ETV Bharat / city

Rudranil Ghosh: পার্থ-কাণ্ডে বুদ্ধিজীবীদের নীরবতাকে ব্যঙ্গ ! নয়া কবিতা পোস্ট রুদ্রনীলের - অপর্ণা সেন

এসএসসি দুর্নীতি এবং সেই তদন্তে কোটি কোটি টাকা উদ্ধার ৷ যা নিয়ে বাংলার বুদ্ধিজীবীমহলের নীরবতাকে কটাক্ষ অভিনেতা রুদ্রনীল ঘোষের ৷ সোশ্যাল মিডিয়ায় বুদ্ধিজীবীমহলকে ব্যঙ্গ করে একটি কবিতা পাঠ করলেন তিনি (Actor Rudranil Ghosh Criticises Bengali Intellectuals for Their Silence on SSC Scam) ৷

Actor Rudranil Ghosh Criticises Bengali Intellectuals for Their Silence on SSC Scam
Actor Rudranil Ghosh Criticises Bengali Intellectuals for Their Silence on SSC Scam
author img

By

Published : Jul 29, 2022, 11:30 AM IST

Updated : Jul 29, 2022, 1:13 PM IST

কলকাতা, 29 জুলাই: পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারি ৷ আর সেই সূত্রে উদ্ধার হওয়া প্রায় 50 কোটি টাকা ৷ যা নিয়ে দু-একজন ছাড়া বাংলার বুদ্ধিজীবীদের আপাতত খুব-একটা মুখ খুলতে দেখা যায়নি ৷ সেই নীরবতাকে ঠুকলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Actor Rudranil Ghosh Criticises Bengali Intellectuals for Their Silence on SSC Scam) ৷ ফেসবুকে একটি ব্যঙ্গ কবিতা পোস্ট করলেন বাংলার বুদ্ধিজীবীদের উদ্দেশে ৷ যে কবিতায় উঠে এল কামদুনি, হাঁসখালি, বগটুই প্রসঙ্গও ৷

রুদ্রনীলের এই কবিতার প্রতিটি শব্দে রয়েছে বিদ্রুপ ৷ যার শুরুটাই অভিনেতা করেছেন, ‘ও বুদ্ধিজীবী’ সম্ভাষণে ৷ পার্থ-কাণ্ডে বুদ্ধিজীবীদের উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘‘ও বুদ্ধিজীবী, লেখক-কবি ঘুমিয়ে গেলেন নাকি ?’’ আর পরের লাইনেই সরাসরি সরকারি ভাতার প্রসঙ্গ টেনে তাঁর কটাক্ষ, সরকারি ভাতা পেয়ে, দাতাদের ভয়ে চুপ করে রয়েছেন সকলে ৷ এসএসসি দুর্নীতিকাণ্ডে এ ভাবেই নানান ব্যঙ্গাত্মক শব্দে বাংলার বুদ্ধিজীবীদের নিশানা করেন রুদ্রনীল ঘোষ ৷

সোশ্যাল মিডিয়ায় বুদ্ধিজীবীমহলকে ব্যঙ্গ করে একটি কবিতা পাঠ রুদ্রনীল

ফেসবুকে পোস্ট করা সেই ভিডিয়োতে রুদ্রনীলকে বলতে শোনা গিয়েছে, 2011 সালে অপশাসন শেষ করতে সাধারণ মানুষকে সজাগ করতে রাস্তায় নেমেছিলেন বুদ্ধিজীবীরা ৷ সেই নতুন সরকারের সদ্য প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতিতে সেই সব বুদ্ধিজীবীরা সবাই চুপ কেন ? সেই প্রশ্নই তুলেছেন অভিনেতা ৷

আরও পড়ুন: 'পার্থকে সরিয়ে মুখরক্ষার চেষ্টা করছে তৃণমূল', তীব্র আক্রমণ অপর্ণা সেনের

এ দিন সরাসরি মমতার ‘মা-মাটি-মানুষ’ স্লোগানকে নিশানা করেন রুদ্র ৷ তাঁর কথায়, ‘‘বাংলার ‘মা’ বিস্মিত আজ, ‘মাটি’ জুড়ে লজ্জা, ‘মানুষ’ চিনছে লুঠেরাদের, বাংলার শরশয্যা ৷’’ যদিও, অপর্ণা সেন (Aparna Sen) সহ দু-একজন আগেই এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ৷ গতকাল রাতে এ নিয়ে একটি টুইট করেছিলেন চিত্র পরিচালক অপর্ণা সেন ৷

কলকাতা, 29 জুলাই: পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারি ৷ আর সেই সূত্রে উদ্ধার হওয়া প্রায় 50 কোটি টাকা ৷ যা নিয়ে দু-একজন ছাড়া বাংলার বুদ্ধিজীবীদের আপাতত খুব-একটা মুখ খুলতে দেখা যায়নি ৷ সেই নীরবতাকে ঠুকলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Actor Rudranil Ghosh Criticises Bengali Intellectuals for Their Silence on SSC Scam) ৷ ফেসবুকে একটি ব্যঙ্গ কবিতা পোস্ট করলেন বাংলার বুদ্ধিজীবীদের উদ্দেশে ৷ যে কবিতায় উঠে এল কামদুনি, হাঁসখালি, বগটুই প্রসঙ্গও ৷

রুদ্রনীলের এই কবিতার প্রতিটি শব্দে রয়েছে বিদ্রুপ ৷ যার শুরুটাই অভিনেতা করেছেন, ‘ও বুদ্ধিজীবী’ সম্ভাষণে ৷ পার্থ-কাণ্ডে বুদ্ধিজীবীদের উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘‘ও বুদ্ধিজীবী, লেখক-কবি ঘুমিয়ে গেলেন নাকি ?’’ আর পরের লাইনেই সরাসরি সরকারি ভাতার প্রসঙ্গ টেনে তাঁর কটাক্ষ, সরকারি ভাতা পেয়ে, দাতাদের ভয়ে চুপ করে রয়েছেন সকলে ৷ এসএসসি দুর্নীতিকাণ্ডে এ ভাবেই নানান ব্যঙ্গাত্মক শব্দে বাংলার বুদ্ধিজীবীদের নিশানা করেন রুদ্রনীল ঘোষ ৷

সোশ্যাল মিডিয়ায় বুদ্ধিজীবীমহলকে ব্যঙ্গ করে একটি কবিতা পাঠ রুদ্রনীল

ফেসবুকে পোস্ট করা সেই ভিডিয়োতে রুদ্রনীলকে বলতে শোনা গিয়েছে, 2011 সালে অপশাসন শেষ করতে সাধারণ মানুষকে সজাগ করতে রাস্তায় নেমেছিলেন বুদ্ধিজীবীরা ৷ সেই নতুন সরকারের সদ্য প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতিতে সেই সব বুদ্ধিজীবীরা সবাই চুপ কেন ? সেই প্রশ্নই তুলেছেন অভিনেতা ৷

আরও পড়ুন: 'পার্থকে সরিয়ে মুখরক্ষার চেষ্টা করছে তৃণমূল', তীব্র আক্রমণ অপর্ণা সেনের

এ দিন সরাসরি মমতার ‘মা-মাটি-মানুষ’ স্লোগানকে নিশানা করেন রুদ্র ৷ তাঁর কথায়, ‘‘বাংলার ‘মা’ বিস্মিত আজ, ‘মাটি’ জুড়ে লজ্জা, ‘মানুষ’ চিনছে লুঠেরাদের, বাংলার শরশয্যা ৷’’ যদিও, অপর্ণা সেন (Aparna Sen) সহ দু-একজন আগেই এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ৷ গতকাল রাতে এ নিয়ে একটি টুইট করেছিলেন চিত্র পরিচালক অপর্ণা সেন ৷

Last Updated : Jul 29, 2022, 1:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.