ETV Bharat / city

কলকাতায় সফট ড্রিঙ্কে মাদক মিশিয়ে যুবতির শ্লীলতাহানির অভিযোগ - Kolkata police

যুবতির সফট ড্রিঙ্কে মাদক মিশিয়ে শ্লীলতাহানির অভিযোগ । তালতলা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবতি । কলকাতার কোয়েস্ট মলের কাছে ব্রাইট স্ট্রিটে ঘটেছে ঘটনাটি । ইতিমধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । বাকিদের খোঁজ চালাচ্ছে ।

physical harassment
শ্লীলতাহানির অভিযোগ
author img

By

Published : Dec 15, 2019, 5:05 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর : সফট ড্রিঙ্কে মাদক মিশিয়ে বেহুঁশ করে যুবতির শ্লীলতাহানির অভিযোগ তিলজলা এলাকায় ৷ শ্লীলতাহানির অভিযোগ কয়েকজনের বিরুদ্ধে । ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত । তাকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল তালতলা থানায় আসেন ওই যুবতি (21) । তাঁর অভিযোগ, শুক্রবার রাত আটটা নাগাদ নাভেদ আলম নামে এক যুবক তাঁকে সফট ড্রিঙ্ক পান করতে দেন । নাভেদকে আগে থেকেই চিনতেন তিনি । জানতেন না ওই ড্রিঙ্কে মাদক জাতীয় ওষুধ মেশানো আছে । তিনি ওই পানীয় পান করার পর অচৈতন্য হয়ে যান । তখন তাঁকে নাভেদ এবং তার দুই বন্ধু কোয়েস্ট মলের কাছে ব্রাইট স্ট্রিটে একটি ঘরে নিয়ে যায় । তখন তিনি সম্পূর্ণ অচৈতন্য হয়ে পড়েন । সেই অবস্থায় রাত সাড়ে বারোটা পর্যন্ত তাঁর উপর অত্যাচার চালায় অভিযুক্তরা ।

তালতলা থানা এলাকার ঘটনা না হলেও পুলিশ যুবতির অভিযোগ নিয়ে নেয় । পরে তা পাঠিয়ে দেওয়া হয় কড়েয়া থানায় । অভিযোগ পাওয়ার পরেই পার্কস্ট্রিট থানা এলাকার বেডফোর্ড লেন থেকে নাভেদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ওই যুবতির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । নাভেদকে জিজ্ঞাসাবাদ করে বাকি দু'জনের খোঁজ চালানো হচ্ছে ।

কলকাতা, 15 ডিসেম্বর : সফট ড্রিঙ্কে মাদক মিশিয়ে বেহুঁশ করে যুবতির শ্লীলতাহানির অভিযোগ তিলজলা এলাকায় ৷ শ্লীলতাহানির অভিযোগ কয়েকজনের বিরুদ্ধে । ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত । তাকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল তালতলা থানায় আসেন ওই যুবতি (21) । তাঁর অভিযোগ, শুক্রবার রাত আটটা নাগাদ নাভেদ আলম নামে এক যুবক তাঁকে সফট ড্রিঙ্ক পান করতে দেন । নাভেদকে আগে থেকেই চিনতেন তিনি । জানতেন না ওই ড্রিঙ্কে মাদক জাতীয় ওষুধ মেশানো আছে । তিনি ওই পানীয় পান করার পর অচৈতন্য হয়ে যান । তখন তাঁকে নাভেদ এবং তার দুই বন্ধু কোয়েস্ট মলের কাছে ব্রাইট স্ট্রিটে একটি ঘরে নিয়ে যায় । তখন তিনি সম্পূর্ণ অচৈতন্য হয়ে পড়েন । সেই অবস্থায় রাত সাড়ে বারোটা পর্যন্ত তাঁর উপর অত্যাচার চালায় অভিযুক্তরা ।

তালতলা থানা এলাকার ঘটনা না হলেও পুলিশ যুবতির অভিযোগ নিয়ে নেয় । পরে তা পাঠিয়ে দেওয়া হয় কড়েয়া থানায় । অভিযোগ পাওয়ার পরেই পার্কস্ট্রিট থানা এলাকার বেডফোর্ড লেন থেকে নাভেদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ওই যুবতির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । নাভেদকে জিজ্ঞাসাবাদ করে বাকি দু'জনের খোঁজ চালানো হচ্ছে ।

Intro:কলকাতা, 15 ডিসেম্বর: ফের শ্লীলতাহানির অভিযোগ কলকাতায়। এবার তিলজলা এলাকায়। এক যুবতীকে মাজা নামে সফট ড্রিংকের সঙ্গে মাদক মিশিয়ে বেহুশ করে কয়েকজন মিলে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের খোঁজ নেওয়া হচ্ছে।



Body:পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল তালতলা থানায় আসেন এক যুবতী। বয়স 21 বছর। জানান, শুক্রবার রাত আটটা নাগাদ ওই যুবতীকে নাভদ আলম নামে এক যুবক মাজা খেতে দেয়। তিনি জানতেন না ওইসব ট্রেনকে মেশানো আছে মাদক জাতীয় ওষুধ। তিনি পান করার পর অনেকটাই অচৈতন্য হয়ে যান। তখন তাকে নাভেদ এবং তার দুই বন্ধু কোয়েস্ট মলের কাছে ব্রাইট স্ট্রিটে একটি ঘরে নিয়ে যায়। তখন তিনি সম্পূর্ণ অচৈতন্য হয়ে পড়েন। সেই অবস্থায় রাত সাড়ে বারোটা পর্যন্ত তার ওপর অত্যাচার চলে। তালতলা থানা এলাকার ঘটনা হলেও পুলিশ যুবতীর অভিযোগ নিয়ে নেয়। পরে তা পাঠিয়ে দেওয়া হয় কড়েয়া থানায়। অভিযোগ পাওয়ার পরেই সক্রিয় হয়ে যায় পুলিশ। পার্ক স্ট্রিট থানা এলাকার বেডফোর্ড লেন থেকে গ্রেপ্তার করা হয়েছে নাভেদ আলম নামে ওই যুবককে।



Conclusion:পুলিশ সূত্রে খবর, ওই যুবতীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। নাভেদকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুজনের খোঁজ চালানো হচ্ছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.