঘায়ে মাথা ফেটেছে অর্জুনের ।

Intro:কলকাতা, ২ সেপ্টেম্বর: পুলিশের লাঠিচার্জে অর্জুন সিং এর মাথা ফাটেনি সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার জানিয়ে দিলেন রাজ্যের ADG আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং। নবান্নের সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন, নিজের দলের সমর্থকদের ইটের আঘাতে অথবা পরে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন অর্জুন সিং।Body:একই সঙ্গে এদিন বারাকপুর পুলিশ কমিশনার ভুয়সী প্রশংসা করেছেন ADG আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং। তিনি জানিয়েছেন, পুলিশ যেভাবে কাজ করেছে তো খুব গুরুত্বপূর্ণ। কমিশনার মনোজ ভার্মা খুব শান্ত ভাবে কাজ করেছেন। পুলিশ উত্তেজিত হয়ে গেলে অনেক ক্ষতি হতো বলে জানিয়েছেন এডিজি আইন শৃঙ্খলা।

রবিবার ঘটনার পরিপ্রেক্ষিতে এডিজি আইন শৃঙ্খলা জানিয়েছেন, রবিবার সকালে একটা ছোট ঘটনা ঘটে। তারপর অর্জুন সিং এর দলের লোকজন ফের বিক্ষোভ দেখায়। বিধায়ক পবন সিং এর অনেক লোককে নিয়ে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে।

এডিজি আইন শৃঙ্খলা এদিন দাবি করেন, কমিশনার অনুরোধ করা সত্বেও, বিক্ষোভ না থামিয়ে পুলিশকে লক্ষ্য করে বোমা ছুঁড়তে থাকেন বিক্ষোভকারীরা।
Conclusion:রবিবারের ঘটনায় পরিপ্রেক্ষিতে এডিজি আইন শৃঙ্খলা বলেন, “ভাটপাড়া, জগদ্দল এই জায়গায় আগে যেভাবে উত্তপ্ত হতো এখন পরিস্থিতি অনেকটাই শান্ত। কিন্তু অর্জুন সিং যে জায়গায় ছিলেন সেখান ছাড়া আর কোথায় কিছু হয়নি। ১৫০ জনের বেশি ক্রিমিনালকে গ্রেফতার করা হয়েছে।" অনেক বোম উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন এডিজি আইন শৃঙ্খলা। শেষ এক দেড় মাসে সেখানে কোন ঘটনা ঘটেনি বলেও দাবি এডিজি আইন শৃঙ্খলার। সঙ্গে তিনি বলেন,“ পুলিশ পেশাদারিত্বের পরিচয় দেখিয়েছে। যারা এই কান্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও দেখে ব্যবস্থা নেওয়া হবে।"

একই সঙ্গে এলাকার মানুষদের আশ্বস্থ করে তিনি জানিয়েছেন, সামনে পুজো তার আগেই এলাকা শান্ত থাকবে, কোন সমস্যা হবে না।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.