ETV Bharat / city

লকডাউনের সপ্তম দিন : আজ ফের হাওড়া হাসপাতালে বিক্ষোভ নার্সদের - Lock Down in State

লকডাউন
লকডাউন
author img

By

Published : Mar 31, 2020, 7:28 AM IST

Updated : Mar 31, 2020, 3:00 PM IST

14:53 March 31

কলকাতা, 31 মার্চ : কোরোনা পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে ৷ বাড়ছে সংক্রমিতের সংখ্যা ৷ পরিস্থিতি যাতে আরও খারাপের পথে না যায়, সেই কারণে দেশজুড়ে তিন সপ্তাহ ব্যাপী লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷ আজ সেই লকডাউনের সপ্তম দিন ৷ রাজ্যজুড়ে কেমন আজকের ছবি ?

halisahar
ফাঁকা হালিশহরের রাস্তাঘাট
  • লকডাউনের জেরে ফাঁকা হালিশহরের রাস্তাঘাট । 

14:51 March 31

Belghoriya
বেলঘড়িয়া স্টেশন
  • লকডাউনের জেরে বন্ধ রেল পরিষেবা । সুনসান বেলঘরিয়া স্টেশন চত্বর ।

12:44 March 31

  • গতকালের পর আজ সকালে ফের বিক্ষোভ দেখায় হাওড়া হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মীরা । তাঁদের বক্তব্য, হাসপাতালে 30 শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড রয়েছে । তা সত্ত্বেও কোরোনা আক্রান্ত ওই মহিলাকে ফিমেল মেডিসিন ওয়ার্ডে অন্য রোগীদের সঙ্গে রাখা হয়েছিল ।

08:15 March 31

Manali
মানালিতে আটকে এ রাজ্যের 23 জন
  • লকডাউনের জেরে হিমাচলপ্রদেশের মানালিতে আটকে পড়েছেন রাজ্যের 23 পর্যটক ৷

07:04 March 31

  • রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 26 ৷ মৃতের সংখ্যা 3 ৷

14:53 March 31

কলকাতা, 31 মার্চ : কোরোনা পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে ৷ বাড়ছে সংক্রমিতের সংখ্যা ৷ পরিস্থিতি যাতে আরও খারাপের পথে না যায়, সেই কারণে দেশজুড়ে তিন সপ্তাহ ব্যাপী লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷ আজ সেই লকডাউনের সপ্তম দিন ৷ রাজ্যজুড়ে কেমন আজকের ছবি ?

halisahar
ফাঁকা হালিশহরের রাস্তাঘাট
  • লকডাউনের জেরে ফাঁকা হালিশহরের রাস্তাঘাট । 

14:51 March 31

Belghoriya
বেলঘড়িয়া স্টেশন
  • লকডাউনের জেরে বন্ধ রেল পরিষেবা । সুনসান বেলঘরিয়া স্টেশন চত্বর ।

12:44 March 31

  • গতকালের পর আজ সকালে ফের বিক্ষোভ দেখায় হাওড়া হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মীরা । তাঁদের বক্তব্য, হাসপাতালে 30 শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড রয়েছে । তা সত্ত্বেও কোরোনা আক্রান্ত ওই মহিলাকে ফিমেল মেডিসিন ওয়ার্ডে অন্য রোগীদের সঙ্গে রাখা হয়েছিল ।

08:15 March 31

Manali
মানালিতে আটকে এ রাজ্যের 23 জন
  • লকডাউনের জেরে হিমাচলপ্রদেশের মানালিতে আটকে পড়েছেন রাজ্যের 23 পর্যটক ৷

07:04 March 31

  • রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 26 ৷ মৃতের সংখ্যা 3 ৷
Last Updated : Mar 31, 2020, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.