বিধাননগর, 2 সেপ্টেম্বর : কয়লা (Coal Smuggling Scam) ও গরুপাচার (Cattle Smuggling Scam) নিয়ে বিজেপি (BJP) যত তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দিকে আঙুল তুলছে, ততই ঘাসফুল শিবিরও পালটা প্রশ্ন তুলছে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ৷ এদিন ইস্যুতে আরও কয়েকধাপ এগিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Home Minister Amit Shah) আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ তাঁর কথায়, কয়লা ও গরুপাচার আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর কেলেঙ্কারি বা হোম মিনিস্টার স্ক্যাম ৷
শুক্রবার কয়লাপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ সকাল সাড়ে 10টা নাগাদ বিধাননগরের সিজিও কমপ্লেক্সে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বিকেল সাড়ে 5টা নাগাদ তিনি সেখান বেরিয়ে আসেন ৷ তার পর সাংবাদিকদের মুখোমুখি হন ৷
সেখানে তিনি সরাসরি আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ তিনি বলেন, ‘‘কয়লা কেলেঙ্কারি, বা গরুপাচার কেলেঙ্কারি বলে কিছু নেই । এ সবটাই স্বরাষ্ট্রমন্ত্রক কেলেঙ্কারি । রাজনৈতিকভাবে বিরোধীদের মোকাবিলা না করতে পেরে এজেন্সি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে ।’’
এখানে উল্লেখ করা প্রয়োজন, গরুপাচার কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ কিন্তু তৃণমূলের প্রশ্ন, গরু যখন ভারত থেকে বাংলাদেশে পাচার হয়, তখন বিএসএফের ভূমিকা কী থাকে ? বিএসএফ কেন ধরতে পারে না ?
এদিন অভিষেকের মুখেও সেই অভিযোগ আরও একবার শোনা যায় ৷ এই নিয়ে তিনি একধাপ এগিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করেন ৷ কারণ, বিএসএফ (BSF) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্ত৷ অন্যদিকে কয়লা পাচারের সময় খনিগুলির নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা সিআইএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷ সিআইএসএফ (CISF)-ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে, তাই এই নিয়েও অমিত শাহকেই দায়ী করেছেন অভিষেক ৷
একই সঙ্গে বিজেপিকেও নিশানা করেছেন অভিষেক ৷ তাঁর কথায়, এত জিজ্ঞাসা করেও নিটফল জিরো । তিনি বলেন, ‘‘ইডির আধিকারিকদের বিরুদ্ধে আমার কোনও ক্ষোভ নেই । তারা চাকরি বাঁচাতে বিজেপি নেতাদের কথায় কাজ করছেন । দেশের অন্য সমস্ত রাজ্যে এভাবেই বিরোধীদের শায়েস্তা করে রেখেছে বিজেপি । কিন্তু তৃণমূল অন্য ধাতু দিয়ে তৈরি ।’’
আরও পড়ুন : বিধায়ক কেনাবেচাই স্বরাষ্ট্রমন্ত্রীর একমাত্র কাজ, অমিত শাহকে আক্রমণ অভিষেকের