কলকাতা, 19 ডিসেম্বর : "কে বলল লোকসভায় আকর্ষণ নেই ?" মিমি চক্রবর্তী, নুসরত জাহান-সহ লোকসভার 6 মহিলা সাংসদের সঙ্গে সেলফি পোস্ট করে টুইটারে এমনটাই লিখেছিলেন তিরুঅনন্তপুরের সাংসদ শশী থারুর ৷ যা নিয়ে বিতর্ক থেমে থাকেনি ৷ কংগ্রেস সাংসদ নাকি লিঙ্গবাদমূলক মন্তব্য করেছেন, অভিযোগ আনে বিরোধীরা ৷ যদিও সেসবে পাত্তা দেননি শশী থারুর ৷
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে আনা সেই মন্তব্য যে কতটা অমূলক ছিল, শনিবার তার স্বপক্ষে আরও বড় প্রমাণ দিলেন বিতর্কিত সেলফির অন্যতম মুখ মিমি চক্রবর্তী ৷ কলকাতায় শনিবার অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীর হাতে প্রকাশ পেল কংগ্রেস সাংসদ শশী থারুরের নতুন বই 'প্রাইড, প্রিজুডিস অ্যান্ড পান্ডিট্রি' (Mimi Chakraborty launches 'Pride, Prejudice & Punditry' written by Shashi Tharoor in Kolkata) ৷
আরও পড়ুন : Shashi Tharoor With Women MPs: সংসদে নারীসঙ্গে শশী ! মহিলা সাংসদদের নিয়ে ছবি পোস্টে বিতর্ক
-
Congratulations to Mr. @ShashiTharoor on the launch of his book #PridePrejudiceandPunditry hosted by @sundeepbhutoria and team today. pic.twitter.com/SxNd0kM2Uv
— Mimssi (@mimichakraborty) December 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congratulations to Mr. @ShashiTharoor on the launch of his book #PridePrejudiceandPunditry hosted by @sundeepbhutoria and team today. pic.twitter.com/SxNd0kM2Uv
— Mimssi (@mimichakraborty) December 18, 2021Congratulations to Mr. @ShashiTharoor on the launch of his book #PridePrejudiceandPunditry hosted by @sundeepbhutoria and team today. pic.twitter.com/SxNd0kM2Uv
— Mimssi (@mimichakraborty) December 18, 2021
শনিবার 'সিটি অফ জয়' কলকাতায় তিরুঅনন্তপুর কংগ্রেস সাংসদের বই প্রকাশ অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ছবি মাইক্রোব্লগিং সাইট টুইটারে পোস্ট করেন যাদবপুরের তৃণমূল সাংসদ ৷ সেখানে মিমি লেখেন, "শশী থারুরকে তাঁর নতুন বইয়ের জন্য অভিনন্দন ৷" পরে মিমির টুইটটি রিটুইট করেন 2019 সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত শশী থারুর ৷ আধুনিক ভারতের ইতিহাস এবং রাজনীতির নানা বিষয় ছত্রে ছত্রে ফুটে উঠেছে তাঁর নতুন বইয়ে ৷