ETV Bharat / city

PWD: সড়ক উন্নয়নে বাজেট বরাদ্দের 40 শতাংশ অর্থ কাটছাঁট পূর্ত দফতরের - নবান্ন

সরকারের উন্নয়নমূলক কর্মসূচিতে টাকা জোগান দিতে এবার পূর্ত দফতরের বরাদ্দ টাকায় কাটছাঁট করা হল ৷ জানা গিয়েছে, রাস্তা তৈরি এবং মেরামতির জন্য রবাদ্দ হওয়া 4,618 কোটি টাকার থেকে 2,750 কোটি টাকা কাটাছাঁট করা হয়েছে ৷ কাটছাঁট হওয়া টাকা লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পে খরচ করবে রাজ্য ৷

40 per cent of the Budget Allocation for Road Development Cut by PWD
সড়ক উন্নয়নে বাজেটে বরাদ্দ টাকার 40 শতাংশ অর্থে কাটছাট পূর্ত দফতরের
author img

By

Published : Sep 10, 2021, 2:43 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর : গত রাজ্য বাজেটে পূর্ত দফতরের রাস্তা তৈরিতে বরাদ্দ হয়েছিল 4,618 কোটি টাকা ৷ যা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল ৷ যেখানে সেই টাকার পরিমাণ কমে দাঁড়াল 2,750 কোটি টাকা ৷ অর্থাৎ, এই নতুন বরাদ্দ মূল বাজেট বরাদ্দের মাত্র 59.55 শতাংশ ৷ পূর্ত দফতরের খবর অনুযায়ী, বিশেষ নির্দেশ ছাড়া আর কোনও নতুন রাস্তা, ব্রিজ বা উড়ালপুল বানানোর কাজে হাত দেবে না পূর্ত দফতর ৷ বরং যে সমস্ত রাস্তা, ব্রিজ বা উড়ালপুলের অবস্থা শোচনীয় সেগুলি সংস্কারের উপরেই বেশি জোর দেবে রাজ্যের পূর্ত দফতর ৷

পূর্ত দফতরের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চল রাজ্যের এই তিন অঞ্চলে নয়া বরাদ্দবিধি চালু হবে ৷ কিন্তু, কেন হঠাৎ করে এই বরাদ্দ সংকোচন ? নবান্ন সূত্রে খবর, লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি প্রকল্পে প্রচুর খরচ হতে চলেছে রাজ্য সরকারের ৷ সেই খরচ জোগাতেই অন্যান্য খাতে খরচ কমিয়ে ফলতে চাইছে অর্থ দফতর ৷ আর সেই অর্থ দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের খরচ জোগানো হবে ৷ যদিও নবান্ন সূত্রে খবর, প্রতি বছর নতুন রাস্তা বা ব্রিজ তৈরি ও সংস্কারের জন্য যা বাজেট বরাদ্দ হয়, তার অনেকটাই খরচ হয় না ৷ তাই এ বছর রাজ্য ঠিক করেছে, আনুমানিক যে টাকা খরচ হবে না, সেই টাকা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথীর মতো উন্নয়নমূলক প্রকল্পের খরচে জোগান দেওয়া হবে ৷

আরও পড়ুন : Bhabanipur bypoll BJP Candidate : ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল

তৃতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে ৷ এই প্রকল্পে 25 থেকে 60 বছরের মহিলাদের মাসিক হাত খরচ হিসাবে অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে রাজ্য সরকার ৷ এক্ষেত্রে তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য 1 হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ৷ আর সাধারণ বর্গের ক্ষেত্রে 500 টাকা করে দেওয়া হবে ৷ এক্ষেত্রে সরকারি চাকরি, পরিবারে উচ্চআয়ের সংস্থান থাকলে তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না ৷ তবে, এ দিন দশটার আগে থেকেই বিভিন্ন জায়গায় দুয়ারের সরকারের ক্যাম্পে মহিলাদের লম্বা লাইন দেখা গিয়েছে । তাঁদের অধিকাংশই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য ক্যাম্পগুলিতে যাচ্ছেন বলে জানা গিয়েছে ৷ ফলে সরকারি এই প্রকল্পে মহিলারা যে ভালই সাড়া দিয়েছেন, এতেই তা স্পষ্ট ৷

আরও পড়ুন : CBI: ভোট পরবর্তী হিংসায় তৃতীয় চার্জশিট পেশ সিবিআইয়ের

কলকাতা, 10 সেপ্টেম্বর : গত রাজ্য বাজেটে পূর্ত দফতরের রাস্তা তৈরিতে বরাদ্দ হয়েছিল 4,618 কোটি টাকা ৷ যা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল ৷ যেখানে সেই টাকার পরিমাণ কমে দাঁড়াল 2,750 কোটি টাকা ৷ অর্থাৎ, এই নতুন বরাদ্দ মূল বাজেট বরাদ্দের মাত্র 59.55 শতাংশ ৷ পূর্ত দফতরের খবর অনুযায়ী, বিশেষ নির্দেশ ছাড়া আর কোনও নতুন রাস্তা, ব্রিজ বা উড়ালপুল বানানোর কাজে হাত দেবে না পূর্ত দফতর ৷ বরং যে সমস্ত রাস্তা, ব্রিজ বা উড়ালপুলের অবস্থা শোচনীয় সেগুলি সংস্কারের উপরেই বেশি জোর দেবে রাজ্যের পূর্ত দফতর ৷

পূর্ত দফতরের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চল রাজ্যের এই তিন অঞ্চলে নয়া বরাদ্দবিধি চালু হবে ৷ কিন্তু, কেন হঠাৎ করে এই বরাদ্দ সংকোচন ? নবান্ন সূত্রে খবর, লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি প্রকল্পে প্রচুর খরচ হতে চলেছে রাজ্য সরকারের ৷ সেই খরচ জোগাতেই অন্যান্য খাতে খরচ কমিয়ে ফলতে চাইছে অর্থ দফতর ৷ আর সেই অর্থ দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের খরচ জোগানো হবে ৷ যদিও নবান্ন সূত্রে খবর, প্রতি বছর নতুন রাস্তা বা ব্রিজ তৈরি ও সংস্কারের জন্য যা বাজেট বরাদ্দ হয়, তার অনেকটাই খরচ হয় না ৷ তাই এ বছর রাজ্য ঠিক করেছে, আনুমানিক যে টাকা খরচ হবে না, সেই টাকা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথীর মতো উন্নয়নমূলক প্রকল্পের খরচে জোগান দেওয়া হবে ৷

আরও পড়ুন : Bhabanipur bypoll BJP Candidate : ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল

তৃতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে ৷ এই প্রকল্পে 25 থেকে 60 বছরের মহিলাদের মাসিক হাত খরচ হিসাবে অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে রাজ্য সরকার ৷ এক্ষেত্রে তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য 1 হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ৷ আর সাধারণ বর্গের ক্ষেত্রে 500 টাকা করে দেওয়া হবে ৷ এক্ষেত্রে সরকারি চাকরি, পরিবারে উচ্চআয়ের সংস্থান থাকলে তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না ৷ তবে, এ দিন দশটার আগে থেকেই বিভিন্ন জায়গায় দুয়ারের সরকারের ক্যাম্পে মহিলাদের লম্বা লাইন দেখা গিয়েছে । তাঁদের অধিকাংশই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য ক্যাম্পগুলিতে যাচ্ছেন বলে জানা গিয়েছে ৷ ফলে সরকারি এই প্রকল্পে মহিলারা যে ভালই সাড়া দিয়েছেন, এতেই তা স্পষ্ট ৷

আরও পড়ুন : CBI: ভোট পরবর্তী হিংসায় তৃতীয় চার্জশিট পেশ সিবিআইয়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.