ETV Bharat / city

যানবাহন পরিষেবা স্বাভাবিক নয়, কর্মচারীরা অফিসে আসবে কীভাবে ? প্রশ্ন আবদুল মান্নানের - আব্দুল মান্নান

আজ থেকে খুলেছে সরকারি অফিস । তবে যানবাহন পরিষেবা এখনও স্বাভাবিক না হওয়ায় কীভাবে কর্মচারীরা অফিস পৌঁছাবেন তা নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকারের সমালোচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান।

ছবি
ছবি
author img

By

Published : Jun 8, 2020, 10:43 AM IST

কলকাতা, 8 জুন : সরকারি অফিসগুলি খুলেছে ৷ কর্মীদের অফিস যাওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার ৷ কিন্তু, এখনও বন্ধ ট্রেন ৷ বাস-ট্যাক্সিও কম চলছে ৷ এই পরিস্থিতিতে কর্মীরা কীভাবে অফিসে পৌঁছবেন, তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান।

তিনি বলেন, "আমার অবাক লাগল, রাজ্যের মন্ত্রীরা কোন জগত থেকে এসেছেন ? তাঁরা কি জানেন না , কলকাতার সব সরকারি এবং বেসরকারি অফিসে যাঁরা হাজিরা দেন তাঁদের শতকরা 80 জন গ্রামাঞ্চল ও মফ:স্বল থেকে আসেন ? আসানসোল, কৃষ্ণনগর, গোঘাট, মেদিনীপুর, এবং কাকদ্বীপ থেকে বিভিন্ন অফিসের কর্মচারীরা আসেন । ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ । সরকারি এবং বেসরকারি বাস পরিষেবা পর্যাপ্ত না থাকলে কর্মচারীরা অফিসে আসবেন কীভাবে ? সবাই কীভাবে অফিস করবেন? সবার তো গাড়ি নেই । জনগণ এবং ভগবানের আশীর্বাদে বর্তমান শাসকদলের সকলেরই যা সম্পত্তি, তাতে কয়েক পুরুষ ধরে বসে খেতে পারবেন । যাঁরা ট্রেনে বাসে চড়েন না কোনওদিন , তাঁরা নিত্যযাত্রীদের যন্ত্রণার কথা বুঝবেন না। এইসব নেতাদের কথা ভাবতেও লজ্জা লাগে। যাঁরা জনগণের কথা বোঝেন না। এটা আমাদের দুর্ভাগ্য।"


আজ সপ্তাহের শুরুর দিন। কীভাবে কর্মচারীরা অফিস যাবে তা নিয়ে উদ্বিগ্ন রাজ্যের বিরোধী দলনেতা । মুখ্যমন্ত্রীর কাছে বিকল্প পরিবহনের আবেদন জানিয়েছেন তিনি । যাঁরা আসতে পারবেন না শহরে, তাঁদের জন্য সরকারের আরও বেশি মানবিক হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।

কলকাতা, 8 জুন : সরকারি অফিসগুলি খুলেছে ৷ কর্মীদের অফিস যাওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার ৷ কিন্তু, এখনও বন্ধ ট্রেন ৷ বাস-ট্যাক্সিও কম চলছে ৷ এই পরিস্থিতিতে কর্মীরা কীভাবে অফিসে পৌঁছবেন, তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান।

তিনি বলেন, "আমার অবাক লাগল, রাজ্যের মন্ত্রীরা কোন জগত থেকে এসেছেন ? তাঁরা কি জানেন না , কলকাতার সব সরকারি এবং বেসরকারি অফিসে যাঁরা হাজিরা দেন তাঁদের শতকরা 80 জন গ্রামাঞ্চল ও মফ:স্বল থেকে আসেন ? আসানসোল, কৃষ্ণনগর, গোঘাট, মেদিনীপুর, এবং কাকদ্বীপ থেকে বিভিন্ন অফিসের কর্মচারীরা আসেন । ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ । সরকারি এবং বেসরকারি বাস পরিষেবা পর্যাপ্ত না থাকলে কর্মচারীরা অফিসে আসবেন কীভাবে ? সবাই কীভাবে অফিস করবেন? সবার তো গাড়ি নেই । জনগণ এবং ভগবানের আশীর্বাদে বর্তমান শাসকদলের সকলেরই যা সম্পত্তি, তাতে কয়েক পুরুষ ধরে বসে খেতে পারবেন । যাঁরা ট্রেনে বাসে চড়েন না কোনওদিন , তাঁরা নিত্যযাত্রীদের যন্ত্রণার কথা বুঝবেন না। এইসব নেতাদের কথা ভাবতেও লজ্জা লাগে। যাঁরা জনগণের কথা বোঝেন না। এটা আমাদের দুর্ভাগ্য।"


আজ সপ্তাহের শুরুর দিন। কীভাবে কর্মচারীরা অফিস যাবে তা নিয়ে উদ্বিগ্ন রাজ্যের বিরোধী দলনেতা । মুখ্যমন্ত্রীর কাছে বিকল্প পরিবহনের আবেদন জানিয়েছেন তিনি । যাঁরা আসতে পারবেন না শহরে, তাঁদের জন্য সরকারের আরও বেশি মানবিক হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.