ETV Bharat / city

দমদমের হোমে যৌন নির্যাতন বালিকার, স্ত্রী সহ গ্রেফতার হোমের মালিক - শিশু নির্যাতন

বালিকাকে যৌন নির্যাতনের ঘটনা দমদমের হোমে । হোমের মালিক ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করল দমদম থানার পুলিশ । সঙ্কটজনক অবস্থায় বালিকাটির চিকিৎসা চলছে সরকারি হাসপাতালে ৷

দমদমের হোমে নির্যাতনের শিকার শিশু
দমদমের হোমে নির্যাতনের শিকার শিশু
author img

By

Published : Mar 23, 2021, 4:53 PM IST

কলকাতা, 22 মার্চ : শহরের বুকে আবারও বালিকার যৌন নির্যাতনের ঘটনা ঘটল । কাঠগড়ায় দমদমের একটি হোম । সেখানেই নির্যাতনের শিকার 9 বছর বয়সি এক বালিকা। সঙ্কটজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ৷ তাকে আইসিইউতে রাখা হয়েছে । ঘটনায় হোমের মালিক ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে দমদম থানার পুলিশ ।

দমদমের একটি হোমে শনিবার 9 বছর বয়সী এক বালিকা চরম নির্যাতনের শিকার হয় । নির্যাতিতার মাসি এবং মেসো ওই হোমে তাকে দেখতে গেলে ওই বালিকার শরীরের বিভিন্ন অংশে ক্ষত দেখতে পান । তারপর বালিকার সঙ্গে কথা বলে জানতে পারেন আসল ঘটনা ।

আরও পড়ুন :"ভারতীয় সংস্কৃতিতে খারাপ মহিলারাই ছেঁড়া জিনস পরে", বিজেপির মন্ত্রীর গলায় রাওয়াতের সুর

তার যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো, খুন্তি দিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ বালিকার মাসির । তিনি বলেন, "মাস চারেক ধরে বোনঝির উপর এই ধরনের নির্যাতন চালিয়েছে হোম কর্তৃপক্ষ । ওর মা-বাবা দু‘জনেই মারা গিয়েছেন । ক্যানিংয়ের তালদি এলাকায় আমার বাড়িতে ওরা দুই বোন থাকত । মাস চারেক আগে দু‘জনকেই দমদমের ওই হোমে রেখে আসি ৷’’

এই ঘটনা জানার পর, বালিকাটিকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । তারপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার তাকে নিয়ে আসা হয় কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে । হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বালিকাটির শারীরিক অবস্থা সঙ্কটজনক । আইসিইউতে তার চিকিৎসা চলছে ।

কলকাতা, 22 মার্চ : শহরের বুকে আবারও বালিকার যৌন নির্যাতনের ঘটনা ঘটল । কাঠগড়ায় দমদমের একটি হোম । সেখানেই নির্যাতনের শিকার 9 বছর বয়সি এক বালিকা। সঙ্কটজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ৷ তাকে আইসিইউতে রাখা হয়েছে । ঘটনায় হোমের মালিক ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে দমদম থানার পুলিশ ।

দমদমের একটি হোমে শনিবার 9 বছর বয়সী এক বালিকা চরম নির্যাতনের শিকার হয় । নির্যাতিতার মাসি এবং মেসো ওই হোমে তাকে দেখতে গেলে ওই বালিকার শরীরের বিভিন্ন অংশে ক্ষত দেখতে পান । তারপর বালিকার সঙ্গে কথা বলে জানতে পারেন আসল ঘটনা ।

আরও পড়ুন :"ভারতীয় সংস্কৃতিতে খারাপ মহিলারাই ছেঁড়া জিনস পরে", বিজেপির মন্ত্রীর গলায় রাওয়াতের সুর

তার যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো, খুন্তি দিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ বালিকার মাসির । তিনি বলেন, "মাস চারেক ধরে বোনঝির উপর এই ধরনের নির্যাতন চালিয়েছে হোম কর্তৃপক্ষ । ওর মা-বাবা দু‘জনেই মারা গিয়েছেন । ক্যানিংয়ের তালদি এলাকায় আমার বাড়িতে ওরা দুই বোন থাকত । মাস চারেক আগে দু‘জনকেই দমদমের ওই হোমে রেখে আসি ৷’’

এই ঘটনা জানার পর, বালিকাটিকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । তারপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার তাকে নিয়ে আসা হয় কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে । হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বালিকাটির শারীরিক অবস্থা সঙ্কটজনক । আইসিইউতে তার চিকিৎসা চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.