ETV Bharat / city

প্রতিশোধ থেকে অ্যাসিড হামলা, গ্রেপ্তার 2

পরিকল্পনা মতো গত 19 ডিসেম্বর ফাতেমা এবং তাঁর 19 বছরের মেয়ে নুরুননেসা খাতুন ওই মাজারে আসে । তখন মাজারে রান্না করছিলেন আঞ্জুম । সুযোগ বুঝে আঞ্জুমের গায়ে অ্যাসিড ঢেলে দেয় তারা ।

author img

By

Published : Dec 23, 2019, 10:41 AM IST

image
যুবতীর উপর অ্যসিড হামলা

কলকাতা, 23 ডিসেম্বর : আক্রোশ থেকে যুবতির ওপর অ্যসিড হামলা । ঘটনাস্থান রাজাবাগান থানা এলাকার সন্তোষপুর রোড ৷ গুরুতর আহত অবস্থায় ওই যুবতিকে SSKM হাসপাতালে ভরতি করা হয়েছে । তার অবস্থা আশঙ্কাজনক ৷ ঘটনাটি ঘটে 19 ডিসেম্বর । তদন্তে নেমে পুলিশ গতকাল বর্ধমানের পূর্বস্থলী থেকে গ্রেপ্তার করেছে দু’জনকে ৷ অভিযুক্ত দু’জন সম্পর্কে মা এবং মেয়ে ৷ তাঁদের নাম ফাতেমা বিবি ও নুরুন্নেসা খাতুন ৷


ঘটনার সূত্রপাত বছর দুই আগে ৷ সন্তোষপুর রোডের থোটোরকাল মাজারে কাজ করতেন ফাতেমা ৷ তার বাড়ি বর্ধমানের পূর্বস্থলী ৷ পুলিশের কাছে সে দাবি করে, সেই সময় তার উপর অত্যাচার করতেন আক্রান্ত আঞ্জুম আরা ৷ মাজারের অন্য কর্মীর সঙ্গে চক্রান্ত করে তার কাজও ছাড়িয়ে দিয়েছিলেন আঞ্জুম ৷ তারপর থেকই প্রতিশোধের পরিকল্পনা ছিল ফাতেমার ৷ সেই পরিকল্পনা মতো গত 19 ডিসেম্বর ফাতেমা এবং তার 19 বছরের মেয়ে নুরুন্নেসা খাতুন ওই মাজারে আসে । তখন মাজারে রান্না করছিলেন আঞ্জুম । সুযোগ বুঝে আঞ্জুমের গায়ে অ্যাসিড ঢেলে দেয় তারা । কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থান থেকে পালায় তারা ।

আঞ্জুমার চিৎকার শুনে অন্যরা ছুটে আসে মাজারে ৷ দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে । বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয় রাজাবাগান থানায় । সেই সূত্র ধরে গতকাল অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ ।

কলকাতা, 23 ডিসেম্বর : আক্রোশ থেকে যুবতির ওপর অ্যসিড হামলা । ঘটনাস্থান রাজাবাগান থানা এলাকার সন্তোষপুর রোড ৷ গুরুতর আহত অবস্থায় ওই যুবতিকে SSKM হাসপাতালে ভরতি করা হয়েছে । তার অবস্থা আশঙ্কাজনক ৷ ঘটনাটি ঘটে 19 ডিসেম্বর । তদন্তে নেমে পুলিশ গতকাল বর্ধমানের পূর্বস্থলী থেকে গ্রেপ্তার করেছে দু’জনকে ৷ অভিযুক্ত দু’জন সম্পর্কে মা এবং মেয়ে ৷ তাঁদের নাম ফাতেমা বিবি ও নুরুন্নেসা খাতুন ৷


ঘটনার সূত্রপাত বছর দুই আগে ৷ সন্তোষপুর রোডের থোটোরকাল মাজারে কাজ করতেন ফাতেমা ৷ তার বাড়ি বর্ধমানের পূর্বস্থলী ৷ পুলিশের কাছে সে দাবি করে, সেই সময় তার উপর অত্যাচার করতেন আক্রান্ত আঞ্জুম আরা ৷ মাজারের অন্য কর্মীর সঙ্গে চক্রান্ত করে তার কাজও ছাড়িয়ে দিয়েছিলেন আঞ্জুম ৷ তারপর থেকই প্রতিশোধের পরিকল্পনা ছিল ফাতেমার ৷ সেই পরিকল্পনা মতো গত 19 ডিসেম্বর ফাতেমা এবং তার 19 বছরের মেয়ে নুরুন্নেসা খাতুন ওই মাজারে আসে । তখন মাজারে রান্না করছিলেন আঞ্জুম । সুযোগ বুঝে আঞ্জুমের গায়ে অ্যাসিড ঢেলে দেয় তারা । কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থান থেকে পালায় তারা ।

আঞ্জুমার চিৎকার শুনে অন্যরা ছুটে আসে মাজারে ৷ দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে । বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয় রাজাবাগান থানায় । সেই সূত্র ধরে গতকাল অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ ।

Intro:কলকাতা, ২৩ ডিসেম্বর: কলকাতায় যুবতীর ওপর এসিড হামলা। ঘটনায় যুবতির বেশ কয়েকটি অঙ্গ মারাত্মকভাবে জখম হয়েছে। গুরুতর আহত অবস্থায় এই মুহূর্তে ওই যুবতী এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা 19 ডিসেম্বরের। ঘটনাস্থল রাজাবাগান থানা এলাকার সন্তোষপুর রোড। অ্যাসিড হামলার অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। আজ বর্ধমানের পূর্বস্থলী থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত মা এবং মেয়েকে।


Body:পুলিশ সূত্রে খবর, বছর দুয়েক আগে আনজুম আরা নামে তেত্রিশ বছরের এক যুবতী নানাভাবে অত্যাচার করে ফাতেমা বিবিকে। এমনটাই অভিযোগ এনেছেন তিনি। তার দাবি, সন্তোষপুর রোডের থোটোরকাল মাজারে রান্নার কাজ করতেন তিনি। আনজুম এবং তার প্রেমিক চক্রান্ত করে সেই কাজ ছাড়িয়ে দেয়। সেখানে কাজ করতে শুরু করে আনজুম। আর তারপর থেকেই পরিকল্পনা করছিলেন ফাতেমা। তার বাড়ি বর্ধমানের পূর্বস্থলীর লক্ষ্মীপুরে। সেই পরিকল্পনার জেরেই গত 19 ডিসেম্বর ফাতেমা এবং তার 19 বছরের মেয়ে নুরুননেসা খাতুন আসে ওই মাজারে। তখন তিনি মাজারে রান্না করছিলেন। মা-মেয়ে সুযোগ বুঝে আনজুমের গায়ে অ্যাসিড ঢেলে দেয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থল থেকে পালায় তারা।


Conclusion:আঞ্জুমার চিৎকার চেঁচামেচি শুনে মাজারের অন্যরা ছুটে আসে। তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয় রাজাবাগান থানা এলাকায়। সেই সূত্র ধরে আজ অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.