ETV Bharat / city

Abhishek Slams Nisith: গরু চোরেদের দিয়ে গরু চুরির তদন্ত হচ্ছে, নিশীথকে তুলোধোনা অভিষেকের

গরু চুরির মামলার তদন্ত নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে তুলোধোনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Slams Nisith)৷ তিনি বলেন, "গরু চোরেদের দিয়ে গরু চুরির তদন্ত হচ্ছে (cattle smuggling scam)।"

Abhishek Banerjee slams Nisith Pramanik over cattle smuggling scam
গরু চোরেদের দিয়ে গরু চুরির তদন্ত হচ্ছে, নিশীথকে তুলোধোনা অভিষেকের
author img

By

Published : Sep 2, 2022, 6:20 PM IST

Updated : Sep 2, 2022, 9:29 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: গরু চুরির মামলার তদন্ত নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Slams Nisith)৷ ইডির জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তিনি বলেন, "গরু চোরেদের দিয়ে গরু চুরির তদন্ত হচ্ছে (cattle smuggling scam)। নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) আমাদের দলে ছিল । ওর বিরুদ্ধে সিবিআই তদন্ত করছিল । অভিযোগ ছিল গরু চুরির । আমরা ওঁকে দল থেকে তাড়িয়ে দিয়েছি । তাঁকেই আবার দলে নিয়েছে বিজেপি । এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আবার তাঁকে রাষ্ট্রমন্ত্রী করেছেন । চিন্তা করে দেখুন, গরু চোরদের দিয়ে গরু চোরের তদন্ত হচ্ছে ৷"

শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দীর্ঘ জেরা থেকে বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসারদের কাঠগড়ায় তুললেন অভিষেক । এ দিন অভিষেক বলেন, "গরু তো একটা আস্ত জন্তু । এত বড় জন্তু পাচার হচ্ছে তাহলে বিএসএফের লোকেরা কী করছেন ! কেন্দ্রীয় সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেন ? এটা কয়লা বা গরু কেলেঙ্কারি নয় । এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কেলেঙ্কারি ।"

এরপরই নিশীথ প্রসঙ্গ তোলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । তিনি বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে দুজন আছেন, তাঁদের দুজনের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে । এরমধ্যে নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) তো চোর । আমাদের দলে ছিল । ওর বিরুদ্ধে সিবিআই তদন্ত করছিল । অভিযোগ ছিল গরু চুরির । আমরা ওঁকে দল থেকে তাড়িয়ে দিয়েছি । তাঁকেই আবার দলে নিয়েছে বিজেপি । এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আবার তাঁকে রাষ্ট্রমন্ত্রী করেছেন । চিন্তা করে দেখুন, গরু চোরদের দিয়ে গরু চোরের তদন্ত হচ্ছে ৷"

গরু চোরেদের দিয়ে গরু চুরির তদন্ত হচ্ছে

আরও পড়ুন: বিধায়ক কেনাবেচাই স্বরাষ্ট্রমন্ত্রীর একমাত্র কাজ, অমিত শাহকে আক্রমণ অভিষেকের

এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রকেও ছেড়ে কথা বলেননি অভিষেক । তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রকে রাষ্ট্রমন্ত্রী করেছেন । তাঁর ছেলে কৃষক হত্যায় অভিযুক্ত । তাঁকে নিজের পাশে বসিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন । আর এঁরাই নীতি নৈতিকতা নিয়ে কথা বলে । এঁরা আদর্শ নিয়ে কথা বলে ।

এরপর পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে আনেন অভিষেক । তিনি বলেন, "আপনারা পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে অভিযোগ করেছিলেন, আমরা মাত্র পাঁচ দিনের মাথায় তাকে সাসপেন্ড করেছি । আজ লখিমপুর খেরি হয়েছে প্রায় দেড় বছর হল । অজয় মিশ্র তিনি এখনও নিজের পদে বহাল ।"

এ দিন অভিষেক আদতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দুই প্রতিমন্ত্রীর মাধ্যমে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকেই একহাত নিয়েছেন । দুর্নীতির অভিযোগ তুলে তাঁরা নিশানা করছেন তৃণমূলকে । অথচ তাঁদের দলের নেতাদের বিরুদ্ধেই ভুরি ভুরি অভিযোগ । সে ক্ষেত্রে নিষ্ক্রিয় কেন্দ্র । বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।

কলকাতা, 2 সেপ্টেম্বর: গরু চুরির মামলার তদন্ত নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Slams Nisith)৷ ইডির জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তিনি বলেন, "গরু চোরেদের দিয়ে গরু চুরির তদন্ত হচ্ছে (cattle smuggling scam)। নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) আমাদের দলে ছিল । ওর বিরুদ্ধে সিবিআই তদন্ত করছিল । অভিযোগ ছিল গরু চুরির । আমরা ওঁকে দল থেকে তাড়িয়ে দিয়েছি । তাঁকেই আবার দলে নিয়েছে বিজেপি । এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আবার তাঁকে রাষ্ট্রমন্ত্রী করেছেন । চিন্তা করে দেখুন, গরু চোরদের দিয়ে গরু চোরের তদন্ত হচ্ছে ৷"

শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দীর্ঘ জেরা থেকে বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসারদের কাঠগড়ায় তুললেন অভিষেক । এ দিন অভিষেক বলেন, "গরু তো একটা আস্ত জন্তু । এত বড় জন্তু পাচার হচ্ছে তাহলে বিএসএফের লোকেরা কী করছেন ! কেন্দ্রীয় সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেন ? এটা কয়লা বা গরু কেলেঙ্কারি নয় । এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কেলেঙ্কারি ।"

এরপরই নিশীথ প্রসঙ্গ তোলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । তিনি বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে দুজন আছেন, তাঁদের দুজনের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে । এরমধ্যে নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) তো চোর । আমাদের দলে ছিল । ওর বিরুদ্ধে সিবিআই তদন্ত করছিল । অভিযোগ ছিল গরু চুরির । আমরা ওঁকে দল থেকে তাড়িয়ে দিয়েছি । তাঁকেই আবার দলে নিয়েছে বিজেপি । এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আবার তাঁকে রাষ্ট্রমন্ত্রী করেছেন । চিন্তা করে দেখুন, গরু চোরদের দিয়ে গরু চোরের তদন্ত হচ্ছে ৷"

গরু চোরেদের দিয়ে গরু চুরির তদন্ত হচ্ছে

আরও পড়ুন: বিধায়ক কেনাবেচাই স্বরাষ্ট্রমন্ত্রীর একমাত্র কাজ, অমিত শাহকে আক্রমণ অভিষেকের

এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রকেও ছেড়ে কথা বলেননি অভিষেক । তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রকে রাষ্ট্রমন্ত্রী করেছেন । তাঁর ছেলে কৃষক হত্যায় অভিযুক্ত । তাঁকে নিজের পাশে বসিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন । আর এঁরাই নীতি নৈতিকতা নিয়ে কথা বলে । এঁরা আদর্শ নিয়ে কথা বলে ।

এরপর পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে আনেন অভিষেক । তিনি বলেন, "আপনারা পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে অভিযোগ করেছিলেন, আমরা মাত্র পাঁচ দিনের মাথায় তাকে সাসপেন্ড করেছি । আজ লখিমপুর খেরি হয়েছে প্রায় দেড় বছর হল । অজয় মিশ্র তিনি এখনও নিজের পদে বহাল ।"

এ দিন অভিষেক আদতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দুই প্রতিমন্ত্রীর মাধ্যমে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকেই একহাত নিয়েছেন । দুর্নীতির অভিযোগ তুলে তাঁরা নিশানা করছেন তৃণমূলকে । অথচ তাঁদের দলের নেতাদের বিরুদ্ধেই ভুরি ভুরি অভিযোগ । সে ক্ষেত্রে নিষ্ক্রিয় কেন্দ্র । বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।

Last Updated : Sep 2, 2022, 9:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.