ETV Bharat / city

এন্টালিতে ব্যবসায়ীর থেকে তোলা আদায়, গ্রেপ্তার 3 - কলকাতায় তোলাবাজি

কলকাতার এক ব্যবসায়ীর কাছ থেকে তোলা চাওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হল মথুরাপুরের এক যুবককে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও দু'জনকে গ্রেপ্তার করা হয় ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 26, 2020, 7:00 AM IST

কলকাতা, 26 জুন: ব্যবসায়ীর মাথায় ধরা হয়েছিল পিস্তল। হুমকি দেওয়া হয়েছিল, তোলা না দিলে বোমা-গুলিতে শেষ করে দেওয়া হবে । দু'লাখ টাকা চাওয়া হয়েছিল । ভয় পেয়ে ব্যবসায়ী কিছু টাকা তুলেও দেন দুষ্কৃতীদের হাতে। পরে অভিযোগ জানান এন্টালি থানায় । ঘটনার তদন্তভার নিয়ে কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশন ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে তিন জনকে।

একটা সময় তোলাবাজিতে কলকাতায় উঠে এসেছিল একাধিক নাম । তোলাবাজির সূত্র ধরে উঠে এসেছিল জঙ্গি কার্যকলাপের খবরও । কিন্তু লালবাজারের অ্যান্টি রাউডি সেকশনের সক্রিয়তায় শহর কলকাতায় সেই প্রবণতা প্রকাশ্যে অনেকটাই কমেছে । এরই মাঝে এন্টালি থানা এলাকায় ব্যবসায়ী ধীরাজ সিংয়ের কাছে তোলা চাওয়া হয়েছে বলে খবর আসে । মোট দু'লাখ টাকা তোলা চাওয়া হয় পিস্তল দেখিয়ে । ভয় দেখানো হয়, বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে । হুমকির মুখে 15 হাজার টাকা দিয়ে দেন ধীরাজ । বাকিটা পরে দেবে বলে জানান । পরে পুলিশের দ্বারস্থ হন। এই ঘটনার তদন্তভার নেয় লালবাজারের অ্যান্টি রাউডি সেকশন। সেই সূত্র ধরে দক্ষিণ 24 পরগনা মথুরাপুর থেকে গ্রেপ্তার করা হয় সাত্তার পেয়াদাকে । 26 বছরের ওই যুবক মথুরাপুরের বাসিন্দা। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও দু'জনের খোঁজ পায় পুলিশ । 23 বছরের রবি পাসওয়ান এবং 32 বছরের বাপি দাস।


পুলিশ সূত্রে খবর, আগেই রবি এবং বাপি একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিল । তারা এই মুহূর্তে পুলিশ হেপাজতে রয়েছে । মূলত তাদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই ঘটনায় পর্দাফাঁস হয়। অনেক সময়ই দেখা যায়, তোলাবাজদের ভয় পেয়ে সামনে আসেন না ব্যবসায়ীরা । টাকা দিয়ে নিশ্চিন্ত হয়ে যান । তেমন কোনও ঘটনা এই দলটি ঘটিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

কলকাতা, 26 জুন: ব্যবসায়ীর মাথায় ধরা হয়েছিল পিস্তল। হুমকি দেওয়া হয়েছিল, তোলা না দিলে বোমা-গুলিতে শেষ করে দেওয়া হবে । দু'লাখ টাকা চাওয়া হয়েছিল । ভয় পেয়ে ব্যবসায়ী কিছু টাকা তুলেও দেন দুষ্কৃতীদের হাতে। পরে অভিযোগ জানান এন্টালি থানায় । ঘটনার তদন্তভার নিয়ে কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশন ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে তিন জনকে।

একটা সময় তোলাবাজিতে কলকাতায় উঠে এসেছিল একাধিক নাম । তোলাবাজির সূত্র ধরে উঠে এসেছিল জঙ্গি কার্যকলাপের খবরও । কিন্তু লালবাজারের অ্যান্টি রাউডি সেকশনের সক্রিয়তায় শহর কলকাতায় সেই প্রবণতা প্রকাশ্যে অনেকটাই কমেছে । এরই মাঝে এন্টালি থানা এলাকায় ব্যবসায়ী ধীরাজ সিংয়ের কাছে তোলা চাওয়া হয়েছে বলে খবর আসে । মোট দু'লাখ টাকা তোলা চাওয়া হয় পিস্তল দেখিয়ে । ভয় দেখানো হয়, বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে । হুমকির মুখে 15 হাজার টাকা দিয়ে দেন ধীরাজ । বাকিটা পরে দেবে বলে জানান । পরে পুলিশের দ্বারস্থ হন। এই ঘটনার তদন্তভার নেয় লালবাজারের অ্যান্টি রাউডি সেকশন। সেই সূত্র ধরে দক্ষিণ 24 পরগনা মথুরাপুর থেকে গ্রেপ্তার করা হয় সাত্তার পেয়াদাকে । 26 বছরের ওই যুবক মথুরাপুরের বাসিন্দা। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও দু'জনের খোঁজ পায় পুলিশ । 23 বছরের রবি পাসওয়ান এবং 32 বছরের বাপি দাস।


পুলিশ সূত্রে খবর, আগেই রবি এবং বাপি একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিল । তারা এই মুহূর্তে পুলিশ হেপাজতে রয়েছে । মূলত তাদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই ঘটনায় পর্দাফাঁস হয়। অনেক সময়ই দেখা যায়, তোলাবাজদের ভয় পেয়ে সামনে আসেন না ব্যবসায়ীরা । টাকা দিয়ে নিশ্চিন্ত হয়ে যান । তেমন কোনও ঘটনা এই দলটি ঘটিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.