কলকাতা, 20 অক্টোবর : বাংলাদেশের হিংসার (Bangladesh Violence) প্রতিবাদে সরব হলেন অভিনেত্রী তথা চিত্র পরিচালক অপর্ণা সেন (Aparna Sen) ৷ বুধবার এই নিয়ে টুইট করেন তিনি ৷ সেখানে তিনি প্রশ্ন তুলেছেন, ‘‘বাংলাদেশে ঠিক কী হচ্ছে ? ওই দেশ কি পাকিস্তান হয়ে যাচ্ছে ?’’
তিনি জানিয়েছেন যে রোজ বাংলাদেশে হিন্দুদের (Bangladesh Hindu) উপর অত্যাচার ও খুনের খবর পাওয়া যাচ্ছে ৷ তাই অপর্ণা সেনের আর্জি, ‘‘থামান ! দয়া করে থামান ! পুরো গ্রহটিই ক্রমশ হিংসাত্মক জায়গা হয়ে যাচ্ছে ৷’’
আরও পড়ুন : ISKCON Attack Protest : কীর্তনের মাধ্যমে বাংলাদেশের ইসকনে হামলার প্রতিবাদ
দ্বিতীয় টুইটে তিনি লিখেছেন, ‘‘পুজোর সময় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে ধরনের অবিচার হয়েছে, তার প্রতিবাদ করছি ৷ যে কোনও জায়গায় যে কোনও ধরনের হিংসার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া উচিত ৷’’
প্রসঙ্গত, দুর্গাপুজোর অষ্টমীর দিন থেকে বাংলাদেশে হিংসা শুরু হয়েছে ৷ কুমিল্লা থেকেই গোলমালের শুরু ৷ তার পর ওই দেশের বিভিন্ন জায়গায় একাধিক পুজো মণ্ডপ ভাঙা হয় ৷ মন্দিরও ভাঙা হয় ৷ একাধিক বাড়িও ভাঙচুর হয়েছে ৷ হামলা হয়েছে নোয়াখালির ইসকন মন্দিরেও ৷ বেশ কয়েকজনকে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷
আরও পড়ুন : Bangladesh Violance : বাংলাদেশের ঘটনার প্রতিবাদে সামিল বাঁকুড়ার গ্রামের মানুষরা
এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ শতাধিক অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে খবর ৷ এই ঘটনায় প্রতিবাদে অনেকেই সরব হয়েছেন ৷ এবার সেই তালিকায় যুক্ত হল অভিনেত্রী অপর্ণা সেনের নামও ৷
আরও পড়ুন : BJP Protest : বাংলাদেশের ঘটনার প্রতিবাদে আসানসোলে শুভেন্দুর মশাল মিছিল