ETV Bharat / city

"কার পাশ থেকে গোল মারব ?" সৌম্যর মৃত্যুতে কাঁদছে বন্ধুরা - boy drowned in Pond

পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হল এক যুবকের । নাম সৌম্য দাস । বাড়ি পর্ণশ্রী ।

সৌম্য দাস
author img

By

Published : Jun 2, 2019, 4:25 AM IST

কলকাতা, 2 জুন : ভালো ফুটবল খেলত সৌম্য । সময় পেলেই বন্ধুদের সঙ্গে নেমে পড়ত মাঠে । ডিফেন্স চেরা থ্রু গুলো প্রতিপক্ষের বুকে কাঁপুনি ধরানোর জন্য যথেষ্ট । গোল করাতেই বেশি ভালোবাসত । এমন বন্ধুকে বাঁচাতে দেবজ্যোতিরা সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিল । পারল কই ? বন্ধুর নিথর শরীরটার দিকে তাকিয়ে ওরা আজ কাঁদছে ।

বেহালার পর্ণশ্রীর অরবিন্দপল্লির আজ মন খারাপ । মুহূর্তের ভুলে ছটফটে ছেলেটা চলে গেছে যে ! বন্ধুদের সঙ্গে মাঠে নেমে দাপিয়ে ফুটবল খেলেছিল । তারপর বাংলার পাড়ায় পাড়ায় সেই চেনা ছবি । পুকুরে স্নান করতে নামা । বন্ধুদের সঙ্গে জলকেলি । এবং সাঁতার । সেরকম একটা সাঁতার জানত না । তাও নেমেছিল জলে । হাতড়াতে হাতড়াতে গেছিল অনেকটা দূর । ফিরে আসতে পারেনি । সৌম্যকে বাঁচাতে বন্ধুরা প্রাণপণ চেষ্টা করেছিল । পারেনি । পরে উদ্ধার হয় তার নিথর দেহ ।

সৌম্য দাসের বন্ধু দেবজ্যোতির বক্তব্য

ছোটো থেকে সৌম্য দাসের সঙ্গে খেলেই বড় হয়েছে দেবজ্যোতি ভান্ডারী । গতকালও খেলা শেষে স্নান করতে নেমেছিল একসঙ্গে । বাঁচার তাগিদে দেবজ্যোতিকেই জাপটে ধরেছিল সৌম্য । দেবজ্যোতির কথায়, "ও সাঁতার খুব একটা জানত না । তাও অনেকদূর চলে গেছিল । ফিরতে বলছিলাম । হাঁপিয়ে যায় । প্রায় ডুবে যাচ্ছিল । আমাকে জাপটে ধরে । আমিও ডুবে যাচ্ছিলাম । তাড়াতাড়ি ঘাটে আসার চেষ্টা করি । ওর দিকে গামছা ছুড়ে দিই । তখন সব শেষ ।" সৌম্যর এই অবস্থা শুনে ছুটে আসে আরও বন্ধু-বান্ধব । কাঁদতে কাঁদতে তারাও বলছে, "আর কার পাশ থেকে গোল মারব ?"

পরে স্থানীয়রা জলে নেমে সৌম্যকে উদ্ধার করে । বিদ্যাসাগর হাসপাতালেও নিয়ে যাওয়া হয় । চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

কলকাতা, 2 জুন : ভালো ফুটবল খেলত সৌম্য । সময় পেলেই বন্ধুদের সঙ্গে নেমে পড়ত মাঠে । ডিফেন্স চেরা থ্রু গুলো প্রতিপক্ষের বুকে কাঁপুনি ধরানোর জন্য যথেষ্ট । গোল করাতেই বেশি ভালোবাসত । এমন বন্ধুকে বাঁচাতে দেবজ্যোতিরা সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিল । পারল কই ? বন্ধুর নিথর শরীরটার দিকে তাকিয়ে ওরা আজ কাঁদছে ।

বেহালার পর্ণশ্রীর অরবিন্দপল্লির আজ মন খারাপ । মুহূর্তের ভুলে ছটফটে ছেলেটা চলে গেছে যে ! বন্ধুদের সঙ্গে মাঠে নেমে দাপিয়ে ফুটবল খেলেছিল । তারপর বাংলার পাড়ায় পাড়ায় সেই চেনা ছবি । পুকুরে স্নান করতে নামা । বন্ধুদের সঙ্গে জলকেলি । এবং সাঁতার । সেরকম একটা সাঁতার জানত না । তাও নেমেছিল জলে । হাতড়াতে হাতড়াতে গেছিল অনেকটা দূর । ফিরে আসতে পারেনি । সৌম্যকে বাঁচাতে বন্ধুরা প্রাণপণ চেষ্টা করেছিল । পারেনি । পরে উদ্ধার হয় তার নিথর দেহ ।

সৌম্য দাসের বন্ধু দেবজ্যোতির বক্তব্য

ছোটো থেকে সৌম্য দাসের সঙ্গে খেলেই বড় হয়েছে দেবজ্যোতি ভান্ডারী । গতকালও খেলা শেষে স্নান করতে নেমেছিল একসঙ্গে । বাঁচার তাগিদে দেবজ্যোতিকেই জাপটে ধরেছিল সৌম্য । দেবজ্যোতির কথায়, "ও সাঁতার খুব একটা জানত না । তাও অনেকদূর চলে গেছিল । ফিরতে বলছিলাম । হাঁপিয়ে যায় । প্রায় ডুবে যাচ্ছিল । আমাকে জাপটে ধরে । আমিও ডুবে যাচ্ছিলাম । তাড়াতাড়ি ঘাটে আসার চেষ্টা করি । ওর দিকে গামছা ছুড়ে দিই । তখন সব শেষ ।" সৌম্যর এই অবস্থা শুনে ছুটে আসে আরও বন্ধু-বান্ধব । কাঁদতে কাঁদতে তারাও বলছে, "আর কার পাশ থেকে গোল মারব ?"

পরে স্থানীয়রা জলে নেমে সৌম্যকে উদ্ধার করে । বিদ্যাসাগর হাসপাতালেও নিয়ে যাওয়া হয় । চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

Intro:কলকাতা, ১ মে: ভালো ফুটবল খেলত সৌম্য। সময় পেলেই বন্ধুদের সঙ্গে নেমে পড়তে মাঠে। তারপর ডজ, ড্রিবলের খেলা। চেষ্টা চালাত ডিফেন্স চেরা পাশ বাড়াতে। গোল করতে নয়, করাতে বেশি ভালোবাসো বছর আঠেরোর ছেলেটা। এমন বন্ধুকে বাঁচাতে দেবজ্যোতিরা সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিলেন। পারলেন কই! বন্ধুর নিকট শরীরটার দিকে তাকিয়ে তাই আজ পর্ণশ্রী দেখল ফুঁপিয়ে ওঠা কান্নার রোল।
Body:বেহালার পর্ণশ্রীর অরবিন্দ পল্লির আজ মন খারাপ। ছটফটে ছেলেটা চলে গিয়েছে যে! বন্ধুদের সঙ্গে মাঠে নেমে দাপিয়ে ফুটবল খেলেছিল। তারপর বাংলার পাড়ায় পাড়ায় সেই চেনা ছবি। পুকুরে স্নান করতে নামা। বন্ধুদের সঙ্গে হুটোপুটি। জল ছড়াছুড়ি খেলা। এবং সাঁতার। তখন কেউ ভাবতে পারেনি এমনটাও হতে পারে। গভীর পুকুরে সাঁতার কাটতে কাটতে অনেকটা চলে গিয়েছিল সৌম্য। তখন পাশে ছিল শুধুই দেবজ্যোতি। ডুবে যাওয়ার আগের মূহুর্তে আঁকড়ে ধরতে চেয়েছিলেন বন্ধুকে। প্রাণ বাঁচাতে বন্ধু কোনও ভাবে পাড়ে চলে আসেন। ছুঁড়ে দেন গামছা। না কাজ হয়নি। তারপর সকলে মিলে সৌম্যকে উদ্ধারের মরিয়া চেষ্টা। Conclusion:না, কোনও লাভ হয়নি। বাঁচানো যায়নি সৌম্য দাসকে। মাত্র 15 মিনিটেই সব শেষ। স্থানীয় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বটে। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তারপর থেকেই পর্ণশ্রীর বড় মন খারাপ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.