লকডাউন উপেক্ষা করে বিধাননগর পৌরনিগমের নারায়ণপুর বাজারে সকাল থেকেই ভিড় করেছেন অনেকে ৷ পুলিশ মোতায়েন থাকলেও তোয়াক্কা না করেই চলল কেনাকাটা ৷
লকডাউনের ষষ্ঠ দিন : রাজ্যে আক্রান্ত বেড়ে 22 - রাজ্যজুড়ে লকডাউন
13:22 March 30
কলকাতা, 30 মার্চ : কোরোনা পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে ৷ বাড়ছে সংক্রমিতের সংখ্যা ৷ পরিস্থিতি যাতে আরও খারাপের পথে না যায়, সেই কারণে দেশজুড়ে তিন সপ্তাহ ব্যাপী লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷ আজ সেই লকডাউনের ষষ্ঠ দিন ৷ রাজ্যজুড়ে কেমন আজকের ছবি ?
12:52 March 30
আবর্জনা জমলেও লক ডাউনের জেরে আসছেন না কামারহাটি পৌরসভার সাফাইকর্মীরা ।
10:19 March 30
রাজ্যে ফের কোরোনা আক্রান্তের হদিশ ৷ কোরোনা সংক্রমিত 77 বছরের ওই প্রবীণ ভরতি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ৷
09:32 March 30
ভিনরাজ্য থেকে আসা যে শ্রমিকরা এ রাজ্যে আটকে পড়েছে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে । এই মর্মে প্রতিটি জেলা প্রশাসনকে নবান্নের তরফে নির্দেশিকা পাঠানো হল ।
08:26 March 30
রাজ্যে আরও এক কোরোনা আক্রান্তের মৃত্যু ৷ এনিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল দুই ৷
07:14 March 30
BJP নেতার উদ্যোগে ঝাড়খণ্ড থেকে কোলাঘাটে বাড়ি ফিরলেন লকডাউনে আটকে পড়া 35 জন নির্মাণ শ্রমিক ৷
13:22 March 30
কলকাতা, 30 মার্চ : কোরোনা পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে ৷ বাড়ছে সংক্রমিতের সংখ্যা ৷ পরিস্থিতি যাতে আরও খারাপের পথে না যায়, সেই কারণে দেশজুড়ে তিন সপ্তাহ ব্যাপী লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷ আজ সেই লকডাউনের ষষ্ঠ দিন ৷ রাজ্যজুড়ে কেমন আজকের ছবি ?
লকডাউন উপেক্ষা করে বিধাননগর পৌরনিগমের নারায়ণপুর বাজারে সকাল থেকেই ভিড় করেছেন অনেকে ৷ পুলিশ মোতায়েন থাকলেও তোয়াক্কা না করেই চলল কেনাকাটা ৷
12:52 March 30
আবর্জনা জমলেও লক ডাউনের জেরে আসছেন না কামারহাটি পৌরসভার সাফাইকর্মীরা ।
10:19 March 30
রাজ্যে ফের কোরোনা আক্রান্তের হদিশ ৷ কোরোনা সংক্রমিত 77 বছরের ওই প্রবীণ ভরতি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ৷
09:32 March 30
ভিনরাজ্য থেকে আসা যে শ্রমিকরা এ রাজ্যে আটকে পড়েছে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে । এই মর্মে প্রতিটি জেলা প্রশাসনকে নবান্নের তরফে নির্দেশিকা পাঠানো হল ।
08:26 March 30
রাজ্যে আরও এক কোরোনা আক্রান্তের মৃত্যু ৷ এনিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল দুই ৷
07:14 March 30
BJP নেতার উদ্যোগে ঝাড়খণ্ড থেকে কোলাঘাটে বাড়ি ফিরলেন লকডাউনে আটকে পড়া 35 জন নির্মাণ শ্রমিক ৷