ETV Bharat / city

Abhishek Banerjee Tweet : এবার আসল খেলা হবে, অভিষেকের টুইটে তেইশের লড়াইয়ের বার্তা - ত্রিপুরা পৌরভোট 2021

ত্রিপুরা পৌর নির্বাচনের ফল প্রকাশের পরই টুইটারে দলীয় সতীর্থদের অভিনন্দন জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Tweet) ৷ বুঝিয়ে দিলেন পৌরভোটের ফলে তিনি খুশি ৷ এবার লক্ষ্য, তেইশের বিধানসভা ভোট ৷ টুইটারে লিখলেন, ‘‘সবে তো শুরু, এবার আসল খেলা হবে ৷’’

abhishek banerjee tweet on tripura municipal election result 2021
Abhishek Banerjee Tweet : এবার আসল খেলা হবে, অভিষেকের টুইটে তেইশের লড়াইয়ের বার্তা
author img

By

Published : Nov 28, 2021, 8:56 PM IST

কলকাতা, 28 নভেম্বর : ‘‘সবে তো শুরু, এবার আসল খেলা হবে ৷’’ ত্রিপুরা পৌরভোটের ফল প্রকাশের পরই (Tripura Municipal Election Result 2021) টুইটারে এই বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee Tweet) ৷ তিনি আগেই বলেছিলেন, পৌর নির্বাচনেই ত্রিপুরায় ঘাসফুল ফোটাবে তৃণমূল কংগ্রেস ৷ তবে ‘আসল খেলা’ হবে তেইশের বিধানসভা নির্বাচনে (Tripura Assembly Election 2023) ৷ বস্তুত, চব্বিশের লোকসভা ভোটের আগে তেইশে ত্রিপুরা দখল জাতীয় স্তরে তৃণমূলের অন্যতম রাজনৈতিক এজেন্ডা ৷ তাই ত্রিপুরা পৌর নির্বাচনে একটিমাত্র আসনে জয় এলেও চনমনে ঘাসফুল শিবির ৷ টুইটারে অভিষেকের পোস্ট সেই আবেগ ও আত্মবিশ্বাসেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ৷

আরও পড়ুন : Tripura Municipal Election Result 2021 : 2023 আমাদের, ত্রিপুরায় ভোটের ফল বেরোতেই টুইট কুণালের

অভিষেক মনে করছেন, যে দল মাত্র দু’-তিনমাস আগেই ত্রিপুরার রাজনীতিতে পা রেখেছে, তাদের পক্ষে 20 শতাংশ ভোট পাওয়া থেকে প্রধান বিরোধী শক্তিতে পরিণত হওয়াটাই একটা বড় জয় ৷ ত্রিপুরায় জমি আঁকড়ে পড়ে থাকা দলীয় কর্মীদের জন্যই তা সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি ৷ তাই ত্রিপুরার সাফল্যের জন্য সরাসরি তাঁদের কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন অভিষেক ৷

  • This is despite the fact that we commenced our activities barely 3 months ago and @BJP4Tripura left no stone unturned to BUTCHER DEMOCRACY in Tripura.

    Congratulations to all the brave soldiers of @AITC4Tripura for their exemplary courage.

    সবে তো শুরু এবার আসল খেলা হবে। (2/2)

    — Abhishek Banerjee (@abhishekaitc) November 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিষেকের অভিযোগ, বিজেপি জমানায় ত্রিপুরায় ‘জল্লাদের গণতন্ত্র’ কায়েম হয়েছে ৷ বস্তুত, গত 25 নভেম্বর পৌর নির্বাচনের দিন ত্রিপুরার নানা প্রান্ত থেকে হিংসা, কারচুপি ও ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে ৷ প্রতিটি ক্ষেত্রেই কাঠগড়ায় তোলা হয় শাসক বিজেপিকে ৷ অন্যদিকে, কয়েক মাস আগেও ত্রিপুরায় তৃণমূলের কার্যত কোনও অস্তিত্বই ছিল না ৷ কিন্তু, তারপরই ছবিটা বদলাতে শুরু করে ৷ তৃণমূল নেতৃত্ব যে ত্রিপুরা নিয়ে অত্যন্ত ‘সিরিয়াস’, তা বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) স্বয়ং ৷ ভোটের আগে ত্রিপুরায় একের পর এক কর্মসূচিতে যোগ দেন অভিষেকও ৷ এমনকী, তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন, খুব শীঘ্রই ত্রিপুরায় জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো ৷

আরও পড়ুন : Tripura Municipal Election Result 2021: বিরোধী ভোট ভাগাভাগিতেই ত্রিপুরা পৌর নির্বাচনে পোয়াবারো বিজেপির

এই প্রেক্ষাপটে পৌর নির্বাচনের ফল তৃণমূলকে বাড়তি অক্সিজেন জোগাবে বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ বামফ্রন্টের একটা অভিযোগ ছিল, ত্রিপুরায় বিজেপির হাত শক্ত করতেই নাকি ভোটযুদ্ধে সামিল হয়েছে তৃণমূল ৷ তৃণমূল, বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিলেও একটি বিশেষ সমীকরণ নজর কেড়েছে রাজনীতির কারবারিদের ৷ ত্রিপুরা পৌরভোটের ফলাফলে দেখা যাচ্ছে, কয়েকটি জায়গায় বিজেপি জিতলেও তাদের প্রাপ্ত ভোট অবিভক্ত বিরোধী ভোটের থেকে কম ৷ এই হিসাব ত্রিপুরায় তৃণমূলের ভবিষ্যৎ সম্ভাবনাকে উজ্জ্বল করেছে বলেই মনে করা হচ্ছে ৷ বিষয়টা তৃণমূল নেতৃত্বেরও নজর এড়ায়নি ৷ আর সেই কারণেই একটিমাত্র আসনে জিতলেও চাঙ্গা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা ৷ এখন তাঁদের লক্ষ্য, তেইশের বিধানসভা নির্বাচনে জয় ছিনিয়ে নেওয়া ৷ তাই ‘‘আসল খেলা’’ এখনও বাকি ৷ অন্তত তেমনটাই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷

কলকাতা, 28 নভেম্বর : ‘‘সবে তো শুরু, এবার আসল খেলা হবে ৷’’ ত্রিপুরা পৌরভোটের ফল প্রকাশের পরই (Tripura Municipal Election Result 2021) টুইটারে এই বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee Tweet) ৷ তিনি আগেই বলেছিলেন, পৌর নির্বাচনেই ত্রিপুরায় ঘাসফুল ফোটাবে তৃণমূল কংগ্রেস ৷ তবে ‘আসল খেলা’ হবে তেইশের বিধানসভা নির্বাচনে (Tripura Assembly Election 2023) ৷ বস্তুত, চব্বিশের লোকসভা ভোটের আগে তেইশে ত্রিপুরা দখল জাতীয় স্তরে তৃণমূলের অন্যতম রাজনৈতিক এজেন্ডা ৷ তাই ত্রিপুরা পৌর নির্বাচনে একটিমাত্র আসনে জয় এলেও চনমনে ঘাসফুল শিবির ৷ টুইটারে অভিষেকের পোস্ট সেই আবেগ ও আত্মবিশ্বাসেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ৷

আরও পড়ুন : Tripura Municipal Election Result 2021 : 2023 আমাদের, ত্রিপুরায় ভোটের ফল বেরোতেই টুইট কুণালের

অভিষেক মনে করছেন, যে দল মাত্র দু’-তিনমাস আগেই ত্রিপুরার রাজনীতিতে পা রেখেছে, তাদের পক্ষে 20 শতাংশ ভোট পাওয়া থেকে প্রধান বিরোধী শক্তিতে পরিণত হওয়াটাই একটা বড় জয় ৷ ত্রিপুরায় জমি আঁকড়ে পড়ে থাকা দলীয় কর্মীদের জন্যই তা সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি ৷ তাই ত্রিপুরার সাফল্যের জন্য সরাসরি তাঁদের কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন অভিষেক ৷

  • This is despite the fact that we commenced our activities barely 3 months ago and @BJP4Tripura left no stone unturned to BUTCHER DEMOCRACY in Tripura.

    Congratulations to all the brave soldiers of @AITC4Tripura for their exemplary courage.

    সবে তো শুরু এবার আসল খেলা হবে। (2/2)

    — Abhishek Banerjee (@abhishekaitc) November 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিষেকের অভিযোগ, বিজেপি জমানায় ত্রিপুরায় ‘জল্লাদের গণতন্ত্র’ কায়েম হয়েছে ৷ বস্তুত, গত 25 নভেম্বর পৌর নির্বাচনের দিন ত্রিপুরার নানা প্রান্ত থেকে হিংসা, কারচুপি ও ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে ৷ প্রতিটি ক্ষেত্রেই কাঠগড়ায় তোলা হয় শাসক বিজেপিকে ৷ অন্যদিকে, কয়েক মাস আগেও ত্রিপুরায় তৃণমূলের কার্যত কোনও অস্তিত্বই ছিল না ৷ কিন্তু, তারপরই ছবিটা বদলাতে শুরু করে ৷ তৃণমূল নেতৃত্ব যে ত্রিপুরা নিয়ে অত্যন্ত ‘সিরিয়াস’, তা বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) স্বয়ং ৷ ভোটের আগে ত্রিপুরায় একের পর এক কর্মসূচিতে যোগ দেন অভিষেকও ৷ এমনকী, তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন, খুব শীঘ্রই ত্রিপুরায় জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো ৷

আরও পড়ুন : Tripura Municipal Election Result 2021: বিরোধী ভোট ভাগাভাগিতেই ত্রিপুরা পৌর নির্বাচনে পোয়াবারো বিজেপির

এই প্রেক্ষাপটে পৌর নির্বাচনের ফল তৃণমূলকে বাড়তি অক্সিজেন জোগাবে বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ বামফ্রন্টের একটা অভিযোগ ছিল, ত্রিপুরায় বিজেপির হাত শক্ত করতেই নাকি ভোটযুদ্ধে সামিল হয়েছে তৃণমূল ৷ তৃণমূল, বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিলেও একটি বিশেষ সমীকরণ নজর কেড়েছে রাজনীতির কারবারিদের ৷ ত্রিপুরা পৌরভোটের ফলাফলে দেখা যাচ্ছে, কয়েকটি জায়গায় বিজেপি জিতলেও তাদের প্রাপ্ত ভোট অবিভক্ত বিরোধী ভোটের থেকে কম ৷ এই হিসাব ত্রিপুরায় তৃণমূলের ভবিষ্যৎ সম্ভাবনাকে উজ্জ্বল করেছে বলেই মনে করা হচ্ছে ৷ বিষয়টা তৃণমূল নেতৃত্বেরও নজর এড়ায়নি ৷ আর সেই কারণেই একটিমাত্র আসনে জিতলেও চাঙ্গা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা ৷ এখন তাঁদের লক্ষ্য, তেইশের বিধানসভা নির্বাচনে জয় ছিনিয়ে নেওয়া ৷ তাই ‘‘আসল খেলা’’ এখনও বাকি ৷ অন্তত তেমনটাই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.