ETV Bharat / city

2 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে নারদ-জামিন 4 হেভিওয়েটের - নারদ মামলা

শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করল হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ । মামলার বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে পারবেন না 4 নেতা-মন্ত্রী ৷

4-heavyweight-leaders-were-granted-conditional-bail-in-the-narad-case
4-heavyweight-leaders-were-granted-conditional-bail-in-the-narad-case
author img

By

Published : May 28, 2021, 1:46 PM IST

কলকাতা, 28 মে : নারদ মামলায় 4 নেতা-মন্ত্রীর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ । 2 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় ৷ এই সঙ্গে মামলার বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলায় নিষেধাজ্ঞা জারি করল হাইকোর্ট ৷

বৃহস্পতিবারের পর শুক্রবার সকালে শুরু হয় নারদ মামলার শুনানি ৷ শুরুতেই সলিসিটর জেনেরালকে বিচারপতি আইপি মুখোপাধ্যায় প্রশ্ন করেন, 2017 সালে তদন্ত শুরু হয়েছে ৷ এখন কেন তাঁদের গৃহবন্দি করতে হল ? অপরপক্ষে সলিসিটর জেনেরাল তুষার মেহেতা জামিনের বিরোধিতা করে বলেন, প্রভাবশালীদের জামিন মঞ্জুর করা হলে আদালতের উপর তার প্রভাব পড়বে । তবে অন্তর্বর্তী প্রধান বিচারপতি রাজেশ বিন্দল শর্তসাপেক্ষ জামিনের প্রস্তাব করেন ৷ এদিনের শুনানিতে প্রশ্ন ওঠে- 2017 সালের মামলা ৷ তবে সিবিআই এতদিন তাঁদের গ্রেফতার করেনি কেন । এমনকী তাঁরাও আগে থেকে চার নেতা প্রভাবশালী ছিলেন । এখন চার্জশিট জমা দেওয়ার পর গ্রেফতার করা হল কেন ? যেখানে করোনার মতো বিপর্যয়ের সময় মানুষের জন্যে তাঁদের কাজ করা দরকার ।

আরও পড়ুন: জামিন নাকি গৃহবন্দি ? আজ বৃহত্তর বেঞ্চে নারদ মামলার শুনানি

সব শেষে চার হেভিওয়েটের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে আদালত ৷ 2 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় ৷ এই সঙ্গে হাইকোর্টের নির্দেশ, যতদিন না মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন সংবাদ মাধ্যমে মুখ খুলতে পারবেন না 4 হেভিওয়েট ৷ তদন্ত প্রক্রিয়ায় সব রকম সাহায্য করবেন তাঁরা ৷ সোমবার মামলার পরবর্তী শুনানি ৷

কলকাতা, 28 মে : নারদ মামলায় 4 নেতা-মন্ত্রীর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ । 2 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় ৷ এই সঙ্গে মামলার বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলায় নিষেধাজ্ঞা জারি করল হাইকোর্ট ৷

বৃহস্পতিবারের পর শুক্রবার সকালে শুরু হয় নারদ মামলার শুনানি ৷ শুরুতেই সলিসিটর জেনেরালকে বিচারপতি আইপি মুখোপাধ্যায় প্রশ্ন করেন, 2017 সালে তদন্ত শুরু হয়েছে ৷ এখন কেন তাঁদের গৃহবন্দি করতে হল ? অপরপক্ষে সলিসিটর জেনেরাল তুষার মেহেতা জামিনের বিরোধিতা করে বলেন, প্রভাবশালীদের জামিন মঞ্জুর করা হলে আদালতের উপর তার প্রভাব পড়বে । তবে অন্তর্বর্তী প্রধান বিচারপতি রাজেশ বিন্দল শর্তসাপেক্ষ জামিনের প্রস্তাব করেন ৷ এদিনের শুনানিতে প্রশ্ন ওঠে- 2017 সালের মামলা ৷ তবে সিবিআই এতদিন তাঁদের গ্রেফতার করেনি কেন । এমনকী তাঁরাও আগে থেকে চার নেতা প্রভাবশালী ছিলেন । এখন চার্জশিট জমা দেওয়ার পর গ্রেফতার করা হল কেন ? যেখানে করোনার মতো বিপর্যয়ের সময় মানুষের জন্যে তাঁদের কাজ করা দরকার ।

আরও পড়ুন: জামিন নাকি গৃহবন্দি ? আজ বৃহত্তর বেঞ্চে নারদ মামলার শুনানি

সব শেষে চার হেভিওয়েটের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে আদালত ৷ 2 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় ৷ এই সঙ্গে হাইকোর্টের নির্দেশ, যতদিন না মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন সংবাদ মাধ্যমে মুখ খুলতে পারবেন না 4 হেভিওয়েট ৷ তদন্ত প্রক্রিয়ায় সব রকম সাহায্য করবেন তাঁরা ৷ সোমবার মামলার পরবর্তী শুনানি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.