কলকাতা, 2 সেপ্টেম্বর: গরু চুরির মামলার তদন্ত নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Slams Nisith)৷ ইডির জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তিনি বলেন, "গরু চোরেদের দিয়ে গরু চুরির তদন্ত হচ্ছে (cattle smuggling scam)। নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) আমাদের দলে ছিল । ওর বিরুদ্ধে সিবিআই তদন্ত করছিল । অভিযোগ ছিল গরু চুরির । আমরা ওঁকে দল থেকে তাড়িয়ে দিয়েছি । তাঁকেই আবার দলে নিয়েছে বিজেপি । এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আবার তাঁকে রাষ্ট্রমন্ত্রী করেছেন । চিন্তা করে দেখুন, গরু চোরদের দিয়ে গরু চোরের তদন্ত হচ্ছে ৷"
শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দীর্ঘ জেরা থেকে বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসারদের কাঠগড়ায় তুললেন অভিষেক । এ দিন অভিষেক বলেন, "গরু তো একটা আস্ত জন্তু । এত বড় জন্তু পাচার হচ্ছে তাহলে বিএসএফের লোকেরা কী করছেন ! কেন্দ্রীয় সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেন ? এটা কয়লা বা গরু কেলেঙ্কারি নয় । এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কেলেঙ্কারি ।"
এরপরই নিশীথ প্রসঙ্গ তোলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । তিনি বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে দুজন আছেন, তাঁদের দুজনের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে । এরমধ্যে নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) তো চোর । আমাদের দলে ছিল । ওর বিরুদ্ধে সিবিআই তদন্ত করছিল । অভিযোগ ছিল গরু চুরির । আমরা ওঁকে দল থেকে তাড়িয়ে দিয়েছি । তাঁকেই আবার দলে নিয়েছে বিজেপি । এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আবার তাঁকে রাষ্ট্রমন্ত্রী করেছেন । চিন্তা করে দেখুন, গরু চোরদের দিয়ে গরু চোরের তদন্ত হচ্ছে ৷"
আরও পড়ুন: বিধায়ক কেনাবেচাই স্বরাষ্ট্রমন্ত্রীর একমাত্র কাজ, অমিত শাহকে আক্রমণ অভিষেকের
এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রকেও ছেড়ে কথা বলেননি অভিষেক । তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রকে রাষ্ট্রমন্ত্রী করেছেন । তাঁর ছেলে কৃষক হত্যায় অভিযুক্ত । তাঁকে নিজের পাশে বসিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন । আর এঁরাই নীতি নৈতিকতা নিয়ে কথা বলে । এঁরা আদর্শ নিয়ে কথা বলে ।
এরপর পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে আনেন অভিষেক । তিনি বলেন, "আপনারা পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে অভিযোগ করেছিলেন, আমরা মাত্র পাঁচ দিনের মাথায় তাকে সাসপেন্ড করেছি । আজ লখিমপুর খেরি হয়েছে প্রায় দেড় বছর হল । অজয় মিশ্র তিনি এখনও নিজের পদে বহাল ।"
এ দিন অভিষেক আদতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দুই প্রতিমন্ত্রীর মাধ্যমে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকেই একহাত নিয়েছেন । দুর্নীতির অভিযোগ তুলে তাঁরা নিশানা করছেন তৃণমূলকে । অথচ তাঁদের দলের নেতাদের বিরুদ্ধেই ভুরি ভুরি অভিযোগ । সে ক্ষেত্রে নিষ্ক্রিয় কেন্দ্র । বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।