ETV Bharat / city

Shashi Tharoor new book launch : মিমি চক্রবর্তীর হাতে শশী থারুরের নতুন বই প্রকাশ কলকাতায় - actress MP Mimi Chakraborty launches new book written by Shashi Tharoor

কলকাতায় শনিবার অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীর হাতে প্রকাশ পেল কংগ্রেস সাংসদ শশী থারুরের নতুন বই 'প্রাইড, প্রিজুডিস অ্যান্ড পান্ডিট্রি' (Mimi Chakraborty launches 'Pride, Prejudice & Punditry' written by Shashi Tharoor in Kolkata) ৷ শনিবার 'সিটি অফ জয়' কলকাতায় তিরুঅনন্তপুরের কংগ্রেস সাংসদের বই প্রকাশ অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ছবি মাইক্রোব্লগিং সাইট টুইটারে পোস্ট করেন যাদবপুরের তৃণমূল সাংসদ ৷

Shashi Tharoor new book launch
মিমি চক্রবর্তীর হাতে শশী থারুরের নতুন বই প্রকাশ কলকাতায়
author img

By

Published : Dec 19, 2021, 7:43 PM IST

কলকাতা, 19 ডিসেম্বর : "কে বলল লোকসভায় আকর্ষণ নেই ?" মিমি চক্রবর্তী, নুসরত জাহান-সহ লোকসভার 6 মহিলা সাংসদের সঙ্গে সেলফি পোস্ট করে টুইটারে এমনটাই লিখেছিলেন তিরুঅনন্তপুরের সাংসদ শশী থারুর ৷ যা নিয়ে বিতর্ক থেমে থাকেনি ৷ কংগ্রেস সাংসদ নাকি লিঙ্গবাদমূলক মন্তব্য করেছেন, অভিযোগ আনে বিরোধীরা ৷ যদিও সেসবে পাত্তা দেননি শশী থারুর ৷

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে আনা সেই মন্তব্য যে কতটা অমূলক ছিল, শনিবার তার স্বপক্ষে আরও বড় প্রমাণ দিলেন বিতর্কিত সেলফির অন্যতম মুখ মিমি চক্রবর্তী ৷ কলকাতায় শনিবার অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীর হাতে প্রকাশ পেল কংগ্রেস সাংসদ শশী থারুরের নতুন বই 'প্রাইড, প্রিজুডিস অ্যান্ড পান্ডিট্রি' (Mimi Chakraborty launches 'Pride, Prejudice & Punditry' written by Shashi Tharoor in Kolkata) ৷

আরও পড়ুন : Shashi Tharoor With Women MPs: সংসদে নারীসঙ্গে শশী ! মহিলা সাংসদদের নিয়ে ছবি পোস্টে বিতর্ক

শনিবার 'সিটি অফ জয়' কলকাতায় তিরুঅনন্তপুর কংগ্রেস সাংসদের বই প্রকাশ অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ছবি মাইক্রোব্লগিং সাইট টুইটারে পোস্ট করেন যাদবপুরের তৃণমূল সাংসদ ৷ সেখানে মিমি লেখেন, "শশী থারুরকে তাঁর নতুন বইয়ের জন্য অভিনন্দন ৷" পরে মিমির টুইটটি রিটুইট করেন 2019 সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত শশী থারুর ৷ আধুনিক ভারতের ইতিহাস এবং রাজনীতির নানা বিষয় ছত্রে ছত্রে ফুটে উঠেছে তাঁর নতুন বইয়ে ৷

কলকাতা, 19 ডিসেম্বর : "কে বলল লোকসভায় আকর্ষণ নেই ?" মিমি চক্রবর্তী, নুসরত জাহান-সহ লোকসভার 6 মহিলা সাংসদের সঙ্গে সেলফি পোস্ট করে টুইটারে এমনটাই লিখেছিলেন তিরুঅনন্তপুরের সাংসদ শশী থারুর ৷ যা নিয়ে বিতর্ক থেমে থাকেনি ৷ কংগ্রেস সাংসদ নাকি লিঙ্গবাদমূলক মন্তব্য করেছেন, অভিযোগ আনে বিরোধীরা ৷ যদিও সেসবে পাত্তা দেননি শশী থারুর ৷

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে আনা সেই মন্তব্য যে কতটা অমূলক ছিল, শনিবার তার স্বপক্ষে আরও বড় প্রমাণ দিলেন বিতর্কিত সেলফির অন্যতম মুখ মিমি চক্রবর্তী ৷ কলকাতায় শনিবার অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীর হাতে প্রকাশ পেল কংগ্রেস সাংসদ শশী থারুরের নতুন বই 'প্রাইড, প্রিজুডিস অ্যান্ড পান্ডিট্রি' (Mimi Chakraborty launches 'Pride, Prejudice & Punditry' written by Shashi Tharoor in Kolkata) ৷

আরও পড়ুন : Shashi Tharoor With Women MPs: সংসদে নারীসঙ্গে শশী ! মহিলা সাংসদদের নিয়ে ছবি পোস্টে বিতর্ক

শনিবার 'সিটি অফ জয়' কলকাতায় তিরুঅনন্তপুর কংগ্রেস সাংসদের বই প্রকাশ অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ছবি মাইক্রোব্লগিং সাইট টুইটারে পোস্ট করেন যাদবপুরের তৃণমূল সাংসদ ৷ সেখানে মিমি লেখেন, "শশী থারুরকে তাঁর নতুন বইয়ের জন্য অভিনন্দন ৷" পরে মিমির টুইটটি রিটুইট করেন 2019 সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত শশী থারুর ৷ আধুনিক ভারতের ইতিহাস এবং রাজনীতির নানা বিষয় ছত্রে ছত্রে ফুটে উঠেছে তাঁর নতুন বইয়ে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.