কলকাতা, 2 জুন : ভালো ফুটবল খেলত সৌম্য । সময় পেলেই বন্ধুদের সঙ্গে নেমে পড়ত মাঠে । ডিফেন্স চেরা থ্রু গুলো প্রতিপক্ষের বুকে কাঁপুনি ধরানোর জন্য যথেষ্ট । গোল করাতেই বেশি ভালোবাসত । এমন বন্ধুকে বাঁচাতে দেবজ্যোতিরা সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিল । পারল কই ? বন্ধুর নিথর শরীরটার দিকে তাকিয়ে ওরা আজ কাঁদছে ।
বেহালার পর্ণশ্রীর অরবিন্দপল্লির আজ মন খারাপ । মুহূর্তের ভুলে ছটফটে ছেলেটা চলে গেছে যে ! বন্ধুদের সঙ্গে মাঠে নেমে দাপিয়ে ফুটবল খেলেছিল । তারপর বাংলার পাড়ায় পাড়ায় সেই চেনা ছবি । পুকুরে স্নান করতে নামা । বন্ধুদের সঙ্গে জলকেলি । এবং সাঁতার । সেরকম একটা সাঁতার জানত না । তাও নেমেছিল জলে । হাতড়াতে হাতড়াতে গেছিল অনেকটা দূর । ফিরে আসতে পারেনি । সৌম্যকে বাঁচাতে বন্ধুরা প্রাণপণ চেষ্টা করেছিল । পারেনি । পরে উদ্ধার হয় তার নিথর দেহ ।
ছোটো থেকে সৌম্য দাসের সঙ্গে খেলেই বড় হয়েছে দেবজ্যোতি ভান্ডারী । গতকালও খেলা শেষে স্নান করতে নেমেছিল একসঙ্গে । বাঁচার তাগিদে দেবজ্যোতিকেই জাপটে ধরেছিল সৌম্য । দেবজ্যোতির কথায়, "ও সাঁতার খুব একটা জানত না । তাও অনেকদূর চলে গেছিল । ফিরতে বলছিলাম । হাঁপিয়ে যায় । প্রায় ডুবে যাচ্ছিল । আমাকে জাপটে ধরে । আমিও ডুবে যাচ্ছিলাম । তাড়াতাড়ি ঘাটে আসার চেষ্টা করি । ওর দিকে গামছা ছুড়ে দিই । তখন সব শেষ ।" সৌম্যর এই অবস্থা শুনে ছুটে আসে আরও বন্ধু-বান্ধব । কাঁদতে কাঁদতে তারাও বলছে, "আর কার পাশ থেকে গোল মারব ?"
পরে স্থানীয়রা জলে নেমে সৌম্যকে উদ্ধার করে । বিদ্যাসাগর হাসপাতালেও নিয়ে যাওয়া হয় । চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।