ETV Bharat / city

নিমতিতা বিস্ফোরণে সিবিআই তদন্ত চাইছেন খোদ তৃণমূলের কোর কমিটির সদস্য - নিমতিতা বিস্ফোরণ

সুনীল সরকার তৃণমূলের কোর কমিটির সদস্য । পাশাপাশি তিনি মন্ত্রী জাকির হোসেনেরও পরিচিত । তাঁর দাবি, ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক ।

নিমতিতার ঘটনায় সিবিআই তদন্ত চাইছেন সুনীল সরকার
নিমতিতার ঘটনায় সিবিআই তদন্ত চাইছেন সুনীল সরকার
author img

By

Published : Feb 20, 2021, 7:11 AM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি: নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি । এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল, বৃহস্পতিবার মন্তব্য করেছেন যে, এই ঘটনায় রাজ্য সরকার চাইলে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিক । এই পরিস্থিতিতে ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কথা বললেন তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য সুনীল সরকার ।

নিমতিতার ঘটনা নিয়ে ইতিমধ্যে শাসকদল ও বিরোধীদের মধ্যে তরজা শুরু হয়েছে । একদিকে ঘটনার পিছনে ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরেছেন খোদ মুখ্যমন্ত্রী । অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাজ্য চাইলে সিবিআইকে এই ঘটনার তদন্তের দায়িত্ব দিতে পারে । সিআইডি-র হাতে তদন্তভার আগেই তুলে দিয়েছে রাজ্য সরকার । তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অংশ মনে করছে যে, সিআইডির উপর মুখ্যমন্ত্রীর আস্থা রয়েছে । এই পরিস্থিতিতে খোদ তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য সুনীল সরকার ঘটনার সিবিআই তদন্তের দাবি করলেন । মন্ত্রী জাকির হোসেনের পরিচিত সুনীল সরকার ফেডারেশন অফ অল ইন্ডিয়া হিন্দুস্তান কনস্ট্রাকশন ওয়ার্কার্স ইউনিয়ন-এর সাধারণ সম্পাদক । তিনি বলেন, "সিআইডি তদন্ত করছে । এই ঘটনায় সিবিআই তদন্ত হওয়া উচিত । জাকির হোসেন একজন সৎ মানুষ । তাঁর উপর যেভাবে আক্রমণ হয়েছে, আশা করি দোষীদের ধরা পড়া উচিত । এই ঘটনায় রেলের অপদার্থতা আমরা স্পষ্ট দেখতে পেলাম ।"

বিস্ফোরণে জখম মন্ত্রী সহ 14 জনের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে । তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা সংকটজনক । তবে মন্ত্রী-সহ বাকিদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে । এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, ট্রমা কেয়ার সেন্টার থেকে মন্ত্রীকে শীঘ্রই উডবার্ন ব্লকে স্থানান্তর করা হবে ।

আরও পড়ুন : অন্তর্দ্বন্দ্ব না ষড়যন্ত্র ? নিমতিতা-বিস্ফোরণে চড়ছে রাজনৈতিক পারদ

এদিকে বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি । গতকাল দুপুরে সিআইডির তদন্তকারীরা এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার যান । বিস্ফোরণে জখমদের সঙ্গে তাঁরা কথা বলেছেন । যদিও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসাধীন কারও কাছে তদন্তকারীদের যাওয়ার অনুমতি দেওয়া হয়নি । হাসপাতাল সূত্রে খবর, গতকাল দুপুরে সিআইডির তদন্তকারীরা মন্ত্রী জাকির হোসেনের আত্মীয়-পরিজনদের সঙ্গে কথা বলেছেন ।

নিমতিতার ঘটনায় সিবিআই তদন্ত চাইছেন সুনীল সরকার

কলকাতা, 19 ফেব্রুয়ারি: নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি । এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল, বৃহস্পতিবার মন্তব্য করেছেন যে, এই ঘটনায় রাজ্য সরকার চাইলে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিক । এই পরিস্থিতিতে ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কথা বললেন তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য সুনীল সরকার ।

নিমতিতার ঘটনা নিয়ে ইতিমধ্যে শাসকদল ও বিরোধীদের মধ্যে তরজা শুরু হয়েছে । একদিকে ঘটনার পিছনে ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরেছেন খোদ মুখ্যমন্ত্রী । অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাজ্য চাইলে সিবিআইকে এই ঘটনার তদন্তের দায়িত্ব দিতে পারে । সিআইডি-র হাতে তদন্তভার আগেই তুলে দিয়েছে রাজ্য সরকার । তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অংশ মনে করছে যে, সিআইডির উপর মুখ্যমন্ত্রীর আস্থা রয়েছে । এই পরিস্থিতিতে খোদ তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য সুনীল সরকার ঘটনার সিবিআই তদন্তের দাবি করলেন । মন্ত্রী জাকির হোসেনের পরিচিত সুনীল সরকার ফেডারেশন অফ অল ইন্ডিয়া হিন্দুস্তান কনস্ট্রাকশন ওয়ার্কার্স ইউনিয়ন-এর সাধারণ সম্পাদক । তিনি বলেন, "সিআইডি তদন্ত করছে । এই ঘটনায় সিবিআই তদন্ত হওয়া উচিত । জাকির হোসেন একজন সৎ মানুষ । তাঁর উপর যেভাবে আক্রমণ হয়েছে, আশা করি দোষীদের ধরা পড়া উচিত । এই ঘটনায় রেলের অপদার্থতা আমরা স্পষ্ট দেখতে পেলাম ।"

বিস্ফোরণে জখম মন্ত্রী সহ 14 জনের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে । তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা সংকটজনক । তবে মন্ত্রী-সহ বাকিদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে । এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, ট্রমা কেয়ার সেন্টার থেকে মন্ত্রীকে শীঘ্রই উডবার্ন ব্লকে স্থানান্তর করা হবে ।

আরও পড়ুন : অন্তর্দ্বন্দ্ব না ষড়যন্ত্র ? নিমতিতা-বিস্ফোরণে চড়ছে রাজনৈতিক পারদ

এদিকে বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি । গতকাল দুপুরে সিআইডির তদন্তকারীরা এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার যান । বিস্ফোরণে জখমদের সঙ্গে তাঁরা কথা বলেছেন । যদিও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসাধীন কারও কাছে তদন্তকারীদের যাওয়ার অনুমতি দেওয়া হয়নি । হাসপাতাল সূত্রে খবর, গতকাল দুপুরে সিআইডির তদন্তকারীরা মন্ত্রী জাকির হোসেনের আত্মীয়-পরিজনদের সঙ্গে কথা বলেছেন ।

নিমতিতার ঘটনায় সিবিআই তদন্ত চাইছেন সুনীল সরকার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.