কলকাতা, 3 মে : কলকাতায় কোরোনায় আক্রান্ত প্রায় 489 জন । প্রতিদিন বাড়ছে কনটেইনমেন্ট জো়নের সংখ্যা । তারপরেও হুঁশ নেই সাধারণ মানুষের । তাঁরা দিব্যি লকডাউন ভেঙে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন । তবে অভিযান চালিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ । গতকাল লকডাউন না মানায় কলকাতায় 591 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কোরোনার বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছে পুলিশ । বারবার পুলিশের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে । বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচার চালানো হচ্ছে । চাওয়া হচ্ছে সকলের সহযোগিতা । বারবার বাড়িতে থাকার জন্য বলা হচ্ছে। সেটাই সংক্রমণ এড়ানোর পথ । কিন্তু তারপরেও মানুষজন বেরিয়ে পড়ছেন পথে । তবে নাছোরবান্দা পুলিশ । লকডাউনের কলকাতায় শহরজুড়ে চলছে নাকা চেকিং। সেই সূত্রে চেক করা হচ্ছে সমস্ত গাড়ি এবং বাইক আরোহীকে । কতটা প্রয়োজনে তাঁরা রাস্তায় বেরিয়েছেন তা দেখা হচ্ছে । পাশাপাশি দেখা হচ্ছে মানুষ মাস্ক পরে রাস্তায় বের হচ্ছেন কি না। কারণ মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার । তারপর পুলিশের তরফ থেকেও বিলি করা হয়েছে মাস্ক । প্রাথমিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মাস্ক না পরে রাস্তায় বের হওয়া মানুষজনকে রাস্তা থেকেই বাড়ি পাঠিয়ে দিয়েছিল পুলিশ । কিন্তু তাতেও টনক নড়েনি । একশ্রেণির মানুষের মনে কোনওভাবেই দাগ কাটা যায়নি । তাঁরা সরকারি নির্দেশিকা মানছেন না ।
গতকাল কলকাতায় মাস্ক না পরার জন্য গ্রেপ্তার করা হয়েছে 138 জনকে । প্রকাশ্য থুতু ফেলে গ্রেপ্তার হয়েছে 33 জন । মোট গাড়ি সিজ় করা হয়েছে 119 টি ।
হুঁশ নেই রেড জো়ন কলকাতার, লকডাউন ভেঙে গ্রেপ্তার 591 - কলকাতা
গতকাল কলকাতায় লকডাউন না মানার জন্য গ্রেপ্তার করা হয়েছে 591 জনকে । মাস্ক না পরার জন্য গ্রেপ্তার হয়েছে 138 জন । প্রকাশ্য থুতু ফেলে গ্রেপ্তার হয়েছে 33 জন । মোট গাড়ি সিজ় করা হয়েছে 119 টি ।
কলকাতা, 3 মে : কলকাতায় কোরোনায় আক্রান্ত প্রায় 489 জন । প্রতিদিন বাড়ছে কনটেইনমেন্ট জো়নের সংখ্যা । তারপরেও হুঁশ নেই সাধারণ মানুষের । তাঁরা দিব্যি লকডাউন ভেঙে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন । তবে অভিযান চালিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ । গতকাল লকডাউন না মানায় কলকাতায় 591 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কোরোনার বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছে পুলিশ । বারবার পুলিশের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে । বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচার চালানো হচ্ছে । চাওয়া হচ্ছে সকলের সহযোগিতা । বারবার বাড়িতে থাকার জন্য বলা হচ্ছে। সেটাই সংক্রমণ এড়ানোর পথ । কিন্তু তারপরেও মানুষজন বেরিয়ে পড়ছেন পথে । তবে নাছোরবান্দা পুলিশ । লকডাউনের কলকাতায় শহরজুড়ে চলছে নাকা চেকিং। সেই সূত্রে চেক করা হচ্ছে সমস্ত গাড়ি এবং বাইক আরোহীকে । কতটা প্রয়োজনে তাঁরা রাস্তায় বেরিয়েছেন তা দেখা হচ্ছে । পাশাপাশি দেখা হচ্ছে মানুষ মাস্ক পরে রাস্তায় বের হচ্ছেন কি না। কারণ মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার । তারপর পুলিশের তরফ থেকেও বিলি করা হয়েছে মাস্ক । প্রাথমিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মাস্ক না পরে রাস্তায় বের হওয়া মানুষজনকে রাস্তা থেকেই বাড়ি পাঠিয়ে দিয়েছিল পুলিশ । কিন্তু তাতেও টনক নড়েনি । একশ্রেণির মানুষের মনে কোনওভাবেই দাগ কাটা যায়নি । তাঁরা সরকারি নির্দেশিকা মানছেন না ।
গতকাল কলকাতায় মাস্ক না পরার জন্য গ্রেপ্তার করা হয়েছে 138 জনকে । প্রকাশ্য থুতু ফেলে গ্রেপ্তার হয়েছে 33 জন । মোট গাড়ি সিজ় করা হয়েছে 119 টি ।