কলকাতা,২৯ মার্চ: পথেই থাকেন তাঁরা । পথেতেই দিনযাপন । খিদের সময় খাবার পেলে পথেই বসে খাওয়া । লকডাউনে সবচেয়ে অসুবিধায় পড়েছেন এইসব গরীব মানুষেরা । ভিক্ষা করে দুবেলা দুুমুঠো আহার জোগার করেন পথে থাকা মানুাষেরা । কিন্তু এখন লকডাউনের সময় তাঁদের ভিক্ষে দেবে কে? অতএব খিদে পেটে নিয়েই বেঁচে থাকা ।
একদল বিবেকবান মানুষ এগিয়ে এলেন তাঁদের সাহায্য করতে । বেহালা ঠাকুরপুকুর এলাকার রাস্তায় বাস করা মানুষ ও পথকুকুরদের খাবার দেবার ব্যবস্থা করল একদল বন্ধু। রাস্তায় থাকা মানুষদের হাত প্রথমে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করিয়ে দিলেন এঁরা ।
আর তারপরে খাবার দিলেন এইসব পথবাসী মানুষদের । সঙ্গে জলও দেন। আবার একটু দূরে পথের কুকুরদেরও খাবার দিলেন । লকডাউনের সময় এভাবে কাজ করতে পেরে খুব খুশি একদল তরতাজা যুবক ।