কলকাতা, 30 নভেম্বর : চারটি বেসরকারি হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল । ফলে সময়মতো চিকিৎসা না মেলায় নাবালকের মৃত্যুর অভিযোগ উঠল । SSKM হাসপাতালের ঘটনা । তবে এই ঘটনায় লিখিত কোনও অভিযোগ দায়ের করা হয়নি ।
পেটে ব্যথা হওয়ায় প্রথমে তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাজরার চিত্তরঞ্জন সেবাসদন এবং শিশুসদন হাসপাতালে। সেখানে তাকে ওষুধ দেওয়া হয় । গতকাল থেকে তার পেটে ব্যথা বেড়ে যায়। পরিজনদের অভিযোগ, কলকাতার চারটি বেসরকারি হাসপাতাল ঘুরেও ওই নাবালককে ভরতি করা সম্ভব হয়নি । অভিযোগ, কোনও হাসপাতাল থেকে বলা হয়েছে বেড নেই আবার কোনও হাসপাতাল থেকে বলা হয়েছে চিকিৎসক নেই । শেষ পর্যন্ত গতরাতে তাকে ভরতি করা হয় SSKM হাসপাতালে।
পরিজনরা জানিয়েছেন, সোমবার সকালে SSKM হাসপাতালে তার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল । কিন্তু তার আগেই ওই নাবালকের মৃত্যু হয় । পরিজনদের অভিযোগ, বেসরকারি ওই চারটি হাসপাতালে ঘুরে বেশ কয়েক ঘণ্টা সময় নষ্ট হয়ে গিয়েছিল । নাহলে তাকে বাঁচানো যেত ।
ফিরিয়ে দিয়েছে 4 হাসপাতাল, চিকিৎসায় বিলম্বের জেরে নাবালকের মৃত্যুর অভিযোগ
পেটে ব্যথা হওয়ায় প্রথমে তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাজরার চিত্তরঞ্জন সেবাসদন এবং শিশুসদন হাসপাতালে। সেখানে তাকে ওষুধ দেওয়া হয় । গতকাল থেকে তার পেটে ব্যথা বেড়ে যায়।
কলকাতা, 30 নভেম্বর : চারটি বেসরকারি হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল । ফলে সময়মতো চিকিৎসা না মেলায় নাবালকের মৃত্যুর অভিযোগ উঠল । SSKM হাসপাতালের ঘটনা । তবে এই ঘটনায় লিখিত কোনও অভিযোগ দায়ের করা হয়নি ।
পেটে ব্যথা হওয়ায় প্রথমে তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাজরার চিত্তরঞ্জন সেবাসদন এবং শিশুসদন হাসপাতালে। সেখানে তাকে ওষুধ দেওয়া হয় । গতকাল থেকে তার পেটে ব্যথা বেড়ে যায়। পরিজনদের অভিযোগ, কলকাতার চারটি বেসরকারি হাসপাতাল ঘুরেও ওই নাবালককে ভরতি করা সম্ভব হয়নি । অভিযোগ, কোনও হাসপাতাল থেকে বলা হয়েছে বেড নেই আবার কোনও হাসপাতাল থেকে বলা হয়েছে চিকিৎসক নেই । শেষ পর্যন্ত গতরাতে তাকে ভরতি করা হয় SSKM হাসপাতালে।
পরিজনরা জানিয়েছেন, সোমবার সকালে SSKM হাসপাতালে তার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল । কিন্তু তার আগেই ওই নাবালকের মৃত্যু হয় । পরিজনদের অভিযোগ, বেসরকারি ওই চারটি হাসপাতালে ঘুরে বেশ কয়েক ঘণ্টা সময় নষ্ট হয়ে গিয়েছিল । নাহলে তাকে বাঁচানো যেত ।