কলকাতা, 24 মে: কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একমাসও হয়নি তিনি রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় এসেছেন ৷ তার মধ্যেই তৃণমূলের নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় মনোযোগী হয়েছেন নেত্রী ৷ তাঁর দেওয়া গুরুত্বপূর্ণ তিনটি প্রতিশ্রুতির বাস্তবায়নে আজ সেগুলি মন্ত্রিসভায় ছাড়পত্র দেওয়া হয়েছে ৷
তৃণমূলের নির্বাচনী ইস্তাহারে অন্যতম প্রতিশ্রুতি ছিল দুয়ারে রেশন ৷ বিভিন্ন রাজনৈতিক জনসভায় মমতা ঘোষণা করেছিলেন, ক্ষমতায় এলে তিনি এই প্রকল্প চালু করবেন ৷ ফলে মানুষকে আর লাইনে দাঁড়িয়ে রেশন তুলতে হবে না ৷ তাঁদের বাড়ির দরজায় বিনামূল্যে রেশন পৌঁছে দেওয়া হবে ৷ এ ছাড়াও উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীদের 10 লাখ টাকার ক্রেডিট কার্ড করে দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তৃণমূলের ইস্তাহারে ৷ বলা হয়েছিল, উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীরা এই কার্ড ব্যবহার করে পড়াশোনা করতে পারবে ৷ পরে চাকরি পেয়ে 10 বছরের মধ্যে মাত্র চার শতাংশ সুদের হারে এই টাকা শোধ করলেই চলবে ৷ তবে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ট্রাম্প কার্ড নিঃসন্দেহে মহিলাদের ভোট ৷ তৃণমূল নেত্রী বলেছিলেন, বাড়ির মহিলারা নানা প্রয়োজনে নিজের সব টাকা বের করে দেন ৷ তাঁদের হাত খালি হয়ে যায় ৷ তাই তাঁদের হাতখরচের জন্য রাজ্যের প্রত্যেক মহিলাকে মাসিক 500 টাকা এবং তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য মাসিক 1000 টাকা দেওয়া হবে ৷ এই তিনটি প্রতিশ্রুতি পালনের জন্য আজ এগুলিকে মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন: আগামী 24 ঘণ্টায় আরও শক্তিশালী হবে ঘূর্ণিঝড় যশ
আজ নবান্নে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, এই তিনটি প্রক্রিয়া শুরুর জন্য মুখ্যসচিবের নেতৃত্বে তিনটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে ৷ প্রত্যেকটিতে স্বরাষ্ট্রসচিব ও অর্থসচিবও থাকবেন ৷ এ ছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে থাকবেন শিক্ষামন্ত্রী এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ৷ এ ছাড়াও কলকাতা পুলিশে 2500 পুলিশকর্মী নিয়োগ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায় ৷
এ ছাড়াও এ দিন ঘূর্ণিঝড় যশ নিয়ে প্রশাসন কতটা প্রস্তুত তাও সবিস্তার জানান মুখ্যমন্ত্রী ৷ তিনি আজ জানিয়েছেন, রাজ্যের 20টি জেলায় প্রবল আকারে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ ৷ তা সামাল দিতে সবরকমভাবে প্রস্তুত রাজ্য সরকার ৷ এই কঠিন সময়ে সবাইকে একজোট হয়ে কাজ করার আবেদন জানান তিনি ৷