ETV Bharat / city

Abhishek Banerjee : চাঁদা নিলেই বহিষ্কার, শহিদ দিবসের প্রস্তুতি বৈঠকে কড়া বার্তা অভিষেকের - অভিষেক বন্দ্যোপাধ্যায়

শুক্রবার একুশে জুলাইয়ের সভার প্রস্তুতি বৈঠক করে তৃণমূল (AITC Preparation Meeting for 21 July Rally) ৷ সেখানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (AITC Leader Abhishek Banerjee) ছাড়াও অন্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন ৷ ওই বৈঠকেই অভিষেকের কড়া বার্তা, চাঁদা নেওয়ার অভিযোগ এলেই সরাসরি বহিষ্কার করা যাবে (Abhishek Banerjee Message to TMC Leaders before 21 July Rally) ।

abhishek-banerjee-message-to-tmc-leaders-before-21-july-rally
Abhishek Banerjee : চাঁদা নিলেই বহিষ্কার, শহিদ দিবসের প্রস্তুতি বৈঠকে কড়া বার্তা অভিষেকের
author img

By

Published : Jun 17, 2022, 8:10 PM IST

কলকাতা, 17 জুন : দু'বছর পর একুশে জুলাই উদযাপন ফিরছে ধর্মতলায় । তার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (AITC Leader Abhishek Banerjee) স্পষ্ট নির্দেশ, দলের শহিদ দিবসের অনুষ্ঠানের নাম করে চাঁদা তোলা যাবে না । চাঁদা নেওয়ার অভিযোগ এলেই সরাসরি বহিষ্কার করা যাবে । কারণ, সারা দেশ তাকিয়ে তৃণমূল কংগ্রেসের 21 জুলাইয়ের সমাবেশের দিকে (AITC 21 July Programme) । আর তাতে দশ পয়সাও চাঁদার অভিযোগ প্রমাণিত হলে বহিষ্কার করা হবে ।

কোভিড কালে বিগত দুই বছর একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ প্রকাশ্যে করতে পারেনি তৃণমূল । দু'বছরই ভার্চুয়াল সমাবেশ হয়েছিল৷ কালীঘাট মিলন সংঘ থেকে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী । তৃণমূলের নেতা কর্মীদের মতে, সেই সভা ধর্মতলা সমাবেশের ছায়ামাত্র । লক্ষ মানুষের উপস্থিতিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্য রাখেন রাজপথে, তখন যে উত্তাপ, ভালোবাসা ও আবেগের ছবি ধরা পড়ে, তা ভার্চুয়ালে কোথায় !

আর তাই একুশে জুলাইয়ের সমাবেশ আবার ধর্মতলায় ফিরে আসার কথা এবার ঘোষণা করল তৃণমূল (Trinamool Congress) । মেট্রোপলিটনে মূল বৈঠকের আগেই সোশ্যাল সাইটে জানিয়ে দেওয়া হল একুশের কর্মসূচি ফিরছে ধর্মতলায় । ছাত্র-যুব তৃণমূলের নেতৃত্বেই এইবারও হবে সেই অনুষ্ঠান ।

প্রতি বছর 21 জুলাইয়ের সমাবেশ থেকে দলের গোটা বছরের কর্মসূচি ঠিক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় । কেন্দ্র-বিরোধী লড়াইয়ের অভিমুখ স্পষ্ট করে দেন । তাঁর দল ইতিমধ্যে বড় হয়েছে । রাজ্যের বাইরে পা রেখেছে৷ একাধিক রাজ্যে লড়াইয়ের মধ্যে দিয়ে অত্যন্ত প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছে । তাই এবারের একুশে জুলাই অনেক বেশি গুরুত্বপূর্ণ ।

কীভাবে সমাবেশের আয়োজন করা হবে, তা স্থির করতে এদিন মেট্রোপলিটনের তৃণমূল ভবনে প্রস্তুতি বৈঠক করেন অভিষেক । তাতেই দলের নেতারা অংশ নেন । সেখানে অভিষেক জানিয়ে দেন, একুশের সমাবেশের জন্য 10 পয়সাও চাঁদা নেওয়া যাবে না । যদি কেউ দলের নির্দেশ অমান্য করে চাঁদা আদায় করেন, তবে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল । 24 ঘণ্টার মধ্যে করা হবে বহিষ্কার ।

Abhishek Banerjee Message to TMC Leaders before 21 July Rally
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

এদিন প্রস্তুতি বৈঠক শেষে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (AITC Leader Partha Chatterjee) এবং দলের জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায় সাংবাদিক বৈঠক করেন । সেখানে পার্থ চট্টোপাধ্যায় বলেন, আগামিকাল অর্থাৎ শনিবার থেকেই পুরোদস্তুর একুশে জুলাইয়ের প্রস্তুতি শুরু করবে দল । জেলায়-জেলায়, ব্লকে ব্লকে হবে প্রস্তুতি সভা । এবার একুশে জুলাইয়ের সমাবেশে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের বাসিন্দারা যাতে বেশি করে অংশ নিতে পারেন, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে । কারণ, ধর্মতলার সমাবেশে এসে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার ইচ্ছা থাকে উত্তরের নেতা-কর্মীদের ।

এদিন বৈঠক শেষে সোশ্যাল সাইটে আবার এই বৈঠক নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘21 শে জুলাইয়ের বীর শহীদদের আত্মত্যাগ আমাদের চিরস্মরণীয় । সকল তৃণমূল কংগ্রেসকর্মীর কাছে এই দিনটি অত্যন্ত আবেগের । গত দুই বছরের করোনা মহামারীর অধ্যায় কাটিয়ে উঠে এই বছর হতে চলা প্রকাশ্য জনসভার কর্মসূচিকে কেন্দ্র করে আমরা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ববর্গ আজ একটি সভায় উপনীত হয়েছিলাম । এই সভায় গৃহীত সিদ্ধান্ত যেন সকল অংশে সফল হয় এই কামনা করি ।’’

আরও পড়ুন : Santanu on Agnipath: জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস, ‘অগ্নিপথ’ প্রসঙ্গে কেন্দ্রকে নিশানা শান্তনু সেনের

কলকাতা, 17 জুন : দু'বছর পর একুশে জুলাই উদযাপন ফিরছে ধর্মতলায় । তার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (AITC Leader Abhishek Banerjee) স্পষ্ট নির্দেশ, দলের শহিদ দিবসের অনুষ্ঠানের নাম করে চাঁদা তোলা যাবে না । চাঁদা নেওয়ার অভিযোগ এলেই সরাসরি বহিষ্কার করা যাবে । কারণ, সারা দেশ তাকিয়ে তৃণমূল কংগ্রেসের 21 জুলাইয়ের সমাবেশের দিকে (AITC 21 July Programme) । আর তাতে দশ পয়সাও চাঁদার অভিযোগ প্রমাণিত হলে বহিষ্কার করা হবে ।

কোভিড কালে বিগত দুই বছর একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ প্রকাশ্যে করতে পারেনি তৃণমূল । দু'বছরই ভার্চুয়াল সমাবেশ হয়েছিল৷ কালীঘাট মিলন সংঘ থেকে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী । তৃণমূলের নেতা কর্মীদের মতে, সেই সভা ধর্মতলা সমাবেশের ছায়ামাত্র । লক্ষ মানুষের উপস্থিতিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্য রাখেন রাজপথে, তখন যে উত্তাপ, ভালোবাসা ও আবেগের ছবি ধরা পড়ে, তা ভার্চুয়ালে কোথায় !

আর তাই একুশে জুলাইয়ের সমাবেশ আবার ধর্মতলায় ফিরে আসার কথা এবার ঘোষণা করল তৃণমূল (Trinamool Congress) । মেট্রোপলিটনে মূল বৈঠকের আগেই সোশ্যাল সাইটে জানিয়ে দেওয়া হল একুশের কর্মসূচি ফিরছে ধর্মতলায় । ছাত্র-যুব তৃণমূলের নেতৃত্বেই এইবারও হবে সেই অনুষ্ঠান ।

প্রতি বছর 21 জুলাইয়ের সমাবেশ থেকে দলের গোটা বছরের কর্মসূচি ঠিক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় । কেন্দ্র-বিরোধী লড়াইয়ের অভিমুখ স্পষ্ট করে দেন । তাঁর দল ইতিমধ্যে বড় হয়েছে । রাজ্যের বাইরে পা রেখেছে৷ একাধিক রাজ্যে লড়াইয়ের মধ্যে দিয়ে অত্যন্ত প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছে । তাই এবারের একুশে জুলাই অনেক বেশি গুরুত্বপূর্ণ ।

কীভাবে সমাবেশের আয়োজন করা হবে, তা স্থির করতে এদিন মেট্রোপলিটনের তৃণমূল ভবনে প্রস্তুতি বৈঠক করেন অভিষেক । তাতেই দলের নেতারা অংশ নেন । সেখানে অভিষেক জানিয়ে দেন, একুশের সমাবেশের জন্য 10 পয়সাও চাঁদা নেওয়া যাবে না । যদি কেউ দলের নির্দেশ অমান্য করে চাঁদা আদায় করেন, তবে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল । 24 ঘণ্টার মধ্যে করা হবে বহিষ্কার ।

Abhishek Banerjee Message to TMC Leaders before 21 July Rally
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

এদিন প্রস্তুতি বৈঠক শেষে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (AITC Leader Partha Chatterjee) এবং দলের জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায় সাংবাদিক বৈঠক করেন । সেখানে পার্থ চট্টোপাধ্যায় বলেন, আগামিকাল অর্থাৎ শনিবার থেকেই পুরোদস্তুর একুশে জুলাইয়ের প্রস্তুতি শুরু করবে দল । জেলায়-জেলায়, ব্লকে ব্লকে হবে প্রস্তুতি সভা । এবার একুশে জুলাইয়ের সমাবেশে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের বাসিন্দারা যাতে বেশি করে অংশ নিতে পারেন, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে । কারণ, ধর্মতলার সমাবেশে এসে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার ইচ্ছা থাকে উত্তরের নেতা-কর্মীদের ।

এদিন বৈঠক শেষে সোশ্যাল সাইটে আবার এই বৈঠক নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘21 শে জুলাইয়ের বীর শহীদদের আত্মত্যাগ আমাদের চিরস্মরণীয় । সকল তৃণমূল কংগ্রেসকর্মীর কাছে এই দিনটি অত্যন্ত আবেগের । গত দুই বছরের করোনা মহামারীর অধ্যায় কাটিয়ে উঠে এই বছর হতে চলা প্রকাশ্য জনসভার কর্মসূচিকে কেন্দ্র করে আমরা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ববর্গ আজ একটি সভায় উপনীত হয়েছিলাম । এই সভায় গৃহীত সিদ্ধান্ত যেন সকল অংশে সফল হয় এই কামনা করি ।’’

আরও পড়ুন : Santanu on Agnipath: জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস, ‘অগ্নিপথ’ প্রসঙ্গে কেন্দ্রকে নিশানা শান্তনু সেনের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.