কলকাতা, 26 সেপ্টেম্বর: কলকাতার খাসতালুক বড়বাজারে পুজোর বাজারে মহিলার শ্লীলতাহানি। বাজারের ভিড়ে রীতিমতো উত্যক্ত করে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল বড়বাজার থানা এলাকায় ৷ অভিযোগ পেয়ে তড়িঘড়ি নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন ৷ রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ (Accused arrested in molestation incident at Bara Bazar)।
কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার (Rupesh Kumar) জানিয়েছেন, ধৃতের নাম মিলন গৌরাঙ্গ। ভিড়ের মধ্যে মহিলা বুঝতে পারেন অভিযুক্ত ব্যক্তি তাঁকে অশ্লীল ইঙ্গিত করছেন। অভিযোগ, ভিড়ের মধ্যেই মহিলার হাত ধরে টানতে শুরু করে ওই যুবক। এরপরেই ওই মহিলা স্থানীয় বড়বাজার থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন: জুয়া খেলা ও মদ্যপানের প্রতিবাদ, শ্লীলতাহানি-মারধরের অভিযোগ শান্তিপুরে
লিখিত অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ঘটনাস্থলে হাজির হয় এবং রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই ব্যক্তিকে বড়বাজার এলাকা থেকেই গ্রেফতার করেন। ধৃত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 354 ধারায় শ্রীলতাহানি অভিযোগ দায়ের করা হয়েছে।