ETV Bharat / city

Abhishek Banerjee চার পাঁচদিনের মধ্যে কিছু একটা হবে, কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা প্রসঙ্গে বললেন অভিষেক - TMCP Foundation Day

সোমবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূত তাড়া করে বেড়ালো ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্বকে ৷ সোমবারের সমাবেশের পরে কেন্দ্রীয় এজেন্সির লক্ষ্য হতে পারেন দলেরই কেউ ৷ এমনকী সেটা চার পাঁঁচদিনের মধ্যেই ৷ জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee slams ED CBI) ৷

Etv Bharat
চার পাঁচদিনের মধ্যে কিছু একটা হবে, কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা প্রসঙ্গে বললেন অভিষেক
author img

By

Published : Aug 29, 2022, 9:20 PM IST

কলকাতা, 29 অগস্ট: 21 জুলাই ধর্মতলায় শহিদ সমাবেশের পরদিনই বড়সড় ধাক্কা খেয়েছিল রাজ্যের শাসক দল ৷ দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করে হেফাজতে নিয়েছিল ইডি ৷ সোমবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূত যেন তাড়া করে বেড়াল ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্বকে ৷ সোমবারের সমাবেশের পরে কেন্দ্রীয় এজেন্সির লক্ষ্য হতে পারেন দলেরই কেউ ৷ এমনকী সেটা চার-পাঁঁচদিনের মধ্যেই ৷ জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee slams ED CBI) ৷

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সভামঞ্চ থেকে সোমবার অভিষেক বলেন, "বিজেপি হাজার চেষ্টা করেও মমতা বন্দোপাধ্যায় পর্যন্ত পৌঁছতে পারবে না। বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকেছেন মমতা। তবে মমতাকে কুত্‍সা করে আটকানো যাবে না। তৃণমূলের ছাত্র-যুবরাই 10 গোলে হারিয়ে দেবে।" ডায়মন্ড হারবারের কথায় এদিন তাৎপর্যপূর্ণভাবে জায়গা পেয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গ। একইসঙ্গে তার গলায় ধরা পড়েছে শঙ্কাও। অভিষেক এদিন বলেন, "21 জুলাইয়ের সভার পরেই গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে, আজকের সভার পরেও হয়তো কাউকে গ্রেফতার করা হবে। তবে মনে রাখবেন গ্রেফতার করে তৃণমূলকে আটকানো যাবে না।"

পাশাপাশি এদিন কয়লা চুরি, গরু চুরি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তাঁর অভিযোগ, "বিএসএফ-এর নাকের ডগায় কয়লা, গরু চুরি চলছে। পাচারের টাকা দিল্লি পৌঁছে যাচ্ছে ৷ গরুপাচার আটকাতে ব্যর্থ অমিত শাহের দফতর। আর যত দোষ তৃণমূলের ঘাড়ে। এটা তৃণমূলের কোনো পাচার বা কেলেঙ্কারি নয়। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কেলেঙ্কারি।"

আরও পড়ুন: অভিষেকের দুবছরের ছেলেকেও কি সিবিআই নোটিশ ধরাবে, কটাক্ষের সুরে প্রশ্ন মমতার

এদিন রাজ্যে ইডি-সিবিআই তত্‍পরতাকে বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র বলেও কড়া ভাষায় আক্রমণ শানান তিনি। অভিষেক বলেন, "আপনারা দেখেছেন গোটা দেশে কেউ বিজেপিকে হারাতে পারছিল না। অশ্বমেধের ঘোড়া হয়ে উঠেছিল ওরা। আর এই ঘোড়াকে যে আটকেছে তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় লড়াই করতে এসে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। একজন মহিলার পা ভেঙেছে, তারপরও দেগঙ্গা থেকে দার্জিলিং ছুটেছেন তিনি। 200-র বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় এসেছে তৃণমূল। বাংলার মানুষ ওদের হারিয়েছে বলে গায়ে এত জ্বালা।

আর রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে অভিষেক বলেন, "21 জুলাই বাংলায় সর্বকালীন রেকর্ড জনসমাবেশের পর 22 জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেল ইডি। আজ এত বড় সমাবেশ, আশঙ্কা 4-5 দিনের মধ্যে বড় কিছু হবে। আসলে রাজনৈতিকভাবে লড়তে পারে না এরা। তাই ইডি-সিবিআইকে হাতিয়ার করে প্রতিহিংসার রাজনীতি করে। আমি অন্য ধাতুতে তৈরি, মানুষের সামনে মাথা নত করব, দিল্লির জল্লাদদের কাছে নয় ৷"

কলকাতা, 29 অগস্ট: 21 জুলাই ধর্মতলায় শহিদ সমাবেশের পরদিনই বড়সড় ধাক্কা খেয়েছিল রাজ্যের শাসক দল ৷ দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করে হেফাজতে নিয়েছিল ইডি ৷ সোমবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূত যেন তাড়া করে বেড়াল ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্বকে ৷ সোমবারের সমাবেশের পরে কেন্দ্রীয় এজেন্সির লক্ষ্য হতে পারেন দলেরই কেউ ৷ এমনকী সেটা চার-পাঁঁচদিনের মধ্যেই ৷ জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee slams ED CBI) ৷

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সভামঞ্চ থেকে সোমবার অভিষেক বলেন, "বিজেপি হাজার চেষ্টা করেও মমতা বন্দোপাধ্যায় পর্যন্ত পৌঁছতে পারবে না। বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকেছেন মমতা। তবে মমতাকে কুত্‍সা করে আটকানো যাবে না। তৃণমূলের ছাত্র-যুবরাই 10 গোলে হারিয়ে দেবে।" ডায়মন্ড হারবারের কথায় এদিন তাৎপর্যপূর্ণভাবে জায়গা পেয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গ। একইসঙ্গে তার গলায় ধরা পড়েছে শঙ্কাও। অভিষেক এদিন বলেন, "21 জুলাইয়ের সভার পরেই গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে, আজকের সভার পরেও হয়তো কাউকে গ্রেফতার করা হবে। তবে মনে রাখবেন গ্রেফতার করে তৃণমূলকে আটকানো যাবে না।"

পাশাপাশি এদিন কয়লা চুরি, গরু চুরি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তাঁর অভিযোগ, "বিএসএফ-এর নাকের ডগায় কয়লা, গরু চুরি চলছে। পাচারের টাকা দিল্লি পৌঁছে যাচ্ছে ৷ গরুপাচার আটকাতে ব্যর্থ অমিত শাহের দফতর। আর যত দোষ তৃণমূলের ঘাড়ে। এটা তৃণমূলের কোনো পাচার বা কেলেঙ্কারি নয়। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কেলেঙ্কারি।"

আরও পড়ুন: অভিষেকের দুবছরের ছেলেকেও কি সিবিআই নোটিশ ধরাবে, কটাক্ষের সুরে প্রশ্ন মমতার

এদিন রাজ্যে ইডি-সিবিআই তত্‍পরতাকে বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র বলেও কড়া ভাষায় আক্রমণ শানান তিনি। অভিষেক বলেন, "আপনারা দেখেছেন গোটা দেশে কেউ বিজেপিকে হারাতে পারছিল না। অশ্বমেধের ঘোড়া হয়ে উঠেছিল ওরা। আর এই ঘোড়াকে যে আটকেছে তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় লড়াই করতে এসে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। একজন মহিলার পা ভেঙেছে, তারপরও দেগঙ্গা থেকে দার্জিলিং ছুটেছেন তিনি। 200-র বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় এসেছে তৃণমূল। বাংলার মানুষ ওদের হারিয়েছে বলে গায়ে এত জ্বালা।

আর রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে অভিষেক বলেন, "21 জুলাই বাংলায় সর্বকালীন রেকর্ড জনসমাবেশের পর 22 জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেল ইডি। আজ এত বড় সমাবেশ, আশঙ্কা 4-5 দিনের মধ্যে বড় কিছু হবে। আসলে রাজনৈতিকভাবে লড়তে পারে না এরা। তাই ইডি-সিবিআইকে হাতিয়ার করে প্রতিহিংসার রাজনীতি করে। আমি অন্য ধাতুতে তৈরি, মানুষের সামনে মাথা নত করব, দিল্লির জল্লাদদের কাছে নয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.