কলকাতা, 2 ডিসেম্বর : রবিনসন স্ট্রিটের ছায়া এবার পর্ণশ্রীতে ৷ পাঁচদিন ধরে বৃদ্ধের দেহ আগলে রেখেছিলেন ছেলে ৷ আজ সকালে বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের ৷ পর্ণশ্রী থানায় খবর দেন তাঁরা ৷ পরে পুলিশ এসে বৃদ্ধের পচাগলা মৃতদেহ উদ্ধার করে ৷
মৃতের নাম রবীন্দ্রনাথ ঘোষ (85) ৷ তিনি 72/1 ডাক্তার এম জি সাহা রোডে ছোটো ছেলে অজিত ঘোষের সঙ্গে থাকতেন ৷ পুলিশ সূত্রে খবর, অজিতের মানসিক সমস্যা রয়েছে ৷ রবীন্দ্রনাথবাবুর বড় ছেলে অশোক ঘোষ রেলকর্মী ৷ উনি আলাদা থাকেন ৷ তবে ভাই ও বাবার মাঝেমধ্যে খোঁজখবর নিতেন ৷ 1 জানুয়ারি পরিবার নিয়ে তিনি বাইরে গেছিলেন ৷ আজ ফিরেছেন ৷ এদিকে আজ সকালে বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের ৷ খবর পেয়ে সকাল 11টা নাগাদ পর্ণশ্রী থানার পুলিশ এসে রবীন্দ্রনাথবাবুর পচাগলা মৃতদেহ উদ্ধার করে ৷ প্রতিবেশীরা জানিয়েছেন, কয়েক দিন ধরে তাঁকে দেখা যাচ্ছিল না । কিন্তু তাঁদের সন্দেহ হয়নি । কারণ অজিতকে বাড়ির বাইরে দেখা গেছে ৷ তাঁর আচরণ স্বাভাবিক ছিল ।
পুলিশ সূত্রে খবর, চিকিৎসকদের মতে প্রায় 5 দিন আগে মারা গিয়েছেন রবীন্দ্রনাথবাবু । ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে মৃত্যুর কারণ যক্ষা । পাঁচ দিন ধরে বাবার দেহ আগলে রেখেছিল অজিত । কিন্তু আজ সকাল থেকেই সে বেপাত্তা হয়ে যায় । আগেও এমন মাঝেমধ্যে বেপাত্তা হয়েছে সে ৷ কিন্তু প্রতিবারই 5-7 দিন পরে আবার ফিরে এসেছে । বাবার মৃত্যুর পরেও সে কাউকে না জানিয়ে কেন মৃতদেহ আগলে ছিল, এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ ।