ETV Bharat / city

হরিদেবপুরে যুবতির উপর অ্যাসিড হামলা, অভিযুক্তর খোঁজে পুলিশ

author img

By

Published : Mar 28, 2019, 2:31 PM IST

হরিদেবপুরে যুবতির উপর আরেক যুবতির অ্যাসিড হামলা। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে।

ছবিটি প্রতীকী

কলকাতা, 28 মার্চ : হরিদেবপুরে যুবতির উপর অ্যাসিড হামলা। গুরুতর জখম অবস্থায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনাটি হরিদেবপুর এলাকার M G রোডের। যুবতির পরিচয় জানা যায়নি। জানা গেছে হামলাকারীও একজন যুবতি। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। আক্রান্ত যুবতির অবস্থা স্থিতিশীল হলে তাঁর সঙ্গে কথা বলবেন তদন্তকারী অফিসাররা। আপাতত খতিয়ে দেখা হচ্ছে এলাকার CCTV ফুটেজ।

স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ৯টা নাগাদ হরিদেবপুর এলাকার M G রোডের অজেয় সংহতি ক্লাবের কাছে হামলার ঘটনাটি ঘটে। তখন রাস্তা কিছুটা ফাঁকা থাকলেও, সুনসান ছিল না। হঠাৎই ওই যুবতির উপর অ্যাসিড ছোড়ে আরেক যুবতি। তাঁর চিৎকারে স্থানীয়রা আসতেই ঘটনাস্থান ছেড়ে পালায় আক্রমণকারী। আক্রান্ত ওই যুবতিকে প্রথমে নিয়ে যাওয়া হয় M R বাঙুর হাসপাতালে। পরে সেখান থেকে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানাস্তরিত করা হয়।

হামলার খবর পেয়ে ঘটনাস্থানে আসে হরিদেবপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আক্রান্ত যুবতির খোঁজ খবর নিচ্ছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, এবিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে।

কলকাতা, 28 মার্চ : হরিদেবপুরে যুবতির উপর অ্যাসিড হামলা। গুরুতর জখম অবস্থায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনাটি হরিদেবপুর এলাকার M G রোডের। যুবতির পরিচয় জানা যায়নি। জানা গেছে হামলাকারীও একজন যুবতি। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। আক্রান্ত যুবতির অবস্থা স্থিতিশীল হলে তাঁর সঙ্গে কথা বলবেন তদন্তকারী অফিসাররা। আপাতত খতিয়ে দেখা হচ্ছে এলাকার CCTV ফুটেজ।

স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ৯টা নাগাদ হরিদেবপুর এলাকার M G রোডের অজেয় সংহতি ক্লাবের কাছে হামলার ঘটনাটি ঘটে। তখন রাস্তা কিছুটা ফাঁকা থাকলেও, সুনসান ছিল না। হঠাৎই ওই যুবতির উপর অ্যাসিড ছোড়ে আরেক যুবতি। তাঁর চিৎকারে স্থানীয়রা আসতেই ঘটনাস্থান ছেড়ে পালায় আক্রমণকারী। আক্রান্ত ওই যুবতিকে প্রথমে নিয়ে যাওয়া হয় M R বাঙুর হাসপাতালে। পরে সেখান থেকে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানাস্তরিত করা হয়।

হামলার খবর পেয়ে ঘটনাস্থানে আসে হরিদেবপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আক্রান্ত যুবতির খোঁজ খবর নিচ্ছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, এবিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.