কলকাতা, 26 সেপ্টেম্বর : গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 748 জন ৷ মৃত্যু হয়েছে 9 জনের ৷ দু‘ক্ষেত্রেই সামান্য কমেছে সংখ্যাগুলি ৷
গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 748 জন ৷ গত শুক্র এবং শনিবার সংখ্যাটি ছিল যথাক্রমে 744 এবং 762 ৷ গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে করোনার সংক্রমণ সাতশোর ঘরেই রয়েছে ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 9 জনের ৷ শুক্র এবং শনিবার এই সংখ্যাটি ছিল যথাক্রমে 13 এবং 11 ৷
রবিবার পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 15 লাখ 66 হাজার 393 জন ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 730 জন ৷ সবমিলিয়ে করোনা থেকে সেরে উঠেছেন 15 লাখ 39 হাজার 974 জন ৷ বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা 7 হাজার 683 জন ৷ এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 18 হাজার 736 জনের ৷
এদিন 40 হাজার 117 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ আজ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 79 লাখ 98 হাজার 906 ৷ আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 4 লাখ 19 হাজার 443 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 1 লাখ 78 হাজার 406 জন ৷ সবমিলিয়ে রাজ্যে মোট 3 কোটি 94 লাখ 51 হাজার 214 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট 1 কোটি 60 লাখ 39 হাজার 807 জন ৷
জেলাগুলির মধ্যে গত 24 ঘণ্টায় কলকাতায় 1 জনের মৃত্যু হয়েছে এবং উত্তর 24 পরগনায় 2 জন মারা গিয়েছেন ৷
আগামী 30 সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন এবং সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে নির্বাচন রয়েছে ৷ তার মধ্যেই রাজ্যে দৈনিক করোনার সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে ৷ টানা পাঁচ-ছ'দিন ধরে সংক্রমণ 700-র ঘরেই থাকছে ৷ আজও সেরকমই থাকল ৷
আরও পড়ুন : Corona in India : ফের বাড়ল সক্রিয় আক্রান্তের সংখ্যা, মৃত্যু 260 জনের