ETV Bharat / city

KMC Election 2021 : ‘দিদি’র পাড়ায় অ্যাডভান্টেজ কাজরীর, উন্নয়ন প্রসঙ্গে খোঁচা বিরোধীদের - তৃণমূল প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্য়ায়

73 নম্বর ওয়ার্ডে জোর কদমে চলছে পৌর নির্বাচনের প্রচার (KMC Election 2021) ৷ জয় নিয়ে নিশ্চিত তৃণমূল প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্য়ায় (TMC Candidate Kajari Banerjee) ৷ উন্নয়ন ও প্রমোটাররাজ নিয়ে খোঁচা বিরোধী প্রার্থীদের ৷ মিশ্র প্রতিক্রিয়া এলাকাবাসীর ৷

73 number ward vote campaign for kmc election 2021
KMC Election 2021 : ‘দিদি’র পাড়ায় অ্যাডভান্টেজ কাজরীর, উন্নয়ন প্রসঙ্গে খোঁচা বিরোধীদের
author img

By

Published : Dec 8, 2021, 9:57 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর : আসন্ন কলকাতা পৌরনির্বাচনে (KMC Election 2021) নজর কেড়েছে শহরের 73 নম্বর ওয়ার্ড ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্য়ায়ের (TMC Candidate Kajari Banerjee) তৃণমূলের টিকিটে প্রার্থী হওয়া থেকে এলাকার প্রাক্তন কাউন্সিলর রতন মালাকারের (Ratan Malakar) নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ এবং পরে তা প্রত্যাহার, সব মিলিয়ে পৌরভোটের দামামা বাজতেই সরগরম 73 নম্বর ওয়ার্ড ৷

আরও পড়ুন : KMC election 2021 : দলীয় নির্দেশ অমান্য ; তনিমা, সচ্চিদানন্দকে বহিষ্কার করল শাসকদল

ওয়াকিবহাল মহলের অনুমান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের নিরিখে তৃণমূল প্রার্থী কাজরী অবশ্যই বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির ইন্দ্রজিৎ খটিক ৷ প্রচারে বেরিয়ে মানুষের কাছে এলাকার অনুন্নয়নের কথা তুলে ধরেছেন তিনি ৷ তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্য়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার এবং কলকাতা পৌরনিগমে তৃণমূলের বোর্ড গঠন হওয়ার পরও 73 নম্বর ওয়ার্ডের কোনও উন্নতিই হয়নি ৷ উন্নতি হয়েছে শুধুমাত্র বন্দ্যোপাধ্য়ায় পরিবারের ৷ প্রসঙ্গত, এলাকায় ইন্দ্রজিৎ পরিচিত মুখ ৷ স্বয়ং মমতাও তাঁকে চেনেন বলে শোনা যায় ৷ এহেন ইন্দ্রজিৎ ভোটের প্রচারে সরাসরি মুখ্যমন্ত্রীর পরিবারকেই কাঠগড়ায় তুলেছেন ৷

এলাকায় প্রমোটাররাজের অভিযোগ তুলে সরব হয়েছেন সিপিএম প্রার্থী মধুমিতা দাসও ৷ তাঁর দাবি, এই এলাকার সাধারণ বাসিন্দাদের কথা প্রশাসন ভাবে না ৷ বেকারত্ব-সহ নানা সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন তাঁরা ৷ অথচ, সেসবের সমাধান না করেই চলছে বস্তি উচ্ছেদ ৷ একের পর এক বস্তি হঠিয়ে বহুতল গড়ে তোলা হচ্ছে ৷ ভোটের প্রচারে বেরিয়ে এই বিষয়টিকেই সকলের সামনে তুলে ধরছেন মধুমিতা ৷

‘দিদি’র পাড়ায় অ্যাডভান্টেজ কাজরীর, উন্নয়ন প্রসঙ্গে খোঁচা বিরোধীদের

কিন্তু, যাঁকে নিয়ে এত আলোচনা সেই কাজরী বন্দ্যোপাধ্য়ায় কী বলছেন ? ভোটের ময়দানে বিরোধীদের উপস্থিতিই মানতেই চাননি তিনি ৷ কাজরীর বক্তব্য, তিনি এই এলাকারই মেয়ে ৷ এখানেই তাঁর বড় হওয়া ৷ পরে এলাকারই ছেলের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন ৷ এলাকার মানুষ তাঁকে ভালবাসেন ৷ তাই জয়ের বিষয়ে 100 শতাংশ আশাবাদী বন্দ্যোপাধ্য়ায় পরিবারের এই কোটিপতি বধূ ৷ প্রসঙ্গত, নির্বাচন কমিশনে মনোনয়ন পেশের পরই প্রকাশ্যে আসে কাজরীর ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৷ বর্তমান বাজারে যার মূল্য কয়েক কোটি টাকা ! ফলে এ নিয়ে আলোচনাও কম হচ্ছে না ৷ তৃণমূল প্রার্থী অবশ্য এসবে আমল দিতে নারাজ ৷ তিনি ব্যস্ত বাড়ি বাড়ি প্রচারে ৷

আরও পড়ুন : KMC Election 2021 : ভোটের আগেই তো হেরে বসে আছেন, বিজেপির নেতাদের ধমক অমিত মালব্যর

কিন্তু এ তো গেল রাজনীতির কারবারিদের কথা ৷ এলাকাবাসীরা পৌরভোট নিয়ে কী বলছেন ? ইটিভি-র প্রতিনিধি মুখোমুখি হয়েছিলেন তাঁদেরও ৷ ক্যামেরার সামনে উঠে এল মিশ্র প্রতিক্রিয়া ৷ এঁদের কেউ প্রশাসনের কাজে ভীষণ খুশি, কেউ বা আবার অত্যন্ত ক্ষুব্ধ ৷ এলাকার দুই মহিলা জানান, তাঁদের কোনও চাহিদা নেই ৷ কারণ, রাস্তা থেকে রুজিরুটি, ‘দিদি’র পাড়ায় কোনও কিছুরই নাকি অভাব নেই ৷ অন্যদিকে এক বৃদ্ধ জানান, একের পর এক গাছ কেটে এলাকায় মাথা চাড়া দিচ্ছে বিশাল বিশাল বহুতল ৷ এতে পরিবেশের ক্ষতি হচ্ছে ৷ এমনকী, এই বিষয়ে পৌর প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷

কলকাতা, 8 ডিসেম্বর : আসন্ন কলকাতা পৌরনির্বাচনে (KMC Election 2021) নজর কেড়েছে শহরের 73 নম্বর ওয়ার্ড ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্য়ায়ের (TMC Candidate Kajari Banerjee) তৃণমূলের টিকিটে প্রার্থী হওয়া থেকে এলাকার প্রাক্তন কাউন্সিলর রতন মালাকারের (Ratan Malakar) নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ এবং পরে তা প্রত্যাহার, সব মিলিয়ে পৌরভোটের দামামা বাজতেই সরগরম 73 নম্বর ওয়ার্ড ৷

আরও পড়ুন : KMC election 2021 : দলীয় নির্দেশ অমান্য ; তনিমা, সচ্চিদানন্দকে বহিষ্কার করল শাসকদল

ওয়াকিবহাল মহলের অনুমান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের নিরিখে তৃণমূল প্রার্থী কাজরী অবশ্যই বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির ইন্দ্রজিৎ খটিক ৷ প্রচারে বেরিয়ে মানুষের কাছে এলাকার অনুন্নয়নের কথা তুলে ধরেছেন তিনি ৷ তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্য়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার এবং কলকাতা পৌরনিগমে তৃণমূলের বোর্ড গঠন হওয়ার পরও 73 নম্বর ওয়ার্ডের কোনও উন্নতিই হয়নি ৷ উন্নতি হয়েছে শুধুমাত্র বন্দ্যোপাধ্য়ায় পরিবারের ৷ প্রসঙ্গত, এলাকায় ইন্দ্রজিৎ পরিচিত মুখ ৷ স্বয়ং মমতাও তাঁকে চেনেন বলে শোনা যায় ৷ এহেন ইন্দ্রজিৎ ভোটের প্রচারে সরাসরি মুখ্যমন্ত্রীর পরিবারকেই কাঠগড়ায় তুলেছেন ৷

এলাকায় প্রমোটাররাজের অভিযোগ তুলে সরব হয়েছেন সিপিএম প্রার্থী মধুমিতা দাসও ৷ তাঁর দাবি, এই এলাকার সাধারণ বাসিন্দাদের কথা প্রশাসন ভাবে না ৷ বেকারত্ব-সহ নানা সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন তাঁরা ৷ অথচ, সেসবের সমাধান না করেই চলছে বস্তি উচ্ছেদ ৷ একের পর এক বস্তি হঠিয়ে বহুতল গড়ে তোলা হচ্ছে ৷ ভোটের প্রচারে বেরিয়ে এই বিষয়টিকেই সকলের সামনে তুলে ধরছেন মধুমিতা ৷

‘দিদি’র পাড়ায় অ্যাডভান্টেজ কাজরীর, উন্নয়ন প্রসঙ্গে খোঁচা বিরোধীদের

কিন্তু, যাঁকে নিয়ে এত আলোচনা সেই কাজরী বন্দ্যোপাধ্য়ায় কী বলছেন ? ভোটের ময়দানে বিরোধীদের উপস্থিতিই মানতেই চাননি তিনি ৷ কাজরীর বক্তব্য, তিনি এই এলাকারই মেয়ে ৷ এখানেই তাঁর বড় হওয়া ৷ পরে এলাকারই ছেলের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন ৷ এলাকার মানুষ তাঁকে ভালবাসেন ৷ তাই জয়ের বিষয়ে 100 শতাংশ আশাবাদী বন্দ্যোপাধ্য়ায় পরিবারের এই কোটিপতি বধূ ৷ প্রসঙ্গত, নির্বাচন কমিশনে মনোনয়ন পেশের পরই প্রকাশ্যে আসে কাজরীর ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৷ বর্তমান বাজারে যার মূল্য কয়েক কোটি টাকা ! ফলে এ নিয়ে আলোচনাও কম হচ্ছে না ৷ তৃণমূল প্রার্থী অবশ্য এসবে আমল দিতে নারাজ ৷ তিনি ব্যস্ত বাড়ি বাড়ি প্রচারে ৷

আরও পড়ুন : KMC Election 2021 : ভোটের আগেই তো হেরে বসে আছেন, বিজেপির নেতাদের ধমক অমিত মালব্যর

কিন্তু এ তো গেল রাজনীতির কারবারিদের কথা ৷ এলাকাবাসীরা পৌরভোট নিয়ে কী বলছেন ? ইটিভি-র প্রতিনিধি মুখোমুখি হয়েছিলেন তাঁদেরও ৷ ক্যামেরার সামনে উঠে এল মিশ্র প্রতিক্রিয়া ৷ এঁদের কেউ প্রশাসনের কাজে ভীষণ খুশি, কেউ বা আবার অত্যন্ত ক্ষুব্ধ ৷ এলাকার দুই মহিলা জানান, তাঁদের কোনও চাহিদা নেই ৷ কারণ, রাস্তা থেকে রুজিরুটি, ‘দিদি’র পাড়ায় কোনও কিছুরই নাকি অভাব নেই ৷ অন্যদিকে এক বৃদ্ধ জানান, একের পর এক গাছ কেটে এলাকায় মাথা চাড়া দিচ্ছে বিশাল বিশাল বহুতল ৷ এতে পরিবেশের ক্ষতি হচ্ছে ৷ এমনকী, এই বিষয়ে পৌর প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.