ETV Bharat / city

রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলের পদ ছাড়তে চান অভ্রতোষ মজুমদার - কলকাতা হাইকোর্ট

রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলের পদ ইস্তফা দিতে চেয়ে সরকারের কাছে আবেদন করেছেন অভ্রতোষ মজুমদার ৷ হঠাৎ, করে তাঁর এই আবেদনে আইনজীবী মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

Abhratosh Majumdar wants to resign from Additional Advocate General post of calcutta high court
রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলের পদ ছাড়তে চান অভ্রতোষ মজুমদার
author img

By

Published : Jun 14, 2021, 9:12 PM IST

কলকাতা 14 জুন: রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলের (Additional Advocate General) পদ থেকে ইস্তফা দিতে চেয়ে চিঠি দিলেন অভ্রতোষ মজুমদার (Abhratosh Majumdar)। দীর্ঘদিন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল পদে রয়েছেন তিনি ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগে তাঁর ভাই জয়তোষ মজুমদারকে রাজ্য সরকারে প্লিডার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ সেই ক্ষোভ থেকেই এই পদত্যাগের ইচ্ছা কিনা? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

অভ্রতোষ মজুমদার (Abhratosh Majumdar) তাঁর পদত্যাগপত্রে লিখেছেন, গত প্রায় এক দশক ধরে রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল (Additional Advocate General) পদে ছিলেন ৷ যে অভিজ্ঞতা খুবই সুন্দর বলে জানিয়েছেন তিনি ৷ কিন্তু, এখন তিনি নিজেকে অন্য কাজে নিয়োজিত করতে চান বলে ইচ্ছাপ্রকাশ করেছেন ৷ তাই রাজ্য সরকার যেন তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে ৷

Abhratosh Majumdar wants to resign from Additional Advocate General post of calcutta high court
অভ্রতোষ মজুমদারের লেখা সেই চিঠি

গত 10 জুন রাজ্যের সরকারি প্লিডার পদ থেকে জয়তোষ মজুমদারকে অব্যাহতি দেয় নবান্ন ৷ সেই জায়গায় বসানো হয়েছে বর্ষীয়ান আইনজীবী অনির্বাণ রায়কে । জয়তোষ মজুমদার সম্পর্কে অভ্রতোষ মজুমদারের ভাই । যাঁরা সরকারি প্লিডার পদে কর্মরত থাকেন, তাঁরা মূলত হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে হওয়া সব দেওয়ানি মামলার দায়িত্বে থাকেন ৷ আইনজীবী মহলের একাংশের প্রশ্ন, ভাইকে প্লিডার পদ থেকে সরিয়ে দেওয়ার জন্যই কি অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল পদ থেকে ইস্তফা দিতে চেয়ে চিঠি পাঠালেন অভ্রতোষ মজুমদার ? সেই প্রশ্ন এখন ঘুরছে হাইকোর্টের অন্দরে ।

আরও পড়ুন : ত্রিপল চুরি মামলায় শুভেন্দুর বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট

প্রসঙ্গত, রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল হিসেবে অভ্রতোষ মজুমদারের সওয়াল বেশ বাহবা পায় বিচারপতিদের কাছে । আইনি সমস্ত ব্যাপারে তাঁর গভীর জ্ঞান বিচারপতি থেকে আইনজীবী সব পক্ষকেই আলোকিত করে । এমনকি রাজ্যের বর্তমান অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত নিজে মামলার শুনানির সময় বহুবার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলের প্রশংসা করেছেন ।

কলকাতা 14 জুন: রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলের (Additional Advocate General) পদ থেকে ইস্তফা দিতে চেয়ে চিঠি দিলেন অভ্রতোষ মজুমদার (Abhratosh Majumdar)। দীর্ঘদিন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল পদে রয়েছেন তিনি ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগে তাঁর ভাই জয়তোষ মজুমদারকে রাজ্য সরকারে প্লিডার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ সেই ক্ষোভ থেকেই এই পদত্যাগের ইচ্ছা কিনা? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

অভ্রতোষ মজুমদার (Abhratosh Majumdar) তাঁর পদত্যাগপত্রে লিখেছেন, গত প্রায় এক দশক ধরে রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল (Additional Advocate General) পদে ছিলেন ৷ যে অভিজ্ঞতা খুবই সুন্দর বলে জানিয়েছেন তিনি ৷ কিন্তু, এখন তিনি নিজেকে অন্য কাজে নিয়োজিত করতে চান বলে ইচ্ছাপ্রকাশ করেছেন ৷ তাই রাজ্য সরকার যেন তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে ৷

Abhratosh Majumdar wants to resign from Additional Advocate General post of calcutta high court
অভ্রতোষ মজুমদারের লেখা সেই চিঠি

গত 10 জুন রাজ্যের সরকারি প্লিডার পদ থেকে জয়তোষ মজুমদারকে অব্যাহতি দেয় নবান্ন ৷ সেই জায়গায় বসানো হয়েছে বর্ষীয়ান আইনজীবী অনির্বাণ রায়কে । জয়তোষ মজুমদার সম্পর্কে অভ্রতোষ মজুমদারের ভাই । যাঁরা সরকারি প্লিডার পদে কর্মরত থাকেন, তাঁরা মূলত হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে হওয়া সব দেওয়ানি মামলার দায়িত্বে থাকেন ৷ আইনজীবী মহলের একাংশের প্রশ্ন, ভাইকে প্লিডার পদ থেকে সরিয়ে দেওয়ার জন্যই কি অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল পদ থেকে ইস্তফা দিতে চেয়ে চিঠি পাঠালেন অভ্রতোষ মজুমদার ? সেই প্রশ্ন এখন ঘুরছে হাইকোর্টের অন্দরে ।

আরও পড়ুন : ত্রিপল চুরি মামলায় শুভেন্দুর বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট

প্রসঙ্গত, রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল হিসেবে অভ্রতোষ মজুমদারের সওয়াল বেশ বাহবা পায় বিচারপতিদের কাছে । আইনি সমস্ত ব্যাপারে তাঁর গভীর জ্ঞান বিচারপতি থেকে আইনজীবী সব পক্ষকেই আলোকিত করে । এমনকি রাজ্যের বর্তমান অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত নিজে মামলার শুনানির সময় বহুবার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলের প্রশংসা করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.