ETV Bharat / city

Abhishek to Governor : ‘সীমারেখা লঙ্ঘন’ প্রসঙ্গে তপ্ত রাজ্য-রাজনীতি, রাজ্যপালকে পালটা জবাব অভিষেকের - সীমারেখা লঙ্ঘন প্রসঙ্গে তপ্ত রাজ্য রাজনীতি

কলকাতা হাইকোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ যা নিয়ে শিলিগুড়ি থেকে অভিষেককে সীমালঙ্ঘন না-করার পরামর্শ দিয়েছিলেন রাজ্যপাল ৷ এ বার পালটা রাজ্যপালকে তাঁর সাংবিধানিক সীমালঙ্ঘন না-করার পরামর্শ অভিষেকের (Abhishek Banerjee Retaliated Governor on Crossing The Red Line Issue) ৷ যা নিয়ে তপ্ত রাজ্য-রাজনীতি ৷

Abhishek Banerjee Retaliated Governor on CROSSING THE RED LINE Issue
Abhishek Banerjee Retaliated Governor on CROSSING THE RED LINE Issue
author img

By

Published : May 30, 2022, 9:21 AM IST

কলকাতা, 30 মে : উত্তরবঙ্গ থেকে নাম না-করে আক্রমণ করেছিলেন রাজ্যপাল ৷ সীমারেখা ও এক্তিয়ার প্রশ্নে নাম না-করে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছিলেন জগদীপ ধনকড় (Abhishek Banerjee Retaliated Governor on Crossing The Red Line Issue) ৷ এ বার তাঁর জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ রাজ্যপালের মন্তব্যে নাম না-করে তাঁর জবাব, ‘‘মানুষ দেখছে, তাঁরা জানানে কে ‘সীমারেখা লঙ্ঘন করছে’ ৷’’ এই জবাব দেখে রাজনৈতিক মহল বলছে, ইটের বদলে পাটকেল ৷ আর এই সীমারেখা লঙ্ঘনের তরজাকে কেন্দ্র করে উত্তাপ বাড়ছে রাজ্য-রাজনীতিতে ৷

ঠিক কী বলেছেন অভিষেক ? সোশ্যাল মিডিয়ায় রাজ্যপালকে জবাব দিতে গিয়ে তিনি বলেছেন, ‘‘ক্ষমতার সামনে আমি সবসময় সত্যি বলতে বিশ্বাস করি ৷ গতকাল আমি বলেছিলাম যে কীভাবে কলকাতা হাইকোর্টে এক শতাংশ কিছু ব্যক্তিকে রক্ষা করতে কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে ৷ মানুষ দেখছে, তাঁরা জানানে কে ‘সীমারেখা লঙ্ঘন করছে’ ৷’’

প্রসঙ্গত, এ দিন সকালে শিলিগুড়িতে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) বলেন, ‘‘প্রকাশ্য জনসভা থেকে একজন সাংসদ একজন বিচারপতিকে আক্রমণ করছেন ৷ এসএসসি দুর্নীতি মামলায় যে বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন তাঁকে আক্রমণ করা হয়েছে ৷ সাংসদের এহেন মন্তব্য অত্যন্ত নিন্দনীয় ৷ আমি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি ৷ সাংসদ হিসেবে নিজের সীমা অতিক্রম করেছেন উনি ৷’’ যে সমালোচনার 12 ঘণ্টার মধ্যে টুইটে নাম না-করেই রাজ্যপালকে পালটা জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

টুইটে তিনি বোঝাতে চাইলেন, রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে রাজ্যপালেরও একটা লক্ষণরেখা রয়েছে ৷ যা তিনি প্রতিনিয়ত অতিক্রম করছেন ৷ আর তা মানুষের নজর এড়িয়ে যাচ্ছে না বলেই অভিষেক তাঁর টুইটের মাধ্যমে জানান ৷

আরও পড়ুন : বিচারব্যবস্থাকে আক্রমণ করায় অভিষেককে তোপ রাজ্যপালের, মুখ্যসচিবকে কড়া পদক্ষেপের পরামর্শ

অন্যদিকে, শনিবার হলদিয়ায় জনসভা থেকে প্রকাশ্যে যেভাবে রাজ্যের বিচারব্যবস্থাকে নিশানা করেছেন অভিষেক, তার কড়া সমালোচনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৷ তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, তা তাঁর ভয়ের প্রতিফলন ৷ যারা সংবিধান মানবে না, আইন মানবে না, দুষ্কৃতীদের কাজ করবে তাঁদের ভাষা ও রাজনীতিকদের ভাষা যদি এক হয়ে যায় তাহলে তা খুবই বিপজ্জনক ৷ পাচারকারীরা আইনকে ভয় পায় ৷ আইন অনুযায়ী কেউ কারও বিরুদ্ধে ব্যবস্থা নিলে, আইনকে আক্রমণ করা হবে এটা মেনে নেওয়া যায় না ৷ কেউ যদি মনে করে আইনকে মাথা নিচু করে থাকতে হবে তাহলে তা চলবে না ৷ শাস্তি তাদের পেতেই হবে ৷’’

  • I’ve always believed in SPEAKING THE TRUTH TO POWER.

    Yesterday, I said how 1% in Kolkata HC is working in cohorts with Centre in protecting some individuals.

    PEOPLE ARE WATCHING, they know who is actually 'CROSSING THE RED LINE'.

    I rest my case here!https://t.co/YLdOu4IvLt

    — Abhishek Banerjee (@abhishekaitc) May 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : 'বিচারব্যবস্থায় দু-একজন এমন আছেন যাঁরা যোগসাজশ করে তল্পিবাহক হিসেবে কাজ করছেন', বিস্ফোরক অভিষেক

হলদিয়ায় অভিষেকের মন্তব্যের সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও ৷ এ নিয়ে তিনি বলেন, ‘‘এটা অন্যায় ৷ কে ওই ধরনের মন্তব্য করলেন ? তা বড় কথা নয় ৷ এই বক্তব্যের মাধ্যমে আদালতকে অপমান করা হয়েছে ৷ যে বিচার ব্যবস্থা ভারতীয় সংবিধানের আইনকে ব্যাখ্যা করে, তাকে এভাবে ওপেন স্টেজে গালিগালাজ করা ঘৃণ্য ও নক্কারজনক ৷ আদালতের উচিত ব্যবস্থা নেওয়া ৷’’

এখন দেখার অভিষেকের এই টুইটের পরবর্তী প্রতিক্রিয়া কী হয় ! রাজ্যপাল জদদীপ ধনকড় এর কোনও পাল্টা জবাব দেবেন ? নাকি এখানেই এই তর্কের ইতি হবে ? তা সময় বলবে ৷ আর অভিষেকের হাইকোর্টের 1 শতাংশ বিচারপতিদের কেন্দ্রের সঙ্গে আঁতাতের অভিযোগে আদালত কোনও পদক্ষেপ নেয় কি না ? সেদিকেও নজর সবপক্ষের ৷

কলকাতা, 30 মে : উত্তরবঙ্গ থেকে নাম না-করে আক্রমণ করেছিলেন রাজ্যপাল ৷ সীমারেখা ও এক্তিয়ার প্রশ্নে নাম না-করে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছিলেন জগদীপ ধনকড় (Abhishek Banerjee Retaliated Governor on Crossing The Red Line Issue) ৷ এ বার তাঁর জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ রাজ্যপালের মন্তব্যে নাম না-করে তাঁর জবাব, ‘‘মানুষ দেখছে, তাঁরা জানানে কে ‘সীমারেখা লঙ্ঘন করছে’ ৷’’ এই জবাব দেখে রাজনৈতিক মহল বলছে, ইটের বদলে পাটকেল ৷ আর এই সীমারেখা লঙ্ঘনের তরজাকে কেন্দ্র করে উত্তাপ বাড়ছে রাজ্য-রাজনীতিতে ৷

ঠিক কী বলেছেন অভিষেক ? সোশ্যাল মিডিয়ায় রাজ্যপালকে জবাব দিতে গিয়ে তিনি বলেছেন, ‘‘ক্ষমতার সামনে আমি সবসময় সত্যি বলতে বিশ্বাস করি ৷ গতকাল আমি বলেছিলাম যে কীভাবে কলকাতা হাইকোর্টে এক শতাংশ কিছু ব্যক্তিকে রক্ষা করতে কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে ৷ মানুষ দেখছে, তাঁরা জানানে কে ‘সীমারেখা লঙ্ঘন করছে’ ৷’’

প্রসঙ্গত, এ দিন সকালে শিলিগুড়িতে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) বলেন, ‘‘প্রকাশ্য জনসভা থেকে একজন সাংসদ একজন বিচারপতিকে আক্রমণ করছেন ৷ এসএসসি দুর্নীতি মামলায় যে বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন তাঁকে আক্রমণ করা হয়েছে ৷ সাংসদের এহেন মন্তব্য অত্যন্ত নিন্দনীয় ৷ আমি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি ৷ সাংসদ হিসেবে নিজের সীমা অতিক্রম করেছেন উনি ৷’’ যে সমালোচনার 12 ঘণ্টার মধ্যে টুইটে নাম না-করেই রাজ্যপালকে পালটা জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

টুইটে তিনি বোঝাতে চাইলেন, রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে রাজ্যপালেরও একটা লক্ষণরেখা রয়েছে ৷ যা তিনি প্রতিনিয়ত অতিক্রম করছেন ৷ আর তা মানুষের নজর এড়িয়ে যাচ্ছে না বলেই অভিষেক তাঁর টুইটের মাধ্যমে জানান ৷

আরও পড়ুন : বিচারব্যবস্থাকে আক্রমণ করায় অভিষেককে তোপ রাজ্যপালের, মুখ্যসচিবকে কড়া পদক্ষেপের পরামর্শ

অন্যদিকে, শনিবার হলদিয়ায় জনসভা থেকে প্রকাশ্যে যেভাবে রাজ্যের বিচারব্যবস্থাকে নিশানা করেছেন অভিষেক, তার কড়া সমালোচনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৷ তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, তা তাঁর ভয়ের প্রতিফলন ৷ যারা সংবিধান মানবে না, আইন মানবে না, দুষ্কৃতীদের কাজ করবে তাঁদের ভাষা ও রাজনীতিকদের ভাষা যদি এক হয়ে যায় তাহলে তা খুবই বিপজ্জনক ৷ পাচারকারীরা আইনকে ভয় পায় ৷ আইন অনুযায়ী কেউ কারও বিরুদ্ধে ব্যবস্থা নিলে, আইনকে আক্রমণ করা হবে এটা মেনে নেওয়া যায় না ৷ কেউ যদি মনে করে আইনকে মাথা নিচু করে থাকতে হবে তাহলে তা চলবে না ৷ শাস্তি তাদের পেতেই হবে ৷’’

  • I’ve always believed in SPEAKING THE TRUTH TO POWER.

    Yesterday, I said how 1% in Kolkata HC is working in cohorts with Centre in protecting some individuals.

    PEOPLE ARE WATCHING, they know who is actually 'CROSSING THE RED LINE'.

    I rest my case here!https://t.co/YLdOu4IvLt

    — Abhishek Banerjee (@abhishekaitc) May 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : 'বিচারব্যবস্থায় দু-একজন এমন আছেন যাঁরা যোগসাজশ করে তল্পিবাহক হিসেবে কাজ করছেন', বিস্ফোরক অভিষেক

হলদিয়ায় অভিষেকের মন্তব্যের সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও ৷ এ নিয়ে তিনি বলেন, ‘‘এটা অন্যায় ৷ কে ওই ধরনের মন্তব্য করলেন ? তা বড় কথা নয় ৷ এই বক্তব্যের মাধ্যমে আদালতকে অপমান করা হয়েছে ৷ যে বিচার ব্যবস্থা ভারতীয় সংবিধানের আইনকে ব্যাখ্যা করে, তাকে এভাবে ওপেন স্টেজে গালিগালাজ করা ঘৃণ্য ও নক্কারজনক ৷ আদালতের উচিত ব্যবস্থা নেওয়া ৷’’

এখন দেখার অভিষেকের এই টুইটের পরবর্তী প্রতিক্রিয়া কী হয় ! রাজ্যপাল জদদীপ ধনকড় এর কোনও পাল্টা জবাব দেবেন ? নাকি এখানেই এই তর্কের ইতি হবে ? তা সময় বলবে ৷ আর অভিষেকের হাইকোর্টের 1 শতাংশ বিচারপতিদের কেন্দ্রের সঙ্গে আঁতাতের অভিযোগে আদালত কোনও পদক্ষেপ নেয় কি না ? সেদিকেও নজর সবপক্ষের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.