ETV Bharat / city

আসার কারণ স্পষ্ট না করলে কেন্দ্রীয় দলকে ঘুরতে দেব না : মুখ্যসচিব - 54 person found positive in last 24 hours

রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 245 ৷ একথা জানানোর পাশাপাশি রাজ্যে কেন্দ্রীয় দলের আসা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মুখ্যসচিব রাজীব সিনহা ।

total number reaches to 245
রাজ্যে 24 ঘন্টায় আক্রান্ত 54
author img

By

Published : Apr 20, 2020, 5:56 PM IST

Updated : Apr 20, 2020, 8:59 PM IST

কলকাতা, 20 এপ্রিল : কোরোনা সংক্রমণ ও লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল ৷ কিন্তু, কেন্দ্রের এই প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি মোটেও ভালোভাবে দেখছে না নবান্ন ৷

আগেই টুইট করে এনিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । টুইটে লেখেন, কীসের ভিত্তিতে জেলাগুলিতে কেন্দ্রীয় দল পাঠানো হল, তা স্পষ্ট করতে হবে । এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলেও লেখেন তিনি । পরে নবান্নে সাংবাদিক বৈঠকে এনিয়ে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যসচিব রাজীব সিনহা ৷

তিনি বলেন, "কলকাতা ও জলপাইগুড়িতে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল । কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধি দল ঠিক কী কারণে রাজ্যে এসেছে, তা স্পষ্ট নয় । কারণ স্পষ্ট না করলে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে রাজ্যে ঘুরতে দেব না । কীভাবে পরিদর্শন এলাকাগুলি বাছাই করা হয়েছে, তা আমরা জানি না । গাইডলাইন না মেনেই এলাকাগুলিতে গিয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল । SSB ও BSF-কে সঙ্গে নিয়ে এলাকাগুলিতে ঘুরছে তারা।’’ তিনি আরও বলেন, ‘‘আসার আগে ফোন করে জানানো উচিত ছিল । একদম শেষ মুহূর্তে রাজ্যকে জানানো হয়েছে ।’’

পণ্যবাহী বিমানে চড়ে আজ বিকেলে রাজ্যে পৌঁছায় কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ সেখান থেকে একটি দল উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেয় । অন্য দলটি কলকাতার একাধিক কোরোনা সংক্রমিত এলাকা ঘুরে দেখে ৷ তাদের সঙ্গে ছিলেন SSB ও BSF জওয়ানরা ৷

এদিকে রাজ্যে গত 24 ঘন্টায় আরও 54 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন মুখ্যসচিব ৷ মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 245 ৷

কলকাতা, 20 এপ্রিল : কোরোনা সংক্রমণ ও লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল ৷ কিন্তু, কেন্দ্রের এই প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি মোটেও ভালোভাবে দেখছে না নবান্ন ৷

আগেই টুইট করে এনিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । টুইটে লেখেন, কীসের ভিত্তিতে জেলাগুলিতে কেন্দ্রীয় দল পাঠানো হল, তা স্পষ্ট করতে হবে । এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলেও লেখেন তিনি । পরে নবান্নে সাংবাদিক বৈঠকে এনিয়ে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যসচিব রাজীব সিনহা ৷

তিনি বলেন, "কলকাতা ও জলপাইগুড়িতে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল । কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধি দল ঠিক কী কারণে রাজ্যে এসেছে, তা স্পষ্ট নয় । কারণ স্পষ্ট না করলে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে রাজ্যে ঘুরতে দেব না । কীভাবে পরিদর্শন এলাকাগুলি বাছাই করা হয়েছে, তা আমরা জানি না । গাইডলাইন না মেনেই এলাকাগুলিতে গিয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল । SSB ও BSF-কে সঙ্গে নিয়ে এলাকাগুলিতে ঘুরছে তারা।’’ তিনি আরও বলেন, ‘‘আসার আগে ফোন করে জানানো উচিত ছিল । একদম শেষ মুহূর্তে রাজ্যকে জানানো হয়েছে ।’’

পণ্যবাহী বিমানে চড়ে আজ বিকেলে রাজ্যে পৌঁছায় কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ সেখান থেকে একটি দল উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেয় । অন্য দলটি কলকাতার একাধিক কোরোনা সংক্রমিত এলাকা ঘুরে দেখে ৷ তাদের সঙ্গে ছিলেন SSB ও BSF জওয়ানরা ৷

এদিকে রাজ্যে গত 24 ঘন্টায় আরও 54 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন মুখ্যসচিব ৷ মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 245 ৷

Last Updated : Apr 20, 2020, 8:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.