ETV Bharat / city

আজ হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন রাজ্যের তিন কোরোনা আক্রান্ত

আজ ছুটি পেতে পারেন রাজ্যের তিন কোরোনা আক্রান্ত ৷ গতরাতে দ্বিতীয় দফায় ওই তিনজনের নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19 নেগেটিভ এসেছে ।

বেলেঘাটা ID&BG
বেলেঘাটা ID&BG
author img

By

Published : Mar 31, 2020, 8:18 AM IST

Updated : Mar 31, 2020, 9:12 AM IST

কলকাতা, 31 মার্চ : কলকাতার ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতাল থেকে আজ কোরোনা আক্রান্ত তিনজনকে ছুটি দেওয়া হতে পারে । গতরাতে দ্বিতীয় দফায় ওই তিনজনের নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19 নেগেটিভ এসেছে । অর্থাৎ তাঁরা এখন সুস্থ । এই তিনজনের মধ্যে রয়েছেন রাজ্যের প্রথম COVID-19 আক্রান্ত যুবকও । এদিকে COVID-19-এ এই রাজ্যে প্রথম যে আক্রান্তের মৃত্যু হয়েছে, তাঁর চিকিৎসার সঙ্গে যুক্ত 14 জনের নমুনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে । ওই সমস্ত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা কাজে ফিরবেন বলে জানা গিয়েছে ।

গতকাল সন্ধ্যার পর রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ঘোষণা অনুযায়ী, এ রাজ্যে এখনও পর্যন্ত COVID-19-এ আক্রান্তের সংখ্যা 22 জন । তাঁদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে । 17 মার্চ রাতে এ রাজ্যে COVID-19-এ প্রথম আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল । দক্ষিণ কলকাতার বাসিন্দা 18 বছরের আক্রান্ত ওই যুবক ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের পড়ুয়া । তাঁর বাবা পেশায় একজন চিকিৎসক । আক্রান্ত ওই যুবকের মা রাজ্যের এক পদস্থ আধিকারিক । 15 মার্চ ওই যুবক লন্ডন থেকে কলকাতায় ফিরেছিলেন । কলকাতায় ফেরার আগে লন্ডনের একটি পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি । 17 মার্চ থেকে ID&BG হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ।

কেউ সুস্থ হয়েছেন কি না তা জানার জন্য আক্রান্তের নমুনা পরীক্ষা করে দেখা হয় । দু'দিন আগে এ রাজ্যের প্রথম COVID-19-এ আক্রান্ত ওই যুবকের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে ৷ 48 ঘণ্টা পর দ্বিতীয় দফার নমুনা পরীক্ষার রিপোর্ট আসে গতকাল ৷ প্রথম রিপোর্টে নেগেটিভ আসার পর দ্বিতীয় রিপোর্টেও COVID-19 নেগেটিভ এসেছে । কোয়ারেন্টাইনে থাকা ওই যুবকের মা-বাবার নমুনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে । দক্ষিণ কলকাতার আরও এক যুবক COVID-19-এ আক্রান্ত হন । 13 মার্চ ওই যুবক লন্ডন থেকে কলকাতায় ফিরেছিলেন । 19 মার্চ তাঁর নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায় তিনি COVID-19-এ আক্রান্ত । 19 মার্চ থেকে তাঁর চিকিৎসা চলছে ID&BG হাসপাতালে । 22 মার্চ জানা যায় ওই যুবকের মা, বাবা, এবং তাঁদের এক পরিচারকও COVID-19-এ আক্রান্ত । এই তিন জনের চিকিৎসা চলছে ID&BG হাসপাতালে । দু'দিন আগে রাজ্যের COVID-19-এ দ্বিতীয় আক্রান্ত এই যুবকের বাবার নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19 নেগেটিভ এসেছিল । ৪৮ ঘণ্টা পর তাঁর দ্বিতীয় দফার নমুনা পরীক্ষার রিপোর্টেও COVID-19 নেগেটিভ এসেছে । গতরাতে এই রিপোর্ট পাওয়া গিয়েছে । এ রাজ্যে COVID-19-এ তৃতীয় আক্রান্তেরও চিকিৎসা চলছে ID&BG হাসপাতালে । ২০ মার্চ রাতে ওই তৃতীয় আক্রান্তের খোঁজ পাওয়া যায় । উত্তর 24 পরগনার হাবরার বাসিন্দা রাজ্যের ওই যুবতি স্কটল্যান্ড থেকে ফিরেছিলেন । দু'দিন আগে তাঁর নমুনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ আসে । ৪৮ ঘণ্টা পর দ্বিতীয়বার তাঁর নমুনা পরীক্ষা করা হয় । দ্বিতীয় দফার রিপোর্টেও COVID-19 নেগেটিভ পাওয়া গিয়েছে । গতরাতে এই রিপোর্ট এসেছে । COVID-19-এ এ রাজ্যের প্রথম আক্রান্ত, দ্বিতীয় আক্রান্তের বাবা এবং তৃতীয় আক্রান্ত এই তিনজনের দু'দফার নমুনা পরীক্ষার রিপোর্টেই COVID-19 নেগেটিভ পাওয়া গিয়েছে ৷

ID&BG হাসপাতাল সূত্রে খবর, আজ ওই তিনজনের শারীরিক অবস্থার বিষয়টি নিয়ে পর্যালোচনা করবেন চিকিৎসকরা । তারপর ওই তিনজনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । সূত্রের খবর, দুই দফার নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19 নেগেটিভ আসার কারণে মঙ্গলবার ওই তিনজনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার বিষয়ে আশাবাদী চিকিৎসকরা ।

এ দিকে 23 মার্চ বিকেলে এ রাজ্যে প্রথম এক COVID-19 আক্রান্তের মৃত্যু হয় সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে । 16 মার্চ থেকে দমদমের বাসিন্দা ওই ব্যক্তির চিকিৎসা চলছিল । 13 মার্চ থেকে জ্বর এবং শুকনো কাশি সহ একাধিক উপসর্গ দেখা দেয় । বেসরকারি এই হাসপাতালে ভরতি হওয়ার পর 19 মার্চ থেকে তাঁর শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় । ওই দিন থেকে তাঁকে ভেন্টিলেটরের সাপোর্টে রাখতে হয়েছিল । তাঁর ফুসফুসকে সচল রাখতে এক্সট্রাকরপোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন (ECMO)-এর প্রয়োজন দেখা দেয় । চিকিৎসকদের সন্দেহ হওয়ায়, এই ব্যক্তির সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল SSKM হাসপাতাল এবং বেলেঘাটার ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এনটেরিক ডিজ়িজ়েস (NICED)-এ । 20 মার্চ এই ব্যক্তির প্রথম নমুনা পাঠানো হয়েছিল SSKM হাসপাতাল এবং NICED-এ । এই দুই জায়গায় পাঠানো দুই নমুনা পরীক্ষার পর দেখা যায় একটি রিপোর্টে COVID-19 পজ়িটিভ এসেছে আর অন্য রিপোর্টে নেগেটিভ এসেছে । পর দিন অর্থাৎ 21 মার্চ আবার ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল SSKM হাসপাতাল এবং NICED-এ । এ বার দুই জায়গায় পাঠানো নমুনা দুটির পরীক্ষার রিপোর্টে দেখা যায়, দু'টি রিপোর্টেই COVID-19 পজ়িটিভ এসেছে ‌। এর পর জানানো হয় ওই ব্যক্তি COVID-19-এ আক্রান্ত । সল্টলেকের বেসরকারি ওই হাসপাতালে COVID-19 আক্রান্ত এই ব্যক্তির চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন 14 জন । 23 মার্চ ওই ব্যক্তির মৃত্যুর পরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে 14 জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল । সোমবার রাতে তাঁদের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । অর্থাৎ তাঁরা সুস্থ রয়েছেন । বেসরকারি ওই হাসপাতালে সূত্রে খবর, খুব তাড়াতাড়ি তাঁরা আবার কাজে যোগ দেবেন ।

কলকাতা, 31 মার্চ : কলকাতার ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতাল থেকে আজ কোরোনা আক্রান্ত তিনজনকে ছুটি দেওয়া হতে পারে । গতরাতে দ্বিতীয় দফায় ওই তিনজনের নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19 নেগেটিভ এসেছে । অর্থাৎ তাঁরা এখন সুস্থ । এই তিনজনের মধ্যে রয়েছেন রাজ্যের প্রথম COVID-19 আক্রান্ত যুবকও । এদিকে COVID-19-এ এই রাজ্যে প্রথম যে আক্রান্তের মৃত্যু হয়েছে, তাঁর চিকিৎসার সঙ্গে যুক্ত 14 জনের নমুনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে । ওই সমস্ত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা কাজে ফিরবেন বলে জানা গিয়েছে ।

গতকাল সন্ধ্যার পর রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ঘোষণা অনুযায়ী, এ রাজ্যে এখনও পর্যন্ত COVID-19-এ আক্রান্তের সংখ্যা 22 জন । তাঁদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে । 17 মার্চ রাতে এ রাজ্যে COVID-19-এ প্রথম আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল । দক্ষিণ কলকাতার বাসিন্দা 18 বছরের আক্রান্ত ওই যুবক ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের পড়ুয়া । তাঁর বাবা পেশায় একজন চিকিৎসক । আক্রান্ত ওই যুবকের মা রাজ্যের এক পদস্থ আধিকারিক । 15 মার্চ ওই যুবক লন্ডন থেকে কলকাতায় ফিরেছিলেন । কলকাতায় ফেরার আগে লন্ডনের একটি পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি । 17 মার্চ থেকে ID&BG হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ।

কেউ সুস্থ হয়েছেন কি না তা জানার জন্য আক্রান্তের নমুনা পরীক্ষা করে দেখা হয় । দু'দিন আগে এ রাজ্যের প্রথম COVID-19-এ আক্রান্ত ওই যুবকের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে ৷ 48 ঘণ্টা পর দ্বিতীয় দফার নমুনা পরীক্ষার রিপোর্ট আসে গতকাল ৷ প্রথম রিপোর্টে নেগেটিভ আসার পর দ্বিতীয় রিপোর্টেও COVID-19 নেগেটিভ এসেছে । কোয়ারেন্টাইনে থাকা ওই যুবকের মা-বাবার নমুনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে । দক্ষিণ কলকাতার আরও এক যুবক COVID-19-এ আক্রান্ত হন । 13 মার্চ ওই যুবক লন্ডন থেকে কলকাতায় ফিরেছিলেন । 19 মার্চ তাঁর নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায় তিনি COVID-19-এ আক্রান্ত । 19 মার্চ থেকে তাঁর চিকিৎসা চলছে ID&BG হাসপাতালে । 22 মার্চ জানা যায় ওই যুবকের মা, বাবা, এবং তাঁদের এক পরিচারকও COVID-19-এ আক্রান্ত । এই তিন জনের চিকিৎসা চলছে ID&BG হাসপাতালে । দু'দিন আগে রাজ্যের COVID-19-এ দ্বিতীয় আক্রান্ত এই যুবকের বাবার নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19 নেগেটিভ এসেছিল । ৪৮ ঘণ্টা পর তাঁর দ্বিতীয় দফার নমুনা পরীক্ষার রিপোর্টেও COVID-19 নেগেটিভ এসেছে । গতরাতে এই রিপোর্ট পাওয়া গিয়েছে । এ রাজ্যে COVID-19-এ তৃতীয় আক্রান্তেরও চিকিৎসা চলছে ID&BG হাসপাতালে । ২০ মার্চ রাতে ওই তৃতীয় আক্রান্তের খোঁজ পাওয়া যায় । উত্তর 24 পরগনার হাবরার বাসিন্দা রাজ্যের ওই যুবতি স্কটল্যান্ড থেকে ফিরেছিলেন । দু'দিন আগে তাঁর নমুনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ আসে । ৪৮ ঘণ্টা পর দ্বিতীয়বার তাঁর নমুনা পরীক্ষা করা হয় । দ্বিতীয় দফার রিপোর্টেও COVID-19 নেগেটিভ পাওয়া গিয়েছে । গতরাতে এই রিপোর্ট এসেছে । COVID-19-এ এ রাজ্যের প্রথম আক্রান্ত, দ্বিতীয় আক্রান্তের বাবা এবং তৃতীয় আক্রান্ত এই তিনজনের দু'দফার নমুনা পরীক্ষার রিপোর্টেই COVID-19 নেগেটিভ পাওয়া গিয়েছে ৷

ID&BG হাসপাতাল সূত্রে খবর, আজ ওই তিনজনের শারীরিক অবস্থার বিষয়টি নিয়ে পর্যালোচনা করবেন চিকিৎসকরা । তারপর ওই তিনজনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । সূত্রের খবর, দুই দফার নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19 নেগেটিভ আসার কারণে মঙ্গলবার ওই তিনজনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার বিষয়ে আশাবাদী চিকিৎসকরা ।

এ দিকে 23 মার্চ বিকেলে এ রাজ্যে প্রথম এক COVID-19 আক্রান্তের মৃত্যু হয় সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে । 16 মার্চ থেকে দমদমের বাসিন্দা ওই ব্যক্তির চিকিৎসা চলছিল । 13 মার্চ থেকে জ্বর এবং শুকনো কাশি সহ একাধিক উপসর্গ দেখা দেয় । বেসরকারি এই হাসপাতালে ভরতি হওয়ার পর 19 মার্চ থেকে তাঁর শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় । ওই দিন থেকে তাঁকে ভেন্টিলেটরের সাপোর্টে রাখতে হয়েছিল । তাঁর ফুসফুসকে সচল রাখতে এক্সট্রাকরপোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন (ECMO)-এর প্রয়োজন দেখা দেয় । চিকিৎসকদের সন্দেহ হওয়ায়, এই ব্যক্তির সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল SSKM হাসপাতাল এবং বেলেঘাটার ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এনটেরিক ডিজ়িজ়েস (NICED)-এ । 20 মার্চ এই ব্যক্তির প্রথম নমুনা পাঠানো হয়েছিল SSKM হাসপাতাল এবং NICED-এ । এই দুই জায়গায় পাঠানো দুই নমুনা পরীক্ষার পর দেখা যায় একটি রিপোর্টে COVID-19 পজ়িটিভ এসেছে আর অন্য রিপোর্টে নেগেটিভ এসেছে । পর দিন অর্থাৎ 21 মার্চ আবার ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল SSKM হাসপাতাল এবং NICED-এ । এ বার দুই জায়গায় পাঠানো নমুনা দুটির পরীক্ষার রিপোর্টে দেখা যায়, দু'টি রিপোর্টেই COVID-19 পজ়িটিভ এসেছে ‌। এর পর জানানো হয় ওই ব্যক্তি COVID-19-এ আক্রান্ত । সল্টলেকের বেসরকারি ওই হাসপাতালে COVID-19 আক্রান্ত এই ব্যক্তির চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন 14 জন । 23 মার্চ ওই ব্যক্তির মৃত্যুর পরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে 14 জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল । সোমবার রাতে তাঁদের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । অর্থাৎ তাঁরা সুস্থ রয়েছেন । বেসরকারি ওই হাসপাতালে সূত্রে খবর, খুব তাড়াতাড়ি তাঁরা আবার কাজে যোগ দেবেন ।

Last Updated : Mar 31, 2020, 9:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.