কলকাতা, 15 অক্টোবর: দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চোখের চিকিৎসা করাতে আমেরিকায় গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Eye Operation) ৷ যা নিয়ে সোশাল মিডিয়ায় মিম তৈরি হয়েছে ৷ ব্যঙ্গ করে বলা হচ্ছে, স্বাস্থ্যসাথীর প্রকল্পে মার্কিন মুলুকে চোখের চিকিৎসা করাতে গিয়েছেন অভিষেক ৷ এবার সেই ব্যঙ্গের পালটা জবাব দিলেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ অভিষেকের ক্ষতিগ্রস্ত চোখে ছবি দিয়ে সমালোচকদের ‘অমানবিক’ বলে বিঁধলেন তিনি (Kunal Ghosh Criticise Memers As Inhuman) ৷
টুইটারে অভিষেকের ক্ষতিগ্রস্ত বাঁ-চোখের ছবি পোস্ট করে কুণাল ঘোষ লেখেন, ‘‘যাঁরা অভিষেকের চোখের চিকিৎসা এবং অস্ত্রোপচার নিয়ে অমানবিকভাবে সমালোচনা করছিলেন, তাঁদের ওঁর চোখের অবস্থা দেখা উচিত ৷ অভিষেকের এই চোখটি দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ৷ সম্প্রতি তাঁর অস্ত্রোপচার হয়েছে এবং তিনি পর্যবেক্ষণে রয়েছেন (Abhishek Banerjee is Under Doctors Observation) ৷ আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করি ৷’’ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও ভাইপো অভিষেকের চোখের অস্ত্রোপচার নিয়ে খোঁজ খবর নিয়েছেন ৷
আরও পড়ুন: আমেরিকায় অপারেশন হল অভিষেকের, ভাইপোর চোখ নিয়ে উদ্বিগ্ন মমতা
-
Those inhuman elements, who criticize @abhishekaitc even on his eye treatment and operation, must see today's condition of his eye, which was deeply damaged in an accident.
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
He had an operation, now under observation. We all pray for his speedy recovery and normalcy of eyes. pic.twitter.com/EoqiBfNdg0
">Those inhuman elements, who criticize @abhishekaitc even on his eye treatment and operation, must see today's condition of his eye, which was deeply damaged in an accident.
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 15, 2022
He had an operation, now under observation. We all pray for his speedy recovery and normalcy of eyes. pic.twitter.com/EoqiBfNdg0Those inhuman elements, who criticize @abhishekaitc even on his eye treatment and operation, must see today's condition of his eye, which was deeply damaged in an accident.
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 15, 2022
He had an operation, now under observation. We all pray for his speedy recovery and normalcy of eyes. pic.twitter.com/EoqiBfNdg0
প্রসঙ্গত, 2016 সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদে এক দলীয় কর্মিসভা থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন অভিষেক ৷ সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি দুধের গাড়িতে আচমকাই ধাক্কা মেরে উল্টে যায় অভিষেকের গাড়ি ৷ দুমড়ে যাওয়া গাড়ি থেকে অভিষেককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছিল সেদিন ৷ সেই দুর্ঘটনাতেই সাংসদের বাঁ চোখের নীচের হাড় ভেঙে যায় ৷ এর পর থেকে তিনি দীর্ঘ দিন ওই চোখ নিয়ে সমস্যায় ভুগছেন ৷ কখনও সিঙ্গাপুরের হাসপাতাল তো কখনও দুবাই ৷ একাধিক অস্ত্রোপচার করতে হয় চোখের নিচের হাড় জুড়তেও ৷ তাঁর ঘনিষ্ঠ সূত্রের খবর, এর আগেও একাধিক বার অভিষেকের ওই চোখে অস্ত্রোপচার হয়েছে।