ETV Bharat / city

রবিনসন স্ট্রিটের ছায়া, পর্ণশ্রীতে 5 দিন ধরে বৃদ্ধের দেহ আঁকড়ে ছেলে - পর্ণশ্রীতে 5 দিন ধরে বৃদ্ধের দেহ আঁকড়ে ছেলে

চিকিৎসকদের মতে 5 দিন আগে মারা যান পর্ণশ্রীর বাসিন্দা রবীন্দ্রনাথ ঘোষ ৷ এতদিন বাড়িতে তাঁর মৃতদেহ আগলে রেখেছিলেন ছোটো ছেলে অজিত ঘোষ ৷ কাউকে মৃত্যুর সংবাদ জানাননি । পুলিশ সূত্রে খবর, অজিতের মানসিক সমস্যা রয়েছে ৷

deadbody of father kept by man inside house at Parnashree
পর্ণশ্রীর সেই বাড়ি
author img

By

Published : Jan 2, 2020, 9:08 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর : রবিনসন স্ট্রিটের ছায়া এবার পর্ণশ্রীতে ৷ পাঁচদিন ধরে বৃদ্ধের দেহ আগলে রেখেছিলেন ছেলে ৷ আজ সকালে বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের ৷ পর্ণশ্রী থানায় খবর দেন তাঁরা ৷ পরে পুলিশ এসে বৃদ্ধের পচাগলা মৃতদেহ উদ্ধার করে ৷

মৃতের নাম রবীন্দ্রনাথ ঘোষ (85) ৷ তিনি 72/1 ডাক্তার এম জি সাহা রোডে ছোটো ছেলে অজিত ঘোষের সঙ্গে থাকতেন ৷ পুলিশ সূত্রে খবর, অজিতের মানসিক সমস্যা রয়েছে ৷ রবীন্দ্রনাথবাবুর বড় ছেলে অশোক ঘোষ রেলকর্মী ৷ উনি আলাদা থাকেন ৷ তবে ভাই ও বাবার মাঝেমধ্যে খোঁজখবর নিতেন ৷ 1 জানুয়ারি পরিবার নিয়ে তিনি বাইরে গেছিলেন ৷ আজ ফিরেছেন ৷ এদিকে আজ সকালে বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের ৷ খবর পেয়ে সকাল 11টা নাগাদ পর্ণশ্রী থানার পুলিশ এসে রবীন্দ্রনাথবাবুর পচাগলা মৃতদেহ উদ্ধার করে ৷ প্রতিবেশীরা জানিয়েছেন, কয়েক দিন ধরে তাঁকে দেখা যাচ্ছিল না । কিন্তু তাঁদের সন্দেহ হয়নি । কারণ অজিতকে বাড়ির বাইরে দেখা গেছে ৷ তাঁর আচরণ স্বাভাবিক ছিল ।

পুলিশ সূত্রে খবর, চিকিৎসকদের মতে প্রায় 5 দিন আগে মারা গিয়েছেন রবীন্দ্রনাথবাবু । ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে মৃত্যুর কারণ যক্ষা । পাঁচ দিন ধরে বাবার দেহ আগলে রেখেছিল অজিত । কিন্তু আজ সকাল থেকেই সে বেপাত্তা হয়ে যায় । আগেও এমন মাঝেমধ্যে বেপাত্তা হয়েছে সে ৷ কিন্তু প্রতিবারই 5-7 দিন পরে আবার ফিরে এসেছে । বাবার মৃত্যুর পরেও সে কাউকে না জানিয়ে কেন মৃতদেহ আগলে ছিল, এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ ।

কলকাতা, 2 ডিসেম্বর : রবিনসন স্ট্রিটের ছায়া এবার পর্ণশ্রীতে ৷ পাঁচদিন ধরে বৃদ্ধের দেহ আগলে রেখেছিলেন ছেলে ৷ আজ সকালে বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের ৷ পর্ণশ্রী থানায় খবর দেন তাঁরা ৷ পরে পুলিশ এসে বৃদ্ধের পচাগলা মৃতদেহ উদ্ধার করে ৷

মৃতের নাম রবীন্দ্রনাথ ঘোষ (85) ৷ তিনি 72/1 ডাক্তার এম জি সাহা রোডে ছোটো ছেলে অজিত ঘোষের সঙ্গে থাকতেন ৷ পুলিশ সূত্রে খবর, অজিতের মানসিক সমস্যা রয়েছে ৷ রবীন্দ্রনাথবাবুর বড় ছেলে অশোক ঘোষ রেলকর্মী ৷ উনি আলাদা থাকেন ৷ তবে ভাই ও বাবার মাঝেমধ্যে খোঁজখবর নিতেন ৷ 1 জানুয়ারি পরিবার নিয়ে তিনি বাইরে গেছিলেন ৷ আজ ফিরেছেন ৷ এদিকে আজ সকালে বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের ৷ খবর পেয়ে সকাল 11টা নাগাদ পর্ণশ্রী থানার পুলিশ এসে রবীন্দ্রনাথবাবুর পচাগলা মৃতদেহ উদ্ধার করে ৷ প্রতিবেশীরা জানিয়েছেন, কয়েক দিন ধরে তাঁকে দেখা যাচ্ছিল না । কিন্তু তাঁদের সন্দেহ হয়নি । কারণ অজিতকে বাড়ির বাইরে দেখা গেছে ৷ তাঁর আচরণ স্বাভাবিক ছিল ।

পুলিশ সূত্রে খবর, চিকিৎসকদের মতে প্রায় 5 দিন আগে মারা গিয়েছেন রবীন্দ্রনাথবাবু । ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে মৃত্যুর কারণ যক্ষা । পাঁচ দিন ধরে বাবার দেহ আগলে রেখেছিল অজিত । কিন্তু আজ সকাল থেকেই সে বেপাত্তা হয়ে যায় । আগেও এমন মাঝেমধ্যে বেপাত্তা হয়েছে সে ৷ কিন্তু প্রতিবারই 5-7 দিন পরে আবার ফিরে এসেছে । বাবার মৃত্যুর পরেও সে কাউকে না জানিয়ে কেন মৃতদেহ আগলে ছিল, এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ ।

Intro:কলকাতা, 2 ডিসেম্বর: রবিনসন স্ট্রিটের ঘটনার ছায়া এবার পর্ণশ্রীতে। আবারো বাবার দেহ আগলে চারদিন ধরে থাকলো ছেলে। আজয়সকালেই উদ্ধার করা হয়েছে বাবার পচা গলা দেহ। যদিও সেই সময় ছেলে ছিল না। তখন থেকেই নিখোঁজ তিনি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পর্ণশ্রী এলাকায়।



Body:85 বছরের রবীন্দ্রনাথ ঘোষ ছোট ছেলে অজিতকে সঙ্গে নিয়ে থাকতেন 72/1 ডক্টর এমজি সাহা রোডে। অজিতের বয়স চল্লিশের কিছু বেশি। মানসিকভাবে কিছু সমস্যা রয়েছে তার। পুলিশ সূত্রে খবর এমনটাই। রবীন্দ্রনাথ বাবুর বড় ছেলে থাকেন কিছু দূরে। তার নাম অশোক ঘোষ। তিনি রেলকর্মী। বাবা এবং ভাইয়ের দেখভাল করতেন তিনি। একদিন আগে তিনি পরিবার নিয়ে বেড়াতে যান। ফিরেছেন আজ। এদিকে আজ সকালে প্রতিবেশীরা রবীন্দ্রনাথ বাবুর বাড়ি থেকে বিকট গন্ধ পায়। সন্দেহ হয় তারা পর্ণশ্রী থানায় খবর দেন। দিন কয়েক ধরে রবীন্দ্রনাথ বাবুকে দেখা যাচ্ছিল না । কিন্তু প্রতিবেশীদের তেমন কোনো সন্দেহ হয়নি। কারণ, অজিতকে তারা দেখেছে। স্বাভাবিক আচরণ করছিলেন অজিত।


Conclusion:আজ সকাল 11 টা নাগাদ পর্ণশ্রী থানা পুলিশ উদ্ধার করে রবীন্দ্রনাথ বাবুর পচাগলা দেহ। তার দেহটি পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। চিকিৎসকদের মত 5 দিন আগে মারা গিয়েছেন রবীন্দ্রনাথ বাবু। তার মৃত্যুর কারণ যক্ষা। এর পরেই প্রতিবেশীরা বুঝতে পারেন গত পাঁচ দিন ধরে বাবার দেহ আগলে রেখেছিল অজিত। কিন্তু আজ সকাল থেকেই সে বেপাত্তা হয়ে যায়। পুলিশ জেনেছে, মাঝেমধ্যেই অজিত এমন বেপাত্তা হয়ে যায়‌। 5-7 দিন পরে আবার ফেরত আসে। কিন্তু বাবার মৃত্যুর পরেও সে কাউকে না জানিয়ে কেন দেহ পড়ে থাকল, সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.